এখনকার সময়ে AI er সাহায্য নিয়ে অনেক কিছুই করা হচ্ছে। সেরকমই সম্প্রতি কিছু সাধুর ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ হয়েছে যেগুলো সবাই হলিউড (Hollywood) অভিনেতা। হয়তো ভাবছেন এই তারকারা হয়তো কোনো ছবির শুটিংয়ের জন্য সাধু সেজেছেন। কিন্তু এটি ভুল। এটা হলো আশ্চর্যজনক AI অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা কেরামতি। চলুন জেনে নিই কোন কোন অভিনেতাকে সাধু সাজানো হয়েছে।
হ্যারিসন ফোর্ড (Harrison Ford) : ইনি একজন আমেরিকান অভিনেতা তার সঙ্গে তিনি একজন প্রযোজক। তিনি ছয় দশক ধরে অভিনয় জগতের সঙ্গে যুক্ত আছেন। এছাড়াও তিনি একাধিক হিট ছবি হলিউডকে উপহার দিয়েছেন। এদিন তাকেও এমন ভাবে সাধু সাজানো হয়েছে যে কেউ দেখলে চিনতেই পারবে না যে তিনি হলিউডের নাম করা অভিনেতা। তার ঠিক পাশেই রয়েছেন ব্র্যাড পিট্।
টম ক্রুজ (Tom Cruise) : টম ক্রুজ হলো হলিউডের একজন নামকরা অভিনেতা। যিনি ছবি প্রযোজনাও করেন। তিনি তার অভিনয় জীবনে তিনবার একাডেমিক পুরস্কার পান। আর তিনবার গোল্ডেন গ্লোব পুরস্কার পান। এখানে যাকে হাত জোড় করে কপালে তিলক লাগিয়ে দেখা যাচ্ছে তিনি হলেন এই হলিউডের বিখ্যাত অভিনেতা টম ক্রুজ।
উইল স্মিথ (Will Smith) : উইল স্মিথের কথা মনে আছে? ‘থাপ্পড় কেলেঙ্কারি’র কারণে যিনি ভাইরাল হয়েছিলেন।এছাড়াও তিনি একজন মার্কিন অভিনেতা, প্রযোজক।এআই-এর সাহায্যে একজন সাধুর ছদ্মবেশে তাকেও দেখানো হয়েছে। তাকে দেখে লোকজন বলছে, তাকে বেনারসি বাবার মতো লাগছে।
রবার্ট ডাউনি জুনিয়র (Robert Downey Jr.) : চার দশকের বেশি সময় ধরে হলিউডে অভিনয় করছেন রবার্ট ডাউনি জুনিয়র। যিনি ‘আয়রন ম্যান’ এবং ‘শার্লক হোমস’-এর কারণে বিশ্ব বিখ্যাত। তাকে এদিন এই ছবি গুলোতে কপালে তিলক দিয়ে একজন গম্ভীর সাধুর মতো দেখাচ্ছিল। তবে ভালো করে দেখলে রবার্ট ডাউনিকে চেনা সম্ভব।
মরগান ফ্রিম্যান (Morgan Freeman) : ইনি একজন মার্কিন অভিনেতা। তার সঙ্গে তিনি একজন চলচ্চিত্র পরিচালক এবং নির্দেশক। এছাড়াও তিনি ২০০৫ সালে মিলিয়ন ডলার বেবি ছবিতে অভিনয়ের জন্য সেরা পার্শ্ব অভিনেতা হিসেবে পুরস্কার পান। কিন্তু তাকে এমন ভাবে AI এর সাহায্য নিয়ে সাধু বানানো হয়েছে যে আপনার পক্ষে তাকে চেনা অসম্ভব।
আরও পড়ুন : Don 3-এর খলনায়ক এই বাঙালি অভিনেতা? খবর ঘিরে তোলপাড় টলিউড
আরও পড়ুন : ৪ টে বিয়ে, পরকীয়া থেকে অবৈধ সন্তান, রেখার বাবার কেচ্ছা শুনলে ছিঃ ছিঃ করবেন
কিয়ানু রিভস (Keanu Reeves) : কিয়ানু রিভস হলেন একজন সর্বগুনো সম্পন্ন মানুষ। কারন তিনি একধারে কানাডিয়ান অভিনেতা, তার সঙ্গে তিনি প্রযোজক, পরিচালক এবং সঙ্গীত শিল্পী। এনাকেও এদিন AI এর সাহায্য নিয়ে ভারতীয় সাধু সাজানো হয়েছে। এমনকি আপনি প্রথম দেখাতে বুঝতেও পারবেন না ইনি হলিউড অভিনেতা কিয়ানু রিভস।