বক্স অফিসে শ্রীরামের জয়জয়কার! ‘পাঠান’কে টেক্কা দিয়ে প্রথম দিনেই রেকর্ড গড়লো ‘আদিপুরুষ’

Adipurush First Day Box Office Collection : বহু জল্পনা, বিতর্ক, টালবাহানার পর অবশেষে শুক্রবার বড়পর্দায় মুক্তি পেল এই বছরের অন্যতম প্রতীক্ষিত সিনেমা ‘আদিপুরুষ’ (Adipurush)রামায়ণ (Ramayan) -র গল্প অনুসারে সীতাহরণ এবং রাম-রাবণের যুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত এই ছবিটির পোস্টার, টিজার এবং ট্রেলার নিয়ে দর্শকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গিয়েছিল। তবে সমস্ত বিতর্কে কার্যত জল পড়ে গেল ‘আদিপুরুষ’ সিনেমার প্রথম দিনের বক্স অফিস (Box Office) কালেকশনে।

কখনও রাবণে লুক নিয়ে সমস্যা, তো কখনও আবার অতিরিক্ত মাত্রায় অতিরঞ্জিত গ্রাফিক্স নিয়ে আপত্তি তুলেছিলেন দর্শকরা। ট্রেলার প্রকাশের পর দর্শকদের আপত্তিতে একাধিক জিনিসেও পরিবর্তন আনতে হয় ছবি নির্মাতাদের। সিনেমার নির্মাণের পরেও নতুন করে এডিটিং করতে সময় লেগে যায় ৬ টি মাস। তবে তাদের সমস্ত পরিশ্রম যে সার্থক হয়েছে সেটা বলাই বাহুল্য।

ADIPURUSH

দর্শকদের প্রতিক্রিয়া দেখে ‘আদিপুরুষ’ ছবির রিলিজ ডেট ৬ মাস পিছিয়ে দেওয়া হয়। তবে দ্বিতীয়বারের এডিটিংয়ে কিন্তু দর্শকরা মুগ্ধ। যদিও রাবণের সোনার লঙ্কাপুরীর জায়গায় কালো পাথরের দুর্গ ও লঙ্কাপুরীর অসুরদের ‘লুকস’ নিয়ে সমালোচনা চলছে। সমালোচনা হচ্ছে সিনেমার কিছু দৃশ্য নিয়েও। তবে দর্শকদের থেকে কিন্তু দারুণ প্রতিক্রিয়া পাওয়া গেল প্রথম দিনেই।

মুক্তির প্রথম দিনেই আদিপুরুষ সিনেমাটি প্রায় ৮৫ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে বলে শোনা যাচ্ছে। বক্স অফিস কালেকশনের নিরিখে এটা এই বছরের সর্বোচ্চ রেকর্ড। বছরের শুরুতেই মুক্তি পেয়েছিল শাহরুখ খানের ‘পাঠান’। তবে সেই ছবিটির প্রথম দিনের কালেকশন আদিপুরুষের কাছে কিছুই নয়। তবুও ‘পাঠান’ কিন্তু হাজার কোটি টাকার ব্যবসা করেছে।

ADIPURUSH

মুক্তির দিনে পাঠানের কালেকশন ছিল ৫৭ কোটি টাকা। এরপর ধীরে ধীরে বাড়তে থাকে কালেকশন। গোটা বিশ্বব্যাপী ‘পাঠান’ ছবিটি হাজার কোটি টাকার ব্যবসা করে। যেটা বলিউড সিনেমার ক্ষেত্রে রেকর্ড। তাই আদিপুরুষকে নিয়েও ভীষণ আশাবাদী ছবি নির্মাতারা। এই ছবিও হাজার কোটি টাকার গণ্ডি টপকে যেতে পারে সহজেই।

ADIPURUSH

আরও পড়ুন : বলিউড তারকাদের মধ্যে কার সম্পত্তির পরিমাণ কত? কে সবথেকে বেশি ধনী?

উল্লেখ্য, দক্ষিণী সুপারস্টার প্রভাসের কেরিয়ারে এটাকে অন্যতম মাইলস্টোন বলা যেতে পারে। তার অভিনীত বাহুবলী ভারতীয় সিনেমার ইতিহাসে রেকর্ড করে। তবে বাহুবলী (Bahubali) এবং সাহো (Saho) ছাড়া তার কেরিয়ারে আর কোনও ছবি ১০০ কোটি টাকা টপকে ব্যবসা করতে পারেনি। আদিপুরুষ বাহুবলীর মতই প্রভাসের কেরিয়ারের মোড় ঘুরিয়ে দেবে, এমনটাই আশা করছেন প্রভাস ভক্তরা।

আরও পড়ুন : এই বাঙালি টিভি অভিনেত্রীর পারিশ্রমিকের কাছে বলিউড নায়িকারা নস্যি, চমকে দেবে পারিশ্রমিকের অংক