ফের বলিউড তারকার বিরুদ্ধে উঠল সনাতন ধর্মকে অপমান করার গুরুতর অভিযোগ। এবার সনাতন ধর্মাবলম্বীদের নিশানায় রয়েছেন অক্ষয় কুমার। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি শিবলিঙ্গকে অপমান করেছেন। সনাতন ধর্মের বিরুদ্ধে গিয়েছেন। ভারতের পুরোহিত সংগঠন বর্তমানে অক্ষয় কুমারের বিরুদ্ধে রীতিমতো সোচ্চার। প্রবল নিন্দার মুখে পড়ে অবশেষে মুখ খুলতে বাধ্য হলেন অক্ষয় কুমার। তা সত্ত্বেও বিতর্ক কিন্তু কমছে না।
সনাতন ধর্মের অপমান করেছেন অক্ষয় কুমার
সম্প্রতি অক্ষয় কুমারের একটি মিউজিক ভিডিও প্রকাশ্যে এসেছে। যার নাম মহাকাল চলো। শিবরাত্রি উপলক্ষেই মুক্তি পেয়েছে এই গানটি। গানের বিষয়বস্তু নিয়ে আপত্তি নেই কারও। কিন্তু গানের একটি দৃশ্য নিয়ে পুরোহিত সংগঠন আপত্তি তুলছে। সেখানে দেখা গিয়েছে অক্ষয় কুমার শিবলিঙ্গকে জড়িয়ে রয়েছেন। তার উপর দিয়েই মহাদেবের পঞ্চমৃত অভিষেক চলছে। অভিযোগ, এই ধরনের দৃশ্য নির্মাণ করে সনাতন ধর্মের অপমান করা হয়েছে।
কী বলছে পুরোহিত সংগঠন?
পুরোহিত সংগঠনের সভাপতি মহেশ শর্মা বলেছেন, “গানে কোনও সমস্যা দেখিনি আমরা। তবে মিউজিক ভিডিওতে যে দৃশ্য রয়েছে, সেটা ভালো লাগল না। দেখা গিয়েছে, অক্ষয় শিবলিঙ্গকে জড়িয়ে রয়েছেন। আর তাঁর উপর দিয়েই মহাদেবের পঞ্চামৃত অভিষেক চলছে। এটা একদম উচিত হয়নি। সেখানে ভষ্মাভিষেকও চলছিল। এটা তো সকলেই জানেন যে, একমাত্র উজ্জয়িনীর মহাকাল মন্দিরে এই রীতি পালন করা হয়, আর কোথাও না। সিনেমার সেটে এইধরণের দৃশ্য তৈরি করে সনাতন ধর্মকে অপমান করা একেবারেই উচিত নয়।”
আরও পড়ুন : সেলিব্রেটি হয়েও অতিসাধারণ! পঙ্কজ ত্রিপাঠির জীবনযাত্রা জানলে স্যাল্যুট জানাবেন আপনিও
কী জবাব দিলেন অক্ষয় কুমার?
প্রবল বিতর্কের মুখে পড়ে মুখ খুলেছেন অক্ষয়ও। তার পাল্টা মন্তব্য,“ছোটবেলা থেকে মা-বাবা শিখিয়েছেন যে ঈশ্বর আমাদের মাতা-পিতা। তাই কেউ যদি নিজের মা-বাবাকে আলিঙ্গন করেন, তাহলে সমস্যাটা কোথায়? এটা নিয়ে কারও সমস্যা হওয়ার কথা কি? একেবারেই নয়। আমি সেখান থেকে শক্তি পাই। আমার ভক্তিকে কেউ ভুল বুঝলে সেটা আমার দায় নয়! এটাই বলার।”