এই ৮ ভুলে শেষ হয়ে গেল গোল্ডেন কেরিয়ার! আজও আফসোস করেন ঐশ্বর্য রাই

২০০০ সালে বিশ্ব সুন্দরী খেতাব জেতার পর ঐশ্বর্য রাইয়ের জন্য খুলে গিয়েছিল মুম্বাইয়ের দরজা। ৯০ এর দশকে তিনি একাধিক সিনেমাতে অভিনয় করেন। শাহরুখ খান, সালমান খান, অভিষেক বচ্চন, হৃত্বিক রোশন, অজয় দেবগনদের সঙ্গে চুটিয়ে কাজ করেছিলেন তিনি। ওই সময় বলিউডের সেরা নায়িকাদের মধ্যে তিনি ছিলেন অন্যতম। কিন্তু নিজের কিছু ভুলের কারণে ঐশ্বর্যের কেরিয়ার নষ্ট হল।

ঐশ্বর্য অভিনয় জীবন শুরু করার আগে মডেলিং করতেন। তার অভিনয় কেরিয়ার শুরু হয় তামিল সিনেমা থেকে। বেশ কিছু তামিল সিনেমাতে তিনি অভিনয় করেন। কিন্তু যখন বলিউডে পা রাখেন তখন তার সৌন্দর্যে মুগ্ধ হয়েছিল গোটা দেশ। তার প্রথম সিনেমা ছিল ‘অর পেয়ার হো গেয়া’। ১৯৯৭ সালে এই সিনেমাটি মুক্তি পেয়েছিল। যদিও সিনেমাটি তেমন সফল হয়নি।

Aishwarya Rai Bachchan

কিন্তু এরপর ১৯৯৯ সালে যখন সঞ্জয় লীলা বানসালির ‘হাম দিল দে চুকে সানাম’ মুক্তি পায়, তখন তা ব্লকবাস্টার হয়। ঐশ্বর্যের ভাগ্যের মোড়ও ঘুরে যায় এই সিনেমার পর থেকে। বলিউডে একের পর এক কাজ করতে শুরু করেন তিনি। তার মধ্যে উল্লেখযোগ্য ছিল ‘তাল’, ‘দেবদাস’, ‘জোশ’, ‘মোহাব্বাতে’ ইত্যাদি। ওই সময় বলিউডের সব পরিচালক এবং প্রযোজকদের চোখের মনি ছিলেন তিনি।

বলিউডে এবং দর্শকদের মধ্যে ঐশ্বর্যকে নিয়ে সেই সময় দারুণ এক ক্রেজ লক্ষ্য করা গিয়েছিল। কিন্তু কেরিয়ারের শীর্ষে থাকাকালীন এমন কিছু ভুল করে বসেন রাই সুন্দরী যার জন্য তাকে সারা জীবন পস্তাতে হয়েছে। এমন কিছু কিছু সিনেমা তিনি রিজেক্ট করেছেন, যা তার কেরিয়ারকে একেবারে শেষ করে দিয়েছে। আর সেই সঙ্গে সালমান খানের সঙ্গে তার সম্পর্কের তিক্ততা অনুঘটকের কাজ করেছে।

Aishwarya Rai Bachchan

ঐশ্বর্য প্রায় আটটি ছবি ছেড়েছিলেন। এই ছবিগুলোতে শাহরুখ খান, অভিষেক বচ্চন, আমির খান, সঞ্জয় দত্ত, রণবীর সিং, অক্ষয় কুমারদের মত তারকারা ছিলেন। এই ছবিগুলোর মধ্যে রয়েছে আমির খানের ‘রাজা হিন্দুস্তানি’, ‘গজনি’। শাহরুখ খানের সঙ্গে ‘কুছ কুছ হোতা হে’, ‘দিল তো পাগল হে’ এবং ‘বীরজারা’র প্রস্তাব ছেড়ে তিনি নিজের পায়ে নিজেই কুড়োল মারেন।

আরও পড়ুন : বচ্চন পরিবারে কে কতদূর শিক্ষিত? কতদূর পড়াশোনা করেছেন অমিতাভ-ঐশ্বর্যরা?

Aishwarya Rai Bachchan

আরও পড়ুন : এই অভিনেত্রীর জন্যই বিয়ে ভাঙলো ঐশ্বর্য-অভিষেকের? অবশেষে প্রকাশ্যে এলো নাম

এরপর আবার অভিষেক বচ্চন এবং জন ইব্রাহিমের ‘দোস্তানা’ ছবিটিও ফিরিয়ে দেন ঐশ্বর্য। আসলে ওই সময় তিনি অন্যান্য ছবির কাজে ব্যস্ত ছিলেন। তাই সময় বের করতে পারেননি। অন্যদিকে আবার সঞ্জয় লীলা বানশালীর ‘বাজিরাও মাস্তানি’র জন্যেও ঐশ্বর্য ছিলেন প্রথম পছন্দ। সালমান খান এবং ঐশ্বর্যকে নিয়ে এই সিনেমাটি বানাতে চেয়েছিলেন সঞ্জয় লীলা বানসালি। কিন্তু ঐশ্বর্য এবং সালমানের মধ্যে সেই সময় ঝগড়া চলছিল। অক্ষয় কুমারের ‘ভুলভুলাইয়া’, সঞ্জয় দত্তের ‘মুন্নাভাই এমবিবিএস’ও রয়েছে এই তালিকায়। এতগুলো সুপারহিট সিনেমা ছেড়ে সত্যিই বড় ভুল করেছেন ঐশ্বর্য তা তিনি পরে টের পান।