গুরুতর রোগে আক্রান্ত আলিয়া ভাট! উদ্বিগ্ন ভক্তরা

গুরুতর রোগে আক্রান্ত আলিয়া ভাট (Alia Bhatt)। মারাত্মক মানসিক সমস্যায় ভুগছেন তিনি। এতদিনে প্রকাশ্যে এল বলিউডের অন্যতম সেরা নায়িকার গোপনতম কথা। যা এতদিন আলিয়া লুকিয়েছিলেন তার ভক্তদের থেকে। আলিয়া নিজেই জানিয়েছেন অ্যাটেনশন ডেফিসিট ডিসঅর্ডারে ভুগছেন তিনি। এর জন্য তাকে অনেক ভুগতে হয়। কোনও কিছুতেই খুব বেশিক্ষণ সময় ধৈর্য রেখে বসে থাকা তার পক্ষে সম্ভব হয় না। তিনি খুব তাড়াতাড়িতে কাজ করে ফেলেন।

আলিয়া জানিয়েছেন তার বিয়ের দিনেও এমনটা হয়েছে। মেকআপ আর্টিস্ট তার থেকে ২ ঘন্টা সময় চেয়েছিলেন। কিন্তু আলিয়া তাকে সরাসরি বলে দেন, “তাহলে আপনি আপনার কাজ হারাবেন।” স্বাভাবিকভাবেই মনে প্রশ্ন ওঠে অ্যাটেনশন ডেফিসিট ডিসঅর্ডার বা ADHD রোগটি আসলে কী?

Alia Bhatt

চিকিৎসকদের মতে, ADHD বা অ্যাটেনশন ডেফিসিট ডিসঅর্ডার সমস্যা যা শৈশব থেকেই থাকে। জন্মের পরপরই শিশুর মধ্যে দেখা দেয়। কিছু কিছু ক্ষেত্রে মনোযোগ, একাগ্রতা এবং কাজ সম্পূর্ণ করার ক্ষেত্রে বাঁধা হয়ে দাঁড়ায় এই রোগ। এই রোগ থাকলে শিশুরা অতিরিক্ত সক্রিয় এবং আবেগপ্রবণ হয়ে পড়ে। একে অনেক সময় মনোযোগ ঘাটতি বা হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডারও বলা হয়। তবে ৫ থেকে ১৫ শতাংশ শিশু হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডারে আক্রান্ত হয়। ছেলেদের মধ্যে এই সমস্যা দ্বিগুণভাবে প্রকাশ পায়। আলিয়া ভাট এতদিন এই রোগের সঙ্গে এই লড়াই করছিলেন। এবং এখনো করছেন।

আরও পড়ুন : মহেশ ও পূজা ভাটের মেয়ে আলিয়া? বাবার ‘অবৈধ সম্পর্ক’ নিয়ে মুখ খুললেন আলিয়া

Alia Bhatt

আরও পড়ুন : ৪২ বছরেও ১৮ এর গ্ল্যামার! মুখে কী মাখেন প্রিয়াঙ্কা চোপড়া?

২০২২ সালের এপ্রিল মাসে রণবীর কাপুরকে বিয়ে করেন আলিয়া ভাট। ওই বছরের নভেম্বর মাসেই জন্ম হয় আলিয়া ও রণবীরের মেয়ে রাহার। জন্মের পরপরই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল রাহা। আলিয়া বর্তমানে তার নতুন ছবি ‘জিগরা’র কাজ নিয়ে ব্যস্ত আছেন।