টলিউড থেকে বলিউড! চুটিয়ে কাজ করছেন অরিজিৎ সিংয়ের বোন অমৃতা সিং

শুধু অরিজিত সিং নয়, তার বোন অমৃতা সিংও একজন বড় গায়িকা। টলিউড এবং বলিউড জুড়ে দাপিয়ে কাজ করছেন তিনি। অরিজিৎ সিংকে তো সকলেই জানেন, কিন্তু তার বোন অমৃতাকে চেনেন কি? তিনিও কিন্তু দাদার মতই গানের জগতে পা রেখেছেন। তবুও অরিজিতের সঙ্গে কিন্তু তার বোনকে তেমন দেখা যায় না। সুপারস্টার দাদার বোন হওয়ার তেমন কোনও প্রচার তিনি পাননি। সংগীত দুনিয়ায় যেটুকু সাফল্য অর্জন করেছেন, সবটাই নিজের ক্যারিশমায়।

অরিজিৎ সিংয়ের বোন অমৃতা সিংয়ের গান

অমৃতা গান শিখতে শুরু করেন একদম ছোটবেলা থেকে। মা ছিলেন তার প্রথম শিক্ষা গুরু। তারপর তিনি মায়ের গুরু বীরেন্দ্র প্রসাদ হাজারী এবং তার দাদা রাজেন্দ্র প্রসাদ হাজারীর থেকে গান শেখেন। কৌশিকী চক্রবর্তীর থেকেও তালিম নিয়েছিলেন তিনি। ইন্ডিয়ান আইডলের মঞ্চেও অংশ নিয়েছিলেন অমৃতা। তিনি প্লেব্যাক শুরু করেন মৈনাক ভৌমিকের ‘জেনারেশন আমি’ সিনেমার ‘ভুলে যেও আমাকে’ গানটি দিয়ে। এরপর ‘বিসমিল্লা’ সিনেমার ‘তোমাকে দেখিনি’ গানটি গাওয়ার সুযোগ তিনি পেয়েছিলেন।

Arijit Singh`s Sister Amrita Singh

অমৃতা সিং এর বলিউড জার্নি

শুধু টলিউড নয়, অমৃতা বিভিন্ন বলিউড সিনেমাতেও গান গেয়েছেন। তার মধ্যে রয়েছে পাগলেট, এই সিনেমায় তিনি দাদা অরিজিতের সঙ্গে গান করেছিলেন। এরপর জুবিন নটিয়ালের সঙ্গে হেট স্টোরি ৪ সিনেমাতেও তিনি গান গেয়েছিলেন। ইতি মেমোরিজ সহ কিছু ওয়েব সিরিজেও তার গান শুনতে পাবেন। অমৃতা বলেছেন সুপারস্টার দাদার বোন হওয়ার কোনও অতিরিক্ত সুবিধা তিনি পাননি। তবে এটা ঠিক অরিজিতের দৌলতে তিনি অনেক গুণী মানুষদের সংস্পর্শে আসতে পেরেছেন। কিন্তু তার দাদা কোনদিনও বোনকে সুযোগ পাইয়ে দিতে কোনও সঙ্গীত পরিচালককে গিয়ে ধরেননি। সংগীতের দুনিয়ায় তার পথ চলাটা ছিল একান্তই তার নিজের।

আরও পড়ুন : অরিজিৎ সিংয়ের প্রথম স্ত্রী কে? কাকে ডিভোর্স দিয়ে কোয়েলকে বিয়ে করেছেন অরিজিৎ?

ARIJIT SINGH`S SISTER AMRITA SINGH

আরও পড়ুন : গান গাইতে কত টাকা পারিশ্রমিক নেন অরিজিৎ সিং? শুনলে চোখ কপালে উঠবে আপনার

দাদার কাছ থেকেও গানের ব্যাপারে অনেক কিছু শিখেছেন অমৃতা। তিনি বলেন অরিজিতের মতো কষ্ট তাকে করতে হয়নি। রিয়েলিটি শোয়ের পর অরিজিৎ দীর্ঘ সময় সংগীত পরিচালক প্রতীমের সঙ্গে কাজ করেছেন। শুধু বাড়িতে ঘুমানোর জন্য আসতেন তখন। দিনরাত শুধু কাজ করতেন। অমৃতাকে অবশ্য এতটা কষ্ট করতে হয়নি। তিনি তার দাদার চোখের মণি। কিন্তু গান নিয়ে একটু উনিশ-বিশ হলে দাদার হাতে মার পর্যন্ত খেতে হয়েছে তাকে। অরিজিতের সঙ্গে বেশ কিছু কনসার্টেও দেখা যেতে তাকে। কিন্তু এখন ভাইবোনের কনসার্ট বন্ধ। মাঝে কিছুদিন অমৃতা মুম্বাইতে ছিলেন। তারপর তিনি কলকাতাতে ফিরে আসেন। ২০১৭ সালে সাউন্ড প্রোগ্রামার নিলয় মজুমদারকে বিয়ে করেন তিনি। বর্তমানে তাদের একটি পুত্র সন্তান রয়েছে। শীঘ্রই নাকি আবার দাদা ও বোনের কনসার্ট হবে। জনৈক অনুরাগীর প্রশ্নে কমেন্টে এমনটাই জানিয়েছেন অমৃতা।