বাপ-বেটার যুগলবন্দী হিট, আদৃতের সঙ্গে গলা মিলিয়ে দুর্দান্ত গান গেয়ে শোনালো মিঠাইয়ের শাক্য

Adrit Roy And Dhritishman Chakraborty`s Duet Song : জি বাংলা (Zee Bangla) চ্যানেলের মিঠাই (Mithai) ধারাবাহিকের দর্শকদের মন এখন খুবই খারাপ। আর হবে নাই বা কেন, আসলে যে আর মাত্র কিছুদিন পরই ধারাবাহিকের সম্প্রচার বন্ধ হয়ে যাবে। আগামী ৩১ শে মে মিঠাই সিরিয়ালের অন্তিম শুটিংয়ের দিন সেটা জানিয়ে দিয়েছেন সৌমিতৃষা কুন্ডু। তবে ভক্তদের মন ভাল করে দেওয়ার মত একটি ভিডিও এখন ঘুরছে সোশ্যাল মিডিয়াতে।

নেটিজেনরা প্রায় সকলেই জানেন যে মিঠাই সিরিয়ালের নায়ক আদৃত রায় (Adrit Roy) একজন খুব ভাল গায়ক। তার গান এর আগেও বহুবার শুনেছেন শ্রোতারা। আদৃতর পাশাপাশি তার অনস্ক্রিন ছেলে শাক্য ওরফে ধৃতিষ্মান চক্রবর্তী (Dhritishman Chakraborty) –ও খুব ভাল গান করতে পারে। মাত্র পাঁচ বছর বয়সে সাতটি ভাষায় গান গেয়ে সে রেকর্ডও গড়ে ফেলেছে।

ADRIT ROY AND DHRITISHMAN SONG

মিঠাইয়ের উচ্ছেবাবু এবং শাক্যর যুগলবন্দীতে গান খুবই পছন্দ করেন শ্রোতারা। তারা দুজনে যখনই একসঙ্গে গান গাইতে শুরু করেন তখন সেই ভিডিও থেকে চোখ সরাতে পারেন না নেটিজেনরা। এবার যেমন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে তেমনই একটি ভিডিও যেখানে আদৃত ও ধৃতিষ্মানের যুগলবন্দিতে গান শোনার সুযোগ পেলেন দর্শকরা।

আদৃতর পেজ থেকে সম্প্রতি এই ভিডিওটি শেয়ার করা হয়েছে যেখানে দেখা যাচ্ছে ছোট্ট শাক্য ও মিঠাইয়ের উচ্ছেবাবু শুটিং সেটে শুটিংয়ের ফাঁকে গান গাইছে। পর্দার বাবা-ছেলের গলায় “কিসকা হে ইয়ে তুমকো ইন্তেজার ম্যায় হু না” গান শুনে মুগ্ধ হয়ে গেলেন শ্রোতারা। এই গানটি হু হু করে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। লাইক এবং কমেন্টে ভরে উঠছে পোস্ট।

Adrit Roy And Dhritishman Chakraborty`s Duet Song

এই ভিডিওর কমেন্ট বক্সে প্রশংসার বন্যা বইয়ে দিয়েছেন নেটিজেনরা। কেউ লিখছেন, “দাদাভাই তোমরা এভাবে গান নিয়ে এগিয়ে যাও, গানের জন্য শুভেচ্ছা রইল।” কেউ লিখছেন, “দুজনের একসাথে গান শোনার জন্য কবে থেকে বসেছিলাম অনেক দিনের ইচ্ছে আজকে পূর্ণ হল।” উল্লেখ্য, কিছুদিন আগেই মিঠাই সিরিয়ালে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে ছোট করে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

MITHAI 1

আরও পড়ুন : বাস্তবে মুখ দেখাদেখি বন্ধ মিঠাই-উচ্ছেবাবুর? আদৃতর সম্পর্কে বোমা ফাটালেন সৌমিতৃষা

ওইদিন বড়দের পাশাপাশি মিঠাই সিরিয়ালের ছোটরাও রবীন্দ্রনাথের গান গেয়ে কিংবা নেচে দিনটার সেলিব্রেশন করে। সেদিনও কিন্তু শাক্য ও সিদ্ধার্থ একসঙ্গে রবীন্দ্রনাথের একটি গান গেয়েছিল। আর মিষ্টি রবীন্দ্রনাথের গানের সঙ্গে একটি নৃত্য পরিবেশন করে। সেদিনের সেই এপিসোড দেখেও মুগ্ধ হয়েছিলেন দর্শকরা।

আরও পড়ুন : হয়ে গেল ‘মিঠাই’য়ের অন্তিম শুটিংয়ের ঘোষণা, অন্তিম সম্প্রচারের দিনক্ষণ জানালেন সৌমিতৃষা