টিভি খুললেই উধাও স্টার জলসা, জি বাংলা! মাথায় হাত দর্শকদের

স্টার জলসা (Star Jalsha) থেকে জি বাংলা (Zee Bangla), বাংলার প্রথম সারির চ্যানেল এই দুটি চ্যানেল। প্রায় ২০ টির বেশি সিরিয়াল সম্প্রচার হয় দুটো চ্যানেল মিলিয়ে। দর্শকদের পছন্দের তালিকাতে এই দুটি চ্যানেল বরাবরই প্রথমে থাকে। কিন্তু হঠাৎ করেই নাকি এই দুই চ্যানেলের সম্প্রচার বন্ধ হয়েছে। বন্ধ হয়েছে চ্যানেলের সব সিরিয়ালের সম্প্রচার। এমনকি টিভি খুললে নাকি দেখাই যাচ্ছে না চ্যানেল দুটিকে। ব্যাপারটা কী?

হালফিলে ঘটে যাওয়া টলিউড পরিচালক এবং টেকনিশিয়ান ফেডারেশনের মধ্যে গন্ডগোলের কথা সবারই জানা। টেকনিশিয়ানের সদস্যদের বিক্ষোভের মুখে পড়ে টানা দুদিন টলিউডের শুটিং বন্ধ ছিল। শুধু সিনেমা নয়, বন্ধ ছিল সিরিয়ালের শুটিংও। দফায় দফায় বৈঠকেও লাভ হয়নি কিছুই। শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

Tollywood

ডিরেক্টর এবং ফেডারেশনের মধ্যে ঝামেলার কারণে স্টার জলসা এবং জি বাংলার সব সিরিয়ালের শুটিংও বন্ধ ছিল। কিন্তু ধীরে ধীরে আবার ছন্দে ফিরেছে স্টুডিও পাড়া। টেকনিশিয়ানরা আবার কাজে যোগ দিয়েছেন। ডিরেক্টাররাও নিশ্চিন্ত মনে কাজ করতে পারছেন। এরই মধ্যে আবার হঠাৎ করেই এলো দু-সংবাদ। স্টার জলসা এবং জি বাংলার সম্প্রচার বন্ধ হয়ে যাওয়াতে মাথায় হাত দর্শকদের। তাহলে কি আর দেখা যাবে না পছন্দের সিরিয়াল?

না, পশ্চিমবঙ্গে কিন্তু এই সমস্যা হয়নি। বাংলার দর্শকরা এখনো আগের মতো স্টার জলসা এবং জি বাংলা দেখতে পাচ্ছেন টিভিতে। কিন্তু সমস্যা হচ্ছে বাংলাদেশের দর্শকদের। বাংলাদেশেও ভারতীয় বেশ কিছু চ্যানেলের সম্প্রচার হয়। স্টার জলসা এবং জি বাংলার সম্প্রচার হয় সেখানেও। ওপার বাংলার দর্শকেরা পশ্চিমবঙ্গের সিরিয়াল দেখতে পছন্দ করেন। কিন্তু হঠাৎ করেই সেখানে ভারতীয় সব চ্যানেলের সম্প্রচার বন্ধ হয়েছে।

আরও পড়ুন : চোখের বালির বিনোদিনী এখন কোথায়? অভিনয় ছেড়ে এখন কি করছেন অভিনেত্রী?

BENGALI SERIAL

আরও পড়ুন : বাংলা সিরিয়ালের সেরা নায়ক কে? নামটা না শুনলে বিশ্বাস হবে না

আসলে বাংলাদেশের বর্তমান অশান্ত পরিস্থিতির কারণেই ভারতীয় সব চ্যানেলের সম্প্রচার বাংলাদেশে বন্ধ হয়েছে। ছাত্র আন্দোলন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগকে কেন্দ্র করে উত্তাল হয়ে রয়েছে বাংলাদেশ। সেখানে গঠিত হয়েছে অন্তর্বর্তী সরকার। এখনো বাংলাদেশের পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে আবারও ওপার বাংলার মানুষেরা এপার বাংলার টিভি চ্যানেলগুলোকে দেখতে পাবেন, দেখতে পাবেন পছন্দের সিরিয়াল, এমনই আশা করছেন।