সুদর্শন চেহারা এবং অভিনয় প্রতিভা থাকা সত্ত্বেও খানেদের ম্যাজিকের সামনে ফিকে হয়ে অকালেই বলিউডকে (Bollywood) বিদায় জানাতে বাধ্য হয়েছেন বহু তারকা। তাদেরই একজন ছিলেন রজত বেদী (Rajat Bedi)। বলিউডের এই অভিনেতা একসময় শাহরুখ খান, হৃত্বিক রোশনদের সিনেমাতে অভিনয় করেন। সুযোগ পেলে তিনিও ইন্ডাস্ট্রির বড় ষ্টার হয়ে উঠতে পারতেন। তবে বলিউড তাকে সেই সুযোগটাই দিল না।
রজত বেদীর চেহারা এবং ব্যক্তিত্বের কাছে ওই সময় পর্দাতে ফিকে বলে মনে হত সুপারস্টারদের। ঠিক এই কারণেই তার সঙ্গে অভিনয় করতে ভয় পেতেন বড় বড় তারকারা। রজত বেদীর সঙ্গে স্ক্রিন শেয়ার করতে হবে শুনলেই নাকি পিছিয়ে যেতেন তারা। এমন দাপুটে অভিনেতা হওয়া সত্ত্বেও মাত্র কয়েকটা ছবির পর আচমকাই বলিউড থেকে উধাও হয়ে যান রজত।
রজতের জন্ম হয়েছিল এক ফিল্মি পরিবারে। ছোট থেকেই অভিনেতা হওয়ার স্বপ্ন দেখতেন তিনি। পড়াশোনা শেষ করেই তিনি মডেলিং করতে শুরু করেন। খুব তাড়াতাড়িই মডেলিংয়ের দুনিয়াতে নামডাক পেয়েছিলেন রজত। এরপর ১৯৯৮ সালে বলিউডে প্রথম অভিনয়ের সুযোগ আসে তার হাতে। ছবির নাম ছিল ‘২০০১ : দো হাজার এক’।
তবে হৃত্বিক রোশনের ‘কই মিল গেয়া’তে নেগেটিভ শেডের চরিত্রে অভিনয় করে নজর কেড়েছিলেন রজত। তখন থেকেই তার কেরিয়ার গ্রাফ ক্রমশ উপরের দিকে উঠতে থাকে। ইন্টারন্যাশনাল খিলাড়ি, ইন্ডিয়ান, মা তুঝে সালাম ইত্যাদি বহু হিট ছবিতে তিনি ধূসর চরিত্রে অভিনয় করতে শুরু করেন। আবার বেশ কিছু ছবিতে তাকে মুখ্য চরিত্রেও দেখা গিয়েছিল।
কিন্তু তা সত্ত্বেও আচমকাই তার কেরিয়ারে দুর্দিন নেমে আসে। তখন তার কাছে অনেক ছবির প্রস্তাব আসতো বটে কিন্তু একটার পর একটা ছবির প্রস্তাব তিনি হাতছাড়া করছিলেন। শেষবার তাকে ২০১২ সালে ব্ল্যাকবোর্ড ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছিল। এরপর বলিউডের পর্দাতে আর কখনও দেখা যায়নি রজত বেদীকে। কোথায় হারিয়ে গেলেন অভিনেতা?
অভিনেতা এখন বেকার অবস্থায় দিন কাটাচ্ছেন। কেরিয়ারের সুদিন ফেরাতে তিনি নিজের নাম পরিবর্তন করে রাখেন রাজ সিং বেদী। তবে তাতে বিশেষ লাভ হয়নি। উপরন্তু ২০২১ সালে তার গাড়ি রাজেশ দূত নামের এক ব্যক্তিকে ধাক্কা মারে এবং এই দুর্ঘটনায় রাজেশের মৃত্যু হয়। এরপর মুম্বাই পুলিশ রজতকে গ্রেফতার করে। এখন রজতের হাতে কোনও কাজই নেই। এমনকি বলিউডের পরিচালক, প্রযোজকরাও নাকি তাকে চিনতে অস্বীকার করেন।