OMG 2 Got ‘A’ Certificate & 25 Cuts : মুক্তির আগেই কার্যত চরম বিপাকে পড়ে গিয়েছে অক্ষয় কুমার (Akshay Kumar) -র আসন্ন ছবি ‘ওহ মাই গড ২’ (Oh My God 2)। যে ছবি অক্ষয়ের কেরিয়ারের টার্নিং পয়েন্ট হতে পারত, সেন্সর বোর্ড (Censor Board) -র নজরে পড়ায় সেই ছবিকে কেন্দ্র করেই এখন নির্মাতাদের ওষ্ঠাগত প্রাণ! ‘ওএমজি ২’ (OMG 2) ছবি থেকে নাকি ইতিমধ্যেই ২৫ এর বেশি দৃশ্য ছেঁটে ফেলা হয়েছে। কোন কোন দৃশ্য বাদ পড়েছে এই ছবি থেকে? প্রকাশ্যে এল সেই তালিকা।
যতদূর জানা যাচ্ছে, সেন্সর বোর্ড এরই মধ্যে ওএমজি ২ কে ‘A’ সার্টিফিকেট দিয়েছে। অর্থাৎ কেবল প্রাপ্তবয়স্করা এই ছবিটি দেখতে পারবেন। অক্ষয় কুমারের কেরিয়ারের এটাই প্রথম A ক্যাটাগরির ছবি হতে চলেছে। শুধু তাই নয়, ছবি থেকে প্রায় ২৫ টিরও বেশি দৃশ্য ছেঁটে ফেলা হয়েছে। যার মধ্যে কোথাও ছিল ফ্রন্টাল নুইডিটি, কোথাও ছিল ভগবানকে মদ উৎসর্গ করার ডায়লগ। ইঁদুরের বিষ লেখা বোতল থেকেও ইঁদুর কথাটি মুছে ফেলা হয়েছে। আর কোন কোন দৃশ্য বাদ দেওয়া হয়েছে জানেন?
কোর্টরুমে বিচারকদের সেলফি নেওয়া থেকে শুরু করে ছবিতে উজ্জয়ন শহরের উল্লেখ, সবেতেই আপত্তি সেন্সর বোর্ডের। বলতে গেলে সেন্সর বোর্ডের কড়া নজরে ওএমজি বেজায় ফাঁদে পড়ে গিয়েছে। যে কারণে পূর্বনির্ধারিত ১১ই আগস্ট ছবির মুক্তি আদেও হবে কিনা সেই নিয়েও সন্দেহ দেখা দিয়েছে। ছবির কিছু দৃশ্য মহাকালেশ্বর মন্দিরে শুট করা হয়েছিল। সেই দৃশ্যগুলো মুছে ফেলার জন্য দাবি জানিয়েছেন মন্দিরের পুরোহিত মহেশ শর্মা।
ওএমজি ২ নিয়ে বিতর্ক শুরু হয়েছিল যখন মহেশ শর্মা ছবির ওই দৃশ্যগুলো সিনেমা থেকে মুছে ফেলার দাবি করতে থাকেন। বিশিষ্ট সংবাদ সংস্থা এএনআই এর কাছে তিনি বলেছেন, ‘‘ওহ মাই গড ২ সিনেমাটিকে সেন্সর বোর্ড একটি শংসাপত্র দিয়েছে। এই শংসাপত্রটি প্রাপ্তবয়স্কদের বিষয়বস্তু রয়েছে এমন সিনেমার জন্য সংরক্ষিত। আমরা দাবি করছি যে কিছু দৃশ্য, যা মহাকাল মন্দিরে শুট করা হয়েছিল, সেগুলি সরানো হোক কারণ এটি দর্শকদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করতে পারে। আমাদের দাবি মানা না হলে আমরা সারাদেশে বিক্ষোভ করব।’’
এদিকে একটি ছবি থেকে যদি ২৫ টিরও বেশি দৃশ্যে কাঁচি চালানো হয় তাহলে সেই ছবিটার মধ্যে বাকি কিছুই থাকে না বলে মত সিনে বিশেষজ্ঞদের। ওএমজি ২ এই ঘাটতি পূরণ করে আদেও ঘুরে দাঁড়াতে পারবে কিনা সেটাই এখন দেখার। ওএমজির প্রিক্যুয়েল মত এখানেও ভগবান হলেন অক্ষয়। তিনি এখানে স্বয়ং মহাদেব শিব। ছবিতে সেকেন্ড লিডে অভিনয় করছেন পঙ্কজ ত্রিপাঠি। প্রথম ছবিতে অক্ষয় কৃষ্ণ হয়ে নাস্তিকের পাশে ছিলেন। এবার তিনি এক আস্তিক পরিবারের পাশে দাঁড়াবেন শিব রূপে।
আরও পড়ুন : বাবা-ছেলে দুজনের সঙ্গেই রাত কাটাতেন! অভিনেত্রীর কেচ্ছা ফাঁস হতেই শোরগোল বলিউডে
ওএমজি ছবিটি কার্যত ধর্ম এবং ধর্মীয় প্রতিষ্ঠানগুলি সম্পর্কে সমাজে বিশেষ বার্তা ছড়িয়ে দিয়েছিল। দর্শকরা ছবিটিকে ভালভাবে গ্রহণ করেছিলেন। তাই এই ছবির সিকুয়্যেল সম্পর্কেও তারা বেশ আশাবাদী। তবে ‘আদিপুরুষ’ এর মত ছবিকে কেন্দ্র করে গোটা দেশ যেভাবে তোলপাড় হয়েছিল সেই থেকে শিক্ষা নিয়ে ওএমজির প্রতি বেশ কড়া মনোভাব দেখাচ্ছে সেন্সর বোর্ড।
আরও পড়ুন : ৬ সন্তান থাকতেও বুড়ো বয়সে একা, কেউ দেখার নেই! আক্ষেপে মুখ খুললেন ধর্মেন্দ্র