কোথায় হারিয়ে গেলেন গার্গী রায়চৌধুরী? কেন সিরিয়ালে আর দেখা যায় না তাকে

বাংলা টেলিভিশন (Bengali Telivision) ইন্ডাস্ট্রিতে এমন অনেক তারকার আবির্ভাব হয়েছে যারা একসময় একের পর এক বাংলা সিরিয়ালের (Bengali Mega Serial) অভিনয় করে দর্শকদের মন জয় করে নিয়েছেন। কিন্তু বিগত বেশ কয়েক বছর ধরে তাদেরকে আর টেলিভিশন ইন্ডাস্ট্রিতে দেখা যাচ্ছে না। তেমনি একজন অভিনেত্রী হলেন গার্গী রায়চৌধুরী (Gargi Roy Chowdhury)। প্রায় ২০ বছরেরও বেশি সময় ধরে ইন্ডাস্ট্রিতে রয়েছেন তিনি। কিন্তু হাতেগোনা খুব কমই কাজ করেছেন।

গার্গী রায়চৌধুরী প্রথম থেকেই খুব বেছে বেছে কাজ করেছেন। সেই জন্যই তো তিনি যে কটি চরিত্রে অভিনয় করেছেন সবকটি চরিত্রের জন্য দর্শকরা তাকে মন রেখেছেন। এখন তো সিরিয়াল করাই ছেড়ে দিয়েছেন গার্গী। বদলে বাংলার ভাল ভাল কিছু সিনেমাতে তাকে অভিনয় করতে দেখা যায়। যেমন ‘হামি’, ‘বিট নুন’, ‘তিন ইয়ারি কথা’ ইত্যাদি।

GARGI ROY CHOWHURY

গার্গী রায়চৌধুরীর অভিনয় কেরিয়ার শুরু হয়েছিল থিয়েটার থেকে। উত্তরণ এবং বহুরূপীতে বহুবছর থিয়েটার করেছেন তিনি। এরপর তিনি রেডিওতে সংবাদ পাঠিকা হিসেবেও বেশ কিছুদিন কাজ করেন। এরপর একটি বাংলা সিরিজ ‘শিশিরের শব্দ’তে অভিনয় করেছিলেন একজন উকিলের চরিত্রে।

সিনেমার পাশাপাশি বহু সিরিয়ালে তিনি কাজ করেছেন। সেই সঙ্গে একাধিক বিজ্ঞাপনেও ভেসে উঠেছে তার মুখ। তার করা বেশিরভাগ বিজ্ঞাপন দর্শকরা মনে রেখেছেন আজও। এর মধ্যে হরলিক্সের বিজ্ঞাপন অন্যতম। গার্গী রায় চৌধুরী শিবপ্রসাদ মুখার্জীর ‘হামি’ ছবিতে অভিনয় করার পর ফের একবার চর্চায় উঠে আসে তার নাম।

GARGI ROY CHOWHURY

সর্বপ্রথম ‘রামধনু’ ছবিতে সাধারণ মধ্যবিত্ত ঘরের একজন গৃহবধুর চরিত্রে অভিনয় করে তিনি নজর কেড়েছিলেন। তার সঙ্গে এই ছবিটায় ছিলেন রচনা ব্যানার্জীও। তবে রচনা থাকতেও গার্গী সমস্ত লাইম-লাইট শুষে নিয়েছিলেন। ২০১৭ সালে অনিক দত্তের ‘মেঘনাদবধ রহস্য’, ২০১৮ সালে শিবপ্রসাদ-নন্দিতার ‘হামি’ ছবির পর ফের প্রশংসিত হয় তার অভিনয় দক্ষতা।

GARGI ROY CHOWHURY

২০১৯ সালে কৌশিক গাঙ্গুলীর ‘জ্যেষ্ঠ পুত্র’ ছবিতে প্রসেনজিতের বিপরীতে গার্গীর চরিত্রটি আলাদা মাত্রা লাভ করে তার অভিনয় গুনে। পর্দার পাশাপাশি বাস্তবেও প্রবল ব্যক্তিত্বময়ী সত্ত্বা রয়েছে তার মধ্যে। দর্শকরা তাকে আবারও ভাল ভাল সিনেমাতে অভিনয় করতে দেখতে চান।