বলিউড (Bollywood) ইন্ডাস্ট্রির সুপারস্টার অমিতাভ বচ্চনকে (Amitabh Bachchan) আজ গোটা বিশ্ব চেনে। তিনি হিন্দি কবি ও লেখক হরিবংশ রাই বচ্চনের বড় ছেলে। তাদের পরিবারের বেশ সুনাম রয়েছে। হরিবংশ রাই বচ্চনের দুই ছেলে অমিতাভ বচ্চন এবং অজিতাভ বচ্চন (Ajitabh Bachchan)। অমিতাভকে সকলে চিনলেও অজিতাভের পরিচয় বেশিরভাগ মানুষই জানেন না বললেই চলে।
অথচ অমিতাভের বলিউড ইন্ডাস্ট্রিতে প্রবেশের পথ কিন্তু করে দিয়েছিলেন এই অজিতাভ। দাদার থেকে তিনি পাঁচ বছরের ছোট। একই স্কুল এবং কলেজে পড়াশোনা করতেন দুই ভাই। এরপর তারা চলে আসেন কলকাতাতে এবং একসঙ্গে সেখানে কাজ শুরু করেন দুজনে। তবে অমিতাভ প্রথম থেকেই অভিনেতা হতে চেয়েছিলেন।
দাদার মন বুঝে অজিতাভ বিভিন্ন প্রযোজকের কাছে অমিতাভের ছবি পাঠাতে শুরু করেন। এভাবেই বলিউড ইন্ডাস্ট্রিতে একসময় চান্স পেয়ে যান অমিতাভ। তিনি সিনেমায় চান্স পেয়ে মুম্বাইতে চলে আসেন। চাকরির সূত্রে অজিতাভ কলকাতাতেই থেকে যান। এরপর মুম্বাইতে যখন অমিতাভের প্রতিপত্তি বাড়তে শুরু করে তখন চাকরি ছেড়ে দাদার কাজের দেখাশোনার জন্য ভাই চলে আসেন মুম্বাইতে।
মুম্বাইতে আসার পর অজিতাভ অমিতাভের কাজের সমস্ত বিষয় দেখাশোনা করতেন। দাদার সঙ্গে দেখা করতে হলে আগে ভাইয়ের সঙ্গে দেখা করতে হত। কিন্তু এরপর যখন অভিনয়ের পাশাপাশি অমিতাভ রাজনীতিতে প্রবেশ করেন তখন অজিতাভকে লন্ডনে চলে যেতে হয়। সেখানে তিনি নিজের ব্যবসা শুরু করেন।
অমিতাভের টাকা নিজের ব্যবসাতে লগ্নি করেছিলেন অজিতাভ। বিদেশে এই ব্যবসা থেকে প্রচুর লাভ করেছিলেন অজিতাভ। এরপর তিনি বিয়ে করেন রমলাকে। তবে এরপরই বোফোর্স কেলেঙ্কারি মামলাতে অজিতাভের সঙ্গে অমিতাভের নাম জড়িয়ে যায়। দুই ভাইয়ের মধ্যে ঝগড়া হয়। পরে অবশ্য অজিতাভকে ক্লিন চিট দেওয়া হয়েছিল।
তবে দুই ভাইয়ের মধ্যে দূরত্ব কিন্তু কমেনি। বাবা হরিবংশ রাই বচ্চনের জন্যই দুই ভাই একসঙ্গে থাকতেন। বাবার মৃত্যুর পরপরই তারা আলাদা হয়ে যান। ঐশ্বর্য এবং অভিষেকের বিয়ের অনুষ্ঠানের জন্য ২০০৭ সালে তিনি আবার লন্ডন থেকে ভারতে আসেন বলে জানা যায়। এখন দুই ভাইয়ের মধ্যে সুসম্পর্ক তৈরি হয়েছে। কিন্তু অজিতাভ এখনও লন্ডনেই আছেন।