ঐশ্বর্যর বিয়ের শাড়ির দাম কত ছিল? কেন কাঞ্জিভরম শাড়িই বেছে নেন রাই সুন্দরী

ভারতীয় ঐতিহ্য মেনে বিয়েতে পরেছিলেন শাড়ি, ঐশ্বর্যর বিয়ের শাড়ির দাম শুনলে মাথা ঘুরবে

Aishwarya Rai Wedding Saree Cost : যুগের সঙ্গে সঙ্গে বদল আসে মানুষের পোশাক-পরিচ্ছদে। বিগত প্রজন্মের ভারতীয় হবু কনেরা বিয়ের জন্য শাড়িটাই বেছে নিতেন। কিন্তু এখন শাড়ির বদলে তাদের পছন্দ লেহেঙ্গা। আলিয়া ভাট থেকে দীপিকা পাড়ুকোন, ক্যাটরিনা থেকে কিয়ারাদের দেখে এখন বাংলাতেও বিয়েতে লেহেঙ্গার প্রচলন শুরু হয়েছে। তবে ঐশ্বর্য রাই বচ্চন (Aishwarya Rai Bachchan) কিন্তু তার বিয়েতে ভারতীয় সংস্কৃতি এবং ঐতিহ্য ধরে রেখে বেছে নিয়েছিলেন শাড়ি (Aishwarya Rai Wedding Saree)

পর্দায় একাধিকবার বিয়ের পিঁড়িতে বসলেও বাস্তব জীবনে বিয়ের দিনটা তারকাদের কাছে খুবই স্পেশাল হয়। ঐশ্বর্যর কাছেও সেটাই ছিল। এর আগে বড় পর্দায় শুটিংয়ের জন্য তিনি কখনও লেহেঙ্গা পরেছেন, কখনও শাড়ি। কিন্তু অভিষেক বচ্চনের সঙ্গে বিয়ের সময় তার পছন্দ ছিল কাঞ্জিভরম শাড়ি (Aishwarya Rai Wedding Kanjeevaram Saree)। সেই শাড়ির দাম কত ছিল জানেন?

Aishwarya Rai Wedding Kanjeevaram Saree

Aishwarya Rai Wedding Kanjeevaram Saree Cost

এখনকার সময়ের বলিউড কনেদের বিয়ের লেহেঙ্গার দাম শুনলে মাথা ঘুরে যায়। লাখের গন্ডি পেরিয়ে কখনও কখনও কোটির কাছাকাছি চলে যায় তারকাদের বিয়ের পোশাকের দাম। শোনা যায় ঐশ্বর্য রাই বচ্চনের বিয়ের শাড়ির দামটাও নাকি কোটি টাকার কাছাকাছি ছিল। সত্যিই কি তাই? ঐশ্বর্যর বিয়ের শাড়ি সম্পর্কে নানা অজানা দিক তুলে ধরলেন ফ্যাশন ডিজাইনার নীতা লুল্লা।

নীতা জানিয়েছেন আজ থেকে প্রায় এক দশক আগে ঐশ্বর্য তার কাছে এসেছিলেন বিয়ের পোশাক নিয়ে আলোচনা করার জন্য। তার প্রথম শর্তই ছিল বিয়ের সাজের মধ্যে যেন সংস্কৃতি এবং ঐতিহ্যের ছোঁয়া থাকে। বিভিন্ন মিডিয়া রিপোর্ট দাবি করে বিয়েতে যে হলুদ রঙের কাঞ্জিভরম শাড়ি পরেছিলেন ঐশ্বর্য তার দাম ৭৫ লক্ষ টাকার আশেপাশে ছিল!

Aishwarya Rai Wedding Kanjeevaram Saree

তবে এই তথ্য সম্পূর্ণ অস্বীকার করেছেন নীতা। তার দাবি, শাড়ির আসল দামটা এই মুহূর্তে তার মনে না থাকলেও গুঞ্জন যেটা শোনা যাচ্ছে সেটা সত্যি নয়। অর্থাৎ ওই শাড়ির দাম ৭৫ লক্ষ টাকার ধারে কাছেও নয়। নীতা বলেন যখন বিয়ের পোশাক নিয়ে তার সঙ্গে ঐশ্বর্যর আলোচনা হচ্ছিল তখন ‘যোধা আকবর’ ছবির শুটিং চলছিল। ঐশ্বর্য তখন যোধার বিয়ের পোশাক পরে বসেছিলেন।

Aishwarya Rai Wedding Kanjeevaram Saree

আরো পড়ুন : মেয়ের সব ভার ঐশ্বর্যের, বাবা হয়ে আরাধ্যার কোনও দায়িত্বই নেননি অভিষেক! কেন জানেন?

নীতাকে ঐশ্বর্য সাফ বলে দেন, “আমি মোটেই আমার বিয়েতে এমন সাজতে চাই না। আমি কাঞ্জিভরম পরে বিয়ে করতে চাই। এবার সেটার জন্য তুমি কী করবে দেখ। কোথা থেকে শাড়ি বানাবে ঠিক করে নাও।” ঐশ্বর্য দক্ষিণ ভারতীয় সংস্কৃতি তুলে ধরতে চেয়েছিলেন তার বিয়ের পোশাকে। সেইমত নীতা ও তার টিম রাই সুন্দরীর মনের মত শাড়ি তৈরি করে দেন। সঙ্গে ছিল ম্যাচিং জারদৌসি ব্লাউজ।

আরো পড়ুন : ঐশ্বর্য নয়, ‘দেবদাসে’র পারো হতেন এই অভিনেত্রী, শেষ মুহূর্তে বদলে যায় নায়িকা