সালমানের হাত ধরেই বলিউডে প্রবেশ করেন এই ৪ নায়িকা, একজন বাদে হারিয়ে গিয়েছেন বাকিরা

শাহরুখ খান, আমির খান কিংবা সালমান খান, এই সুপারস্টারদের হাত ধরে একাধিক নতুন নায়িকার আবির্ভাব হয়েছে বলিউডে। খানেদের নায়িকা হিসেবে বলিউডে পা রাখার সৌভাগ্য কার্যত সকলের কপালে জোটে না। বিশেষ করে সালমান খান তার বিভিন্ন ছবিতে নতুন নতুন নায়িকাদের লঞ্চ করেছেন বারবার। এদের মধ্যে বেশিরভাগই আজ বিস্মৃতির অন্তরালে চলে গিয়েছেন। একজন বাদে কাউকেই মনে রাখেনি বলিউড। দেখুন সেই অভিনেত্রীদের তালিকা।

১. জারিন খান : জারিন খানকে ‘ভীর’ সিনেমার মাধ্যমে বলিউডে লঞ্চ করেন সালমান খান। জারিনের সঙ্গে সালমানের প্রাক্তন প্রেমিকা ক্যাটরিনা কাইফের মুখের বেশ মিল রয়েছে। ক্যাটরিনার ডুপ্লিকেট হওয়ার জন্যই বলিউডে সেভাবে প্রতিষ্ঠা পেলেন না জারিন খান। সেই সঙ্গে পরবর্তীকালে তার ওজন অনেকটাই বেড়ে যায়। এর ফলে তিনি বলিউডে নায়িকা হয়ে টিকে থাকার লড়াইতে বেশ পিছিয়ে পড়েন এবং একটা সময় পর ছিটকে যান। এখন আর জারিনকে তেমন কোনও সিনেমায় দেখা যায় না।

 Sonakshi Sinha

২. সোনাক্ষী সিনহা : সালমান খানের দাবাং সিনেমার হাত ধরেই বলিউডে পা রেখেছিলেন শত্রুঘ্ন সিনহার মেয়ে সোনাক্ষী। অভিনয়ে সোনাক্ষী বাবার মান রেখেছেন ক্যামেরার সামনে। কিন্তু ক্রমশ বলিউড থেকে ব্যাক ফুটে চলে গিয়েছেন অভিনেত্রী। বহুদিন নতুন কোনও সিনেমায় দেখা যায়নি সোনাক্ষীকে। গত বছর সঞ্জয় লীলা বানসালির হিরামান্ডি ওয়েব সিরিজের মাধ্যমে বহু বছর পর তিনি ক্যামেরার সামনে আসেন। কিন্তু বলিউডে তার কোনও নতুন সিনেমা আসার খবর আপাতত নেই।

৩. স্নেহা উল্লাল : স্নেহাকে সালমান তার ‘লাকি : নো টাইম ফর লাভ’ সিনেমার মাধ্যমে লঞ্চ করেন। কিন্তু স্নেহাও বলিউডে টিকে থাকতে পারেননি। স্নেহার চেহারার সঙ্গেও সালমানের প্রাক্তন প্রেমিকা ঐশ্বর্য রাইয়ের বেশ মিল ছিল। ঐশ্বর্য রাইয়ের ডুপ্লিকেট পরিচয় পেয়ে স্নেহাও ক্রমশ বলিউড থেকে হারিয়ে যান।

আরও পড়ুন : ‘হাম আপকে হ্যায় কৌন’ সিনেমার অভিনেতারা আজ কে কী করছেন? দেখুন তাদের বর্তমান অবস্থা

katrina kaif

আরও পড়ুন : ৬৭ তেই প্রাণ হারাবেন শাহরুখ-সালমান! জ্যোতিষীর গণনায় তোলপাড়

৪. ক্যাটরিনা কাইফ : সালমানের নায়িকাদের মধ্যে কেবল ক্যাটরিনাই বলিউডে টিকে থাকতে পেরেছেন। অবশ্য সালমানের হাত ধরে নয়, এই বিদেশী সুন্দরী ‘বুম’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রেখেছিলেন। তার ওই সিনেমা খুব একটা চলেনি। তারপর ক্যাটরিনাকে সালমান তার ‘ম্যায়নে পেয়ার কিউ কিয়া’ সিনেমা দিয়ে রি লঞ্চ করেন। এরপর আর ক্যাটরিনাকে ঘুরে তাকাতে হয়নি। এমনকি সালমানের সঙ্গে ব্রেকআপ হয়ে গেলেও ক্যাটরিনা বলিউডে টিকে আছেন নিজের যোগ্যতায়।