South Indian Superstar Udhayanidhi Stalin : সনাতন ধর্মের আদর্শকে নিশ্চিহ্ন করার কথা বলে বিতর্কের ঝড় তুলে দিয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন (M. K. Stalin) -র পুত্র তথা রাজ্যের রেলমন্ত্রী উদয়নিধি স্ট্যালিন (Udhayanidhi Stalin)। এমনকি তার বিরুদ্ধে সরব হয়েছিলেন বিজেপি-সহ হিন্দুত্ববাদী দল ও সংগঠনগুলি। তার নামে মামলাও হয়েছে। কিন্তু আজ আমরা জেনে নেব উদয়নিধির অভিনয় জীবন নিয়ে।
তামিলনাড়ু সরকারের মন্ত্রী ও রাজ্যের মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের ছেলে উদয়নিধি স্টালিন আজকাল আইনি বিরোধের মুখোমুখি। সনাতনের বিরুদ্ধে বিবৃতি দেওয়ার পর থেকেই তিনি বিতর্কের মধ্যে রয়েছেন এবং সম্প্রতি সুপ্রিম কোর্টও তাকে নোটিশ জারি করেছে। তবে তিনি নিজের অভিনয় জীবনে বেশ সাফল্য ছিলেন। স্ট্যালিন এমন একজন অভিনেতা যার ক্যারিয়ারে এখন পর্যন্ত একটিও ছবি ফ্লপ হয়নি।
উদয়নিধিকে শেষবার দক্ষিণের স্বল্প বাজেটের সিনেমা মনোনয়ন এ দেখা গিয়েছিল। ছবিটি সেইভাবে প্রচারে না থাকলেও বক্স অফিসে হিট করেছিল। ছবিটি মাত্র ৩৫ কোটি টাকার বাজেটে নির্মিত হয়েছিল এবং এটি বক্স অফিস সংগ্রহ ছিল ৫২ কোটি টাকা। আর গোটা বিশ্বব্যাপী সংগ্রহ ৭৩ কোটির বেশি। উদয়নিধি স্টালিন ছাড়াও এই ছবিতে প্রধান চরিত্রে ছিলেন ভাদিভেলু, ফাহাদ ফাসিল এবং রাভিনা রবিকে।
এই ছবিটির গল্প একজন প্রবীণ রাজনীতিবিদ এবং তার ছেলেকে ঘিরে। ছবিটির পরিচালক ছিলেন মারি সেলভারাজ। উদয়নিধি স্টালিনের এই ছবিটি ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে দেখা যাবে। এছাড়াও অভিনেতা তার কেরিয়ার শুরু করেছিলেন ওরু কাল ওরু কান্নাডি, ছবির মধ্যে দিয়ে। ছবিটি মাত্র ১৩ কোটি টাকা বাজেটে তৈরি হয়েছিল এবং ছবিটি আয় করেছিলেন ৪২ কোটি টাকা।
এছাড়াও উদয়নিধি ননবেনদা, মনিথান, সাইকো, নেনজুকু নিধি এবং কালাগা থালাইভানের মতো হিট ছবিতে কাজ করেছেন। তার অভিনীত এই সব ছবি হিট হয়েছে। তবে অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও সক্রিয় উদয়নিধি। তিনি ডিএমকে নেতা তথা তামিলনাড়ুর যুব কল্যাণ মন্ত্রীর পদে রয়েছেন। আর এই মুহূর্তে তিনি বিতর্কে আছেন।
আরও পড়ুন : মদ-সিগারেট সঙ্গে মোটা মাইনে! গোবিন্দার ছবিতে এই বাঁদরের মাইনে ছিল গোবিন্দার থেকেও বেশি
আসলে কিছুদিন আগে এক সভায় বক্তৃতা দিতে গিয়ে উদয়নিধি স্ট্যালিন সনাতন ধর্মকে ডেঙ্গু, ম্যালেরিয়া এবং কোভিডের সঙ্গে তুলনা করেছিলেন। এ সময় তিনি বলেছিলেন, ‘ডেঙ্গু ও ম্যালেরিয়ার বিরোধিতা যেমন ঠিক নয়, তেমনি তা নির্মূল করাও জরুরি। একইভাবে, সনাতন ধর্মের শুধু বিরোধিতা করলেই চলবে না, তাকে ধ্বংস করতে হবে।
আরও পড়ুন : পাকিস্তানে নিষিদ্ধ করা হয়েছে বলিউডের এই ১১ টি সিনেমাকে, দেখুন তালিকা