চুপিসারে বিয়ে করলেন অনুরাগের ছোঁয়ার মিশকা! রইল পাত্রের পরিচয়

চুপিসারে বিয়ে সেরে ফেলেছেন অনুরাগের ছোঁয়া (Anurager Chhowa) সিরিয়ালের মিশকা ওরফে অহনা দত্ত (Ahona Dutta)। না, আজ নয়। গত কয়েকদিন কিংবা কয়েক মাসের মধ্যেও নয়। ১ বছর আগেই নাকি মনের মানুষের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন অভিনেত্রী। এতদিন লুকিয়ে রেখেছিলেন সেই খবর। কেন জানেন? কাকেই বা বিয়ে করেছেন অহনা?

অহনা দত্ত বিয়ে করেছেন তার দীর্ঘদিনের প্রেমিক দীপঙ্কর দে (Deepankar Dey) -কে। তিনি পেশায় মেকআপ আর্টিস্ট। তাদের এই সম্পর্ক ঘিরে অনেক জলঘোলা হয়েছে। আসলে প্রথম থেকেই এই সম্পর্কে আপত্তি ছিল অহনার মায়ের। মা ও মেয়ের মধ্যে মুখ দেখাদেখি বন্ধ হয়ে যায়। সোশ্যাল মিডিয়াতেও অহনার মা মেয়ের প্রেমিকের বিরুদ্ধে মুখও খুলেছিলেন। আসলে দীপঙ্কর বিবাহিত। যদিও ডিভোর্স হয়ে গেছে তার এতদিনে। কিন্তু বিবাহিত পুরুষের সঙ্গে মেয়ের প্রেম মেনে নিতে পারেননি অহনার মা চাঁদনী।

Ahona Dutta Marriage

মায়ের অমত, সোশ্যাল মিডিয়াতে প্রবল নিন্দা, এসবের মাঝেই নাকি ২০২৩ সালের ১৩ই ডিসেম্বর রেজিস্ট্রি করে বিয়ে করে নিয়েছেন অহনা এবং দীপঙ্কর। গত এক বছর ধরে তারা হ্যাপিলি ম্যারেড। বিয়ের খবরটা এতদিন ব্যক্তিগতই রেখেছিলেন তারা। নতুন বছরের শুরুতেই সুখবর শোনালেন অহনা। এতদিন তবে কেন বিয়ের খবরটা লুকিয়ে রেখেছিলেন?

সংবাদ মাধ্যমের কাছে অহনা জানিয়েছেন আসলে তাদের সম্পর্কটা নিয়ে প্রচুর নেগেটিভিটি ছড়িয়েছিল। সব সংসারেই ঝামেলা-অশান্তি হয়। তার সঙ্গে তার মায়ের অশান্তি নিয়ে যেভাবে সোশ্যাল মিডিয়াতে নেতিবাচকতা ছড়িয়েছিল তাতে তার মনে হয়েছিল বিয়ের খবরটা চার জলদি প্রকাশ করা ঠিক হবে না। ২০২৩ সালটা তার খুবই খারাপ কেটেছিল। কিন্তু ২০২৪ সালে তিনি অনেক কিছু পেয়েছেন। অনেক মানুষের ভালোবাসা পেয়েছেন। এখন অনেকেই তাকে এবং দীপঙ্করকে চিনেছেন। নেতিবাচকতা কাটিয়ে ওঠে অনেক ভালোবাসা তিনি অর্জন করেছেন। তাই এই সুখবর সকলের সঙ্গে শেয়ার করে নিতে আর কোনও বাধা তিনি অনুভব করেননি।

আরও পড়ুন : প্রেমে ঠকিয়েছিলেন মিঠুন, ব্রেকআপের পর কী অবস্থা হয়েছিল শ্রীদেবীর?

Ahona Dutta Marriage

আরও পড়ুন : বিয়ে করলেন তারক মেহেতার ছোট্ট সোনু! দেখুন বিয়ের ফটো অ্যালবাম

২০২৫ সাল নিয়ে অহনার অনেক আশা রয়েছে। ধুমধাম করে বিয়ে করার ইচ্ছে ছিল না তাদের। তাই নিতান্তই ঘরোয়াভাবে সব অনুষ্ঠান হয়েছে। তাদের বিয়েতে উপস্থিত ছিলেন দীপঙ্করের মা। বিয়ের আগে লিভ ইন সম্পর্কে ছিলেন তারা। এখন তারা পুরোদস্তুর স্বামী-স্ত্রী।