মিমির ‘অ্যাটিটিউড’ হজম করে কাজ না করলেই মুশকিল! আবিরের মন্তব্যে তোলপাড় টলিউড

আবির চ্যাটার্জী (Abir Chatterjee) এবং মিমি চক্রবর্তী (Mimi Chakraborty), টলিউড (Tollywood) ইন্ডাস্ট্রিতে দুজনেই হলেন জনপ্রিয় তারকা। এই প্রথমবার মিমির সঙ্গে বড় পর্দায় একসঙ্গে জুটি বাঁধলেন আবির। এর আগে টলিউডের বহু নায়িকার সঙ্গে কাজ করেছেন তিনি। কিন্তু মিমির সঙ্গে কাজ করতে গিয়ে তার যে ধারণা তৈরি হয়েছে সেই প্রসঙ্গে মুখ খুলতেই তোলপাড় হল নেটপাড়া।

রক্তবীজ (Raktabeej) নামের একটি সিনেমাতে আবির এবং মিমির জুটি প্রথমবারের মত দেখা যাবে। এই সিনেমার প্রসঙ্গে সাক্ষাৎকার দিতে গিয়ে মিমিকে নিয়ে আবির মন্তব্য করলেন, “মিমি হল পোলাও-খাসির মাংসের যুগলবন্দি। একটা রেওয়াজি ব্যাপার আছে। কিন্তু হজম করতে জানতে হবে নইলে গোলমাল আছে।”

MIMI AND ABIR

এই ছবিতে মিমি এবং আবিরের সঙ্গে বর্ষিয়ান অভিনেতা ভিক্টর ব্যানার্জীও থাকবেন। তিনিও খুব কাছ থেকে দেখেছেন নতুন প্রজন্মের এই দুই তারকাকে। সাক্ষাৎকার চলাকালীন তিনি জানিয়েছেন একসঙ্গে কাজ করতে গিয়ে মিমিকে তার ফুচকা আর আবিরকে রেজালা বলে মনে হয়েছে। আবিরের মতে, ভিক্টর হলেন দার্জিলিং চা। মজার ছলে একে অপরকে নিয়ে হাসি-ঠাট্টায় মেতে উঠেছিলেন দুই প্রজন্মের দুই নায়ক।

নতুন এই ছবিটির পরিচালনা করেছেন শিবপ্রসাদ-নন্দিতার জুটি। তারা বরাবর বাংলার দর্শকদের নতুন কিছু উপহার দিয়েছেন তাদের ছবি মারফত। তাদের এই ছবিতে প্রায় ৯ বছর আগে পুজোর সময় ঘটে যাওয়া খাগড়াগড় বিস্ফোরক কান্ডের প্রসঙ্গ তুলে ধরা হবে। ছবিটি এই বছরের পুজোতেই মুক্তি পাবে। তাই এখন জোরকদমে চলছে প্রচার।

MIMI AND ABIR

এই প্রচারেরই একটা অঙ্গ ছিল আবির ও ভিক্টর ব্যানার্জীর এই সাক্ষাৎকার। যেখানে তারা একে অপরকে বিভিন্ন খাবারের সঙ্গে তুলনা করে চলেছেন। বাঙালি বরাবরই খাদ্যরসিক। রক্তবীজ টিমের পরিচালক থেকে শুরু করে অভিনেতা এবং অভিনেত্রীদের চরিত্র কেমন, বিভিন্ন পদের মাধ্যমে সেটাই বোঝানোর চেষ্টা করছিলেন আবির ও ভিক্টর।

আরও পড়ুন : দেখলেই শিউরে ওঠে গা! কোথায় হারিয়ে গেলেন ‘কুখ্যাত’ খলনায়ক সুমিত গাঙ্গুলী?

RAKTABEEJ

আরও পড়ুন : শুধু হেসেই কোটিপতি! প্রত্যেক এপিসোডে অর্চনা পুরন সিংয়ের বেতন শুনলে আঁতকে উঠবেন

২০১৪ সালের ২ রা অক্টোবর মহাষ্টমীর দিন বর্ধমানের খাগড়াগড় এলাকাতে একটি বিস্ফোরণ ঘটে। এই ঘটনা পশ্চিমবঙ্গের ইতিহাসে একটি অবিস্মরণীয় ঘটনা। বাংলাতে এর ব্যাপক প্রভাব পড়েছিল। ছবিতে মিমি, আবির এবং ভিক্টর ছাড়াও দেবাশীষ মন্ডল, সত্যম ভট্টাচার্য, অনুসূয়া মজুমদার, দেবলিনা কুমার, অম্বরিশ ভট্টাচার্য এবং কাঞ্চন মল্লিক উপস্থিত থাকবেন।