বলিউডের নোংরা রাজনীতির শিকার! বিস্ফোরক অলকা ইয়াগনিক

৯০ এর দশকে বলিউডের সেরা গায়িকাদের মধ্যে একজন ছিলেন অলকা ইয়াগনিক। অসংখ্য সুপারহিট সিনেমাতে তার প্রচুর হিট গান রয়েছে। উদিত নারায়ণ, কুমার শানুদের সঙ্গে অলকার গাওয়া ডুয়েট এখনও শ্রোতারা খুব পছন্দ করেন। শুধু দেশে নয়, বিদেশেও প্রচুর ভক্ত আছেন অলকার। এমনকি কুখ্যাত দুষ্কৃতি ওসামা বিন লাদেনও অলকার অন্ধ ভক্ত ছিলেন। আর এই খবর প্রকাশ্যে আসতেই বলিউডে অলকাকে একপ্রকার কোণঠাসা করার চেষ্টা হয়েছিল।

ওসামা বিন লাদেনের ভয়ে একসময় কাঁপতো গোটা বিশ্ব। তিনিই কিনা আবার ভারতের হিন্দি গানের ভক্ত ছিলেন। তাও আবার অলকার গাওয়া রোমান্টিক গান শুনতেন লাদেন। যখন লাদেনের অ্যাবোতাবাদের সেফ হাউজের বাড়ি থেকে তার ব্যক্তিগত কম্পিউটার আটক করা হয় তখন তাতে যা মিলেছিল সেটা দেখে চক্ষু চড়কগাছ হয় তদন্তকারীদের। লাদেনের কম্পিউটার ভর্তি ছিল অলকার গানে। তবে একা অলকা নন, উদিত নারায়ণ, কুমার শানুদের গানের অসংখ্য ক্যাসেট পাওয়া গিয়েছিল তার কাছে।

 Alka Yagnik

তবে যেই মুহূর্তে অলকার গানের ভক্ত লাদেন তখন বলিউডের একদল মানুষ ষড়যন্ত্র করে অলকাকে দোষী প্রমাণিত করার চেষ্টা করতে থাকেন। বিশেষ করে একজনের কথা উল্লেখ করেছেন গায়িকা যিনি চেয়েছিলেন অলকার কেরিয়ার নষ্ট করে দিতে। অলকার কাছ থেকে গান কেড়ে নিতেন তিনি। গায়িকার কথায়, “সব কাজেই রাজনীতির ছায়া থাকে। বলিউডের রাজনীতি আমার থেকে গান কেড়ে নিয়েছে। আমার সমসাময়িক এক শিল্পী সেই সময়ে যথেষ্ট নোংরা রাজনীতি করেছিলেন আমার সঙ্গে।” অলকা বলেছেন মহড়ায় তাকে দিয়ে গাওয়ানো হত, রেকর্ডিং এর সময় ঐ শিল্পীর কন্ঠস্বর ব্যবহার হতো।

আরও পড়ুন : ১৮তে পালিয়ে বিয়ে, ১৯শে ডিভোর্স! জীবনে ‘বড় ভুল’ করে আফসোসের শেষ নেই সুনিধি চৌহানের

 Alka Yagnik

আরও পড়ুন : প্রথম বিয়ে লুকিয়ে আবার বিয়ে! উদিত নারায়ণের বিরুদ্ধে মামলা করলেন স্ত্রী রঞ্জনা

অলকা এও বলেছেন লাদেন যদি তার গান পছন্দ করেন তাহলে তাতে অলকার দোষ কোথায়? লাদেনের মধ্যে নিশ্চয়ই শিল্পী মন ছিল বলে মনে করেন তিনি। তাই হয়তো তিনি গান শুনতে পছন্দ করতেন। তবে এর জন্য অলকার মত গায়িকাকে অনেক মাশুল দিতে হয়েছিল ইন্ডাস্ট্রিতে।