আসছে নতুন সিরিয়াল! নবাগতা নায়িকার সঙ্গে জুটি বেঁধে পর্দায় ফিরবেন জনপ্রিয় অভিনেতা

নতুন বছর শুরু হতেই আসছে একটার পর একটা নতুন সিরিয়ালের খবর। স্টার জলসা জি বাংলা একে অপরকে টেক্কা দিতে নতুন নতুন সিরিয়াল নিয়ে হাজির। এর মধ্যে বেশ কিছু সিরিয়ালের সম্প্রচার শুরু হয়েছে ইতিমধ্যেই। হাতে রয়েছে আরও বেশ কিছু ধারাবাহিক। এবার যেমন নবাগতা নায়িকার সঙ্গে জুটি বেঁধে জনপ্রিয় অভিনেতা স্টার জলসাতে নতুন একটি সিরিয়াল নিয়ে আসবেন বলে শোনা যাচ্ছে।

পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দারের ক্রেজি আইডিয়াস মিডিয়া প্রোডাকশন হাউসের আওতায় নতুন একটি প্রেমের গল্পের নায়ক হয়ে ছোট পর্দায় ফিরবেন অভিষেক বীর শর্মা। যাকে এর আগে কালার্স বাংলাতে সোহাগ চাঁদ সিরিয়ালে অভিনয় করতে দেখেছিলেন দর্শকরা। এবার অভিষেক সরাসরি স্টার জলসাতে নতুন সিরিয়ালের নায়ক হিসেবে ফিরবেন। তার বিপরীতে থাকবেন নবাগতা অভিনেত্রী। যদিও সেই নায়িকার পরিচয় জানা যায়নি এখনো।

Abhishek Veer Sharma

যতদূর জানা যাচ্ছে অভিষেকের এই নতুন সিরিয়ালটি একটি সুন্দর প্রেমের গল্প বলবে। এখনো পর্যন্ত প্রাথমিক পর্যায়েই রয়েছে নতুন এই সিরিয়ালের কাজ। ধারাবাহিকের প্রোমো শুটিংও এখনো হয়নি। কেবল নায়ক এবং নায়িকা সহ কাস্টিং চূড়ান্ত করে ফেলা হয়েছে। মার্চ মাসে প্রোমোর শুটিং হয়ে যাবে। তবে ধারাবাহিকের সম্প্রচার কবে শুরু হবে কিংবা কোন স্লটে আসবে এখনও তা জানা সম্ভব হয়নি।

আরও পড়ুন : অনির্দিষ্টকালের জন্য বন্ধ শুটিং! রাতারাতি কাজ হারিয়ে মাথায় হাত অভিনেতাদের

Abhishek Veer Sharma

আরও পড়ুন : আসছে নতুন সিরিয়াল ‘পুতুল TTP’! দেখুন ধারাবাহিকের প্রথম প্রোমো

সোহাগ চাঁদ সিরিয়ালে অভিষেকের অভিনয় দেখে দর্শকরা বেশ প্রশংসাই করেছেন। বেশ কয়েক বছর চলেছিল এই সিরিয়ালটি। কয়েক মাস আগেই সোহাগ চাঁদের সম্প্রচার বন্ধ হয়েছে। তারপর থেকেই অভিষেককে নতুন কোনও সিরিয়ালে দেখতে চাইছিলেন দর্শকরা। তাদের সেই ইচ্ছে এবার পূরণ হলো। নতুন নায়িকার সঙ্গে তার কেমিস্ট্রি কেমন হবে সেটাই এখন দেখার।