মিঠাইয়ের পর নতুন সিরিয়ালে ফিরছেন আদৃত, প্রকাশ্যে এল ‘উচ্ছেবাবু’র নতুন সিরিয়ালের প্রোমো

বিগত বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছে মিঠাই (Mithai) সিরিয়াল নাকি এবার বন্ধ হয়ে যাবে। সিরিয়ালটি এখন শেষের পথে এগোচ্ছে। এই নিয়ে কানাঘুষো চলছে স্টুডিওপাড়াতে। এরই মধ্যে আবার আসছে একের পর এক নতুন সিরিয়াল। আর কিছুদিন পর জি বাংলার (Zee Bangla) পর্দায় সম্প্রচারিত হবে ফুলকি। অনুমান করা হয়েছিল ফুলকি (Fulki) এসে মিঠাইয়ের জায়গা নেবে।

তবে সম্প্রতি এই নতুন সিরিয়ালের স্লট ঘোষণা হয়েছে। সন্ধ্যা ছটার সময় নয়, ফুলকি পেল রাত দশটার স্লট। যদিও শোনা যাচ্ছে এই মাসেই নাকি মিঠাইয়ের শেষ এপিসোডের সম্প্রচার হবে। তাই ভক্তদের তো মন ভীষণ খারাপ। বিগত প্রায় দুই বছরের বেশি সময় ধরে সগর্বে চলছে এই সিরিয়ালটি। জনপ্রিয়তার বিচারে মিঠাই আজও সেরা।

FULKI 1

ধারাবাহিকটি বন্ধ হলেও এই সিরিয়ালের কলাকুশলীদের শীঘ্রই আবার নতুন সিরিয়ালে দেখতে চান তারা। এরই মধ্যে মিলেছে একটা বড় আপডেট। শোনা যাচ্ছে মিঠাই বন্ধ হওয়ার পরপরই নাকি আদৃত রায়কে দেখা যাবে নতুন সিরিয়ালে। এমনকি তিনি নাকি এরই মধ্যে সেই সিরিয়ালের কাজও শুরু করে দিয়েছেন।

জি বাংলার আসন্ন সিরিয়াল ফুলকির প্রোমো তো বেশ কিছুদিন আগে শেয়ার করেছিল জি বাংলা। সেখানে নবাগত এক নায়িকাকে দেখা যাচ্ছে ফুলকির বেশে। কিন্তু এই নতুন সিরিয়ালের নায়কের মুখ দেখানো হয়নি। শোনা যাচ্ছে নতুন এই সিরিয়ালেই নাকি নায়কের ভূমিকা নিতে চলেছেন আদৃত।

ADRIT ROY

তবে চ্যানেলে তরফ থেকে ঘোষণা করা হয়নি এই সম্পর্কিত কোনও খবর। এটা একান্তভাবেই দর্শকদের অনুমান। যেহেতু সিরিয়ালের প্রোমোতে নায়কের পরিচয় ফাঁস করা হয়নি, তাই দর্শকরা অনুমান করছেন নায়কের পরিচয়ে নিশ্চয়ই কোনও একটা বড় ধামাকা দিতে চলেছে। সেই কারণেই এত রাখঢাক।

FULKI

দর্শকরা তাই অনুমান করছেন মিঠাইয়ের উচ্ছে বাবুই হবেন নতুন সিরিয়ালের নায়ক। যদিও শোনা যাচ্ছিল এই চরিত্রে অভিনয় করবেন অভিনেতা সোমরাজ মাইতি। শেষ পর্যন্ত কাকে নতুন সিরিয়ালের নায়কের ভূমিকায় দেখা যাবে সেটাই এখন দেখার। তবে আদৃত যদি আবার এই নতুন সিরিয়ালের নায়ক হন তাহলে খুশিই হবেন ভক্তরা।