দুর্ধর্ষ গান গেয়ে স্টেজ মাতালেন আদৃত! উচ্ছেবাবুর ব্যান্ডের পারফরমেন্সে মুগ্ধ শ্রোতারা

শুধু নায়ক নন, জি বাংলার মিত্তির বাড়ি সিরিয়ালের নায়ক রুদ্র একজন দুর্দান্ত গায়ক। যারা আদৃত রায়কে চেনেন তারা এটা ভালোভাবেই জানেন। আসলে অভিনয়ে আসার আগেই তার একটি নিজস্ব ব্যান্ড ছিল। যার নাম পোস্টার বয়েজ। বন্ধুদের নিয়ে সেই ব্যান্ড খুলেছিলেন তিনি। তারপর একটার পর একটা সিরিয়াল এবং সিনেমা করতে শুরু করেন আদৃত। কিন্তু সংগীত চর্চা থামাননি। সম্প্রতি একটি অনুষ্ঠানে আদৃত এবং তার পোস্টার বয়েজের পারফরমেন্স দেখে মুগ্ধ হলেন অডিয়েন্স। সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ল প্রশংসা।

গানে গানে স্টেজ মাতালো আদৃতের পোস্টার বয়েজ

গত ২৩ শে জানুয়ারি দক্ষিণ ২৪ পরগনার পার্বতীপুর বসন্ত উৎসবে আদৃত এবং তার গানের ব্যান্ড পোস্টার বয়েজ অনুষ্ঠান করতে গিয়েছিল। এই অনুষ্ঠানে বিভিন্ন ভিডিও এখন সোশ্যাল মিডিয়াতে ঘুরছে। এই ভিডিওগুলোতে কোথাও মিঠাই সিরিয়ালের টাইটেল ট্র্যাক গাড়িতে শোনা গেল আদৃতকে। কখনো ভুমি, চন্দ্রবিন্দুসহ বিভিন্ন জনপ্রিয় ব্যান্ডের গান গাইতে শোনা গেল তাকে। সেই সঙ্গে পোস্টার বয়েজ সিনেমার নিজস্ব গান ‘হোশ’ গাইলেন আদৃত। সেই গান শুনে প্রশংসায় পঞ্চমুখ আদৃত অনুরাগীরা তো বটেই, নেট নাগরিকরাও।

কে কী বলছেন?

জনৈক আদৃত অনুরাগী মৌসুমী সাহা এদিনের অনুষ্ঠানের বেশ কিছু ভিডিও সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেন। তিনি নিজেকে অভিনেতার যশোদা মা বলে পরিচয় দেন। প্রায় সময় আদৃতের সঙ্গে দেখা করতেও ছুটে যান। তার কাছে আদৃত রকস্টার। তিনি সোশ্যাল মিডিয়াতে এই ভিডিওগুলো দেখে আনন্দে আত্মহারা হয়ে লেখেন, ‘‘আমার Rockstar টা… Stage এ উঠলে আলাদাই একটা ব্যাপার চলে আসে ওর মধ্যে! A different avatar altogether! ঠিক ঠিক ই একটা অন্যরকম অঙ্গভঙ্গি করে মাত করবে! তার গলায় কত ধরনের গান শুনলাম দূর থেকে… কেমন যে লাগছে বলে বোঝানো যাবে না… ওর একটাও show miss করার মতো ক//ষ্ট আর বোধহয় কিছুতেই নেই! Major missing! ঠাকুর আমায় আবার ভালোই বুঝিয়ে দিলেন যে এই ছেলের টান থেকে তোর নিস্তার নেই! আমি চাই ও না নিস্তার… সারাজীবন ওর devotee হয়েই থাকবো! গানের ফেরিওয়ালা সে আমাদের!’’

আরও পড়ুন : বিয়ের পিঁড়িতে বসলেন আদৃতের প্রেমিকা! এই জনপ্রিয় অভিনেতাকে বিয়ে করলেন সুপ্রিয়া

আদৃতকে উদ্দেশ্য করে তিনি আরও লিখেছেন, “আমার প্রিয় গায়ক… তুমি please গেয়ে যেও… তোমার কণ্ঠে যেন আরো শক্তি আসে… মা সরস্বতীর আশীর্বাদ সবসময় আছে তোমার সাথে… জানো তো, তোমার গান এমন একটা মন ভালো রাখার ঔষধি যার কোনো expiry date নেই…ভালো থেকো! সুখে থেকো আমার লাড্ডু গোপাল!’’ এখন অভিনয়ের পাশাপাশি নিয়মিত বিভিন্ন জায়গাতে শহরের বহু নামী রেস্টুরেন্টে কনসার্ট করতে দেখা যায় আর দ্বিতীয় এবং তার ব্যান্ড পোস্টার বয়েজকে। অভিনয়ের পাশাপাশি গানের দুনিয়াতেও নিজের পরিচিতি গড়ে তুলছেন তিনি।