বলিউড (Bollywood) ইন্ডাস্ট্রিতে তারকাদের প্রেম, বিয়ে নিয়ে চর্চা এখন অতীত। কারণ ক্রমশ বলিউডের রাশ হাতে তুলে নিচ্ছেন তারকা সন্তানরা। বলিউড তারকাদের সন্তানরা একে একে প্রবেশ করছেন ইন্ডাস্ট্রিতে। এবার যেমন একসঙ্গে ওয়েব সিরিজের মাধ্যমে বলিউডে পা রাখছেন শাহরুখ (Shah Rukh Khan) কন্যা সুহানা খান (Suhana Khan), অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan) নাতি অগস্ত্য নন্দারা (Agastya Nanda)। তবে অভিনয়ের সঙ্গে সঙ্গে নাকি বাস্তবেও তারকা সন্তানদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ছে।
আসন্ন ‘আর্চিস’ সিরিজের হাত ধরে সিনে দুনিয়াতে পা রাখলেন অগস্ত্য এবং সুহানা। তবে তাদের সম্পর্কটা কেবল শুটিং ফ্লোরের মধ্যেই সীমাবদ্ধ নেই এখন। ইদানিং নাকি সব জায়গাতে একসঙ্গেই দেখা মিলছে তাদের। কিছুদিন আগে ক্রিসমাস পার্টিতে কাপুর পরিবারে মধ্যাহ্ন ভোজে উপস্থিত ছিলেন সুহানা। সেখানে শ্বেতা বচ্চন নন্দা, নব্যা নভেলি নন্দা এবং অগস্তের সঙ্গে একই গাড়ি থেকে নামতে দেখা যায় তাকে।
বচ্চন পরিবারের সঙ্গে সুহানার ঘনিষ্ঠতা বাড়তে থাকায় জল্পনাও বাড়ছে। জোয়া আখতারের নতুন সিরিজে একসঙ্গে অভিনয় করতে করতেই নাকি অগস্ত ও সুহানার মধ্যে বন্ধুত্ব বাড়তে থাকে। এমনিতে পারিবারিক সূত্রে অবশ্য ছোটবেলা থেকে দুজনেই একে অপরকে চিনতেন। কিন্তু একসঙ্গে কাজ করার সুবাদে তাদের মধ্যে ঘনিষ্ঠতা নাকি বেড়েছে।
বলিউডে গুঞ্জন, কাজের বাইরেও নাকি দুজনকে প্রায় সময় একসঙ্গে সময় কাটাতে দেখা যাচ্ছে। ২০২২ সালের আগস্ট মাস থেকে নাকি এই নতুন সম্পর্কের সূত্রপাত হয়েছে। যদিও তারা এখনই প্রকাশ্যে মুখ খোলেননি সম্পর্ক নিয়ে। ছেলেমেয়েদের বন্ধুত্বে নাকি দারুণ খুশি অগস্তের মা শ্বেতা। উল্লেখ্য, একা সুহানা নন। এই মুহূর্তে বলিউডের অন্দরে শাহরুখপুত্রকেও নিয়েও জোর গুঞ্জন শোনা যাচ্ছে।
শোনা যাচ্ছে, শাহরুখপুত্র আরিয়ান খান নাকি এখন বলিউড সুন্দরী নোরা ফাতেহির প্রেমে হাবুডুবু খাচ্ছেন। কিছুদিন আগে পর্যন্ত চাঙ্কি পান্ডের কন্যা অনন্যা পান্ডের সঙ্গে আরিয়ান খানের সম্পর্ক নিয়ে বলিউডে জোর গুঞ্জন ছিল। তবে অনন্যাকে ভুলে আরিয়ান এখন নোরার সঙ্গেই বেশি সময় কাটাচ্ছেন। বলিউডের বিভিন্ন অনুষ্ঠানে দুজনকে একসঙ্গেই নাকি পাওয়া যাচ্ছে।
আরিয়ান খানের বয়স বর্তমানে ২৫ বছর। বয়সে প্রায় পাঁচ বছরের বড় নোরা ফাতেহির সঙ্গে আরিয়ানের সম্পর্ক নিয়ে এখন বলিউডের অন্দরে জোর কানাঘুষো শোনা যাচ্ছে। যদিও এই খবরের সত্যতা সম্পর্কে মুখে কুলুপ এঁটে রয়েছেন আরিয়ান এবং নোরা দুজনেই।