Tollywood : বাংলা ছবির এই অভিনেত্রী দাদাঠাকুর শরৎচন্দ্র পণ্ডিতের নাতনি

দাদা ঠাকুর শরৎচন্দ্র পণ্ডিতের নাম নিশ্চয়ই শুনেছেন আপনি? এই বাঙালি কথা শিল্পী এবং সাংবাদিক তথা সাহিত্যিক বাংলার উজ্জ্বল রত্ন ছিলেন। তার লেখা অসংখ্য বই বাংলা সাহিত্য ভান্ডারকে সমৃদ্ধ করে। তারই প্রনাতনি মৌমিতা ঠাকুর এখন বাংলা ছবির অভিনেত্রী। চেনেন কি মৌমিতাকে? না জানলে জেনে নিন এই প্রতিবেদন থেকে।

দাদা ঠাকুরের প্রনাতনি মৌমিতা শিলাদিত্য মৌলিকের পরিচালনায় বিক্রম চট্টোপাধ্যায়ের সঙ্গে অভিনয় করেছেন সূর্য নামের একটি ছবিতে। সম্প্রতি মুক্তি পেয়েছে সেই ছবি। আর সেই ছবি মুক্তি পাওয়ার পর থেকেই মৌমিতাকে নিয়ে চর্চা শুরু হয়েছে। যদিও মৌমিতার অবশ্য এটা প্রথম অভিনয় নয়। তিনি এর আগেও বহু ছবিতে পার্শ্ব চরিত্রে অভিনয় করেন। কমলেশ্বর মুখোপাধ্যায়ের ‘একটু সরে বসুন’ সিনেমাও রয়েছে সেই তালিকায়।

Moumita Pandit

মৌমিতা আজিমগঞ্জের স্কুলে পড়েছেন ছোটবেলায়। স্কুলে পড়তে পড়তেই তিনি তার পারিবারিক ঐতিহ্য সম্পর্কে জানতে পারেন। জানতে পারেন তার তার পূর্বপুরুষ দাদাঠাকুর ওরফে শরৎচন্দ্র পণ্ডিত কী কাণ্ডটাই না করে গিয়েছেন বাংলা সাহিত্যের জন্য। তিনি তার পরিবার নিয়ে গর্বিত। কিন্তু তার আক্ষেপ এই যে দাদাঠাকুর সম্পর্কে বর্তমান প্রজন্ম তেমনভাবে কিছু জানেই না।

মৌমিতা অবশ্য নিজের দাদা ঠাকুরকে দেখেননি। কিন্তু তার ঠাকুমা এবং জেঠাদের মুখে তার সম্পর্কে বহু মজার মজার কথা জানতে পেরেছেন। দাদাঠাকুর যখন তার ঠাকুমাকে দেখতে যান তখন রুপ দেখে নয়, বরং তার সাহস ও মেধা দেখে হবু বৌমাকে পছন্দ করে ফেলেন। পন্ডিত পরিবারে আজও সংস্কৃত ভাষার চল রয়েছে। মৌমিতা সংস্কৃতে স্নাতকোত্তর হয়েছেন।

Moumita Pandit

দাদা ঠাকুরের অভিনব রচনার মধ্যে ছিল তার কিছু টাং টুইস্টার। যেগুলো আজও থিয়েটার এবং সিনেমায় বলতে শোনা যায়। কিন্তু অনেকেই জানেন না সেগুলোর স্রষ্টা আসলে কে। দাদা ঠাকুরের প্রেস জঙ্গিপুরে আজও অযত্নে পড়ে রয়েছে। তার লেখা বোতল পুরাণ এখন খুব বেশি পাওয়া যায় না। তবে কলেজ স্ট্রিটের একটি দোকান আজও যত্ন করে দাদা ঠাকুরের বই প্রকাশ করে।

আরও পড়ুন : আর নয় সিনেমা-সিরিয়াল! রাগে চরম সিদ্ধান্ত দিলেন রত্না ঘোষাল

আরও পড়ুন : জিতের প্রেমী ছবির নায়িকা আজ কোথায়, এখন কী করছেন তিনি?

মৌমিতা আগামী দিনে দাদাঠাকুরকে নিয়ে সিনেমা তৈরি করতে ইচ্ছুক। দাদাঠাকুরের হাতের লেখা, ছড়া, ব্যবহৃত জিনিস, ছবি ইত্যাদি আজও তিনি সযত্নে তার সংগ্রহে রেখেছেন। তিনিও দাদা ঠাকুরের মত স্পষ্টবাদী। শুধু অভিনয় নয়, পরিচালনাতেও ইচ্ছুক তিনি। তার সর্বভারতীয় একটি প্রজেক্ট মুক্তি পাবে খুব শীঘ্রই। বাংলাতে বহু ছবিতে তিনি কাজ করেছেন। কাজ করে ফেলেছেন সাবিত্রী চট্টোপাধ্যায়ের সঙ্গেও। আগামী দিনে আরও বড় কিছু টলিউডকে তিনি উপহার দিতে চান।