বলিউডের সবথেকে শিক্ষিত এই ১০ তারকা, যাদের শিক্ষাগত যোগ্যতা আপনাকে চমকে দেবে

বলিউডে ব্যর্থ কেরিয়ার, তবে শিক্ষাগত যোগ্যতায় তারকা সন্তানরা আপনাকে চমকে দেবে

Highly Educated Bollywood Flopstars : বলিউড (Bollywood) ইন্ডাস্ট্রিতে এমন অনেক অভিনেতা এবং অভিনেত্রী রয়েছেন যারা বড় তারকা হওয়ার স্বপ্ন নিয়ে ইন্ডাস্ট্রিতে পা রেখেছিলেন। কিন্তু তাদের সেই প্রত্যাশাপূরণ হয়নি। বিশেষ করে বলিউডের তারকা অভিনেতাদের সন্তানরাও অভিনেতা হতে চেয়েছিলেন। কিন্তু তারা সুপারফ্লপ হয়েছেন। তবে তাদের শিক্ষাগত যোগ্যতা কিন্তু চমকে দেওয়ার মত। আজকের এই প্রতিবেদনে রইল বলিউডের ১০ উচ্চশিক্ষিত ফ্লপ তারকার নাম।

আমিশা পাটেল (Ameesha Patel) : এই বলিউড অভিনেত্রী সানি দেওলের সঙ্গে ‘গদর’ (Gadar) ও হৃত্বিক রোশনের সঙ্গে ‘কাহোনা পেয়ার হে’ (Kaho Na Pyaar Hai) ছবিতে অভিনয় করার দরুণ তুমুল জনপ্রিয়তা পেয়েছিলেন। কিন্তু একটা সময় পর তিনি বলিউড থেকে হারিয়ে যান। আমিশা মুম্বাইতে ক্যাথিড্রাল এবং জন ক্যানন স্কুল থেকে পড়াশোনা করেন। এরপর তিনি যুক্তরাজ্যে চলে যান বায়োজেনেটিক ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করার জন্য।

ABHISHEK BACHCHAN

অভিষেক বচ্চন (Abhishek Bachchan) : অমিতাভ বচ্চনের পুত্র অভিষেক বচ্চন কিন্তু একজন উচ্চ শিক্ষিত তারকা। যদিও তিনি বাবার মত বড় তারকা হতে পারেননি। অভিষেক জামনাবাই নার্সি স্কুল, বোম্বে স্কটিশ স্কুল এবং মডার্ন স্কুল থেকে পড়াশোনা করেন। তারপর তিনি বস্টন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন উচ্চ শিক্ষার জন্য।

Tusshar Kapoor

তুষার কাপুর  (Tusshar Kapoor) : বলিউড সুপারস্টার জিতেন্দ্রর পুত্র তুষার কাপুরও বলিউড ইন্ডাস্ট্রিতে ভাগ্য পরীক্ষা করতে এসেছিলেন। তিনি বোম্বে স্কটিশ স্কুল থেকে পড়াশোনা করে মিশিগান বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। এছাড়া বিশ্বের একাধিক নামী শিক্ষা প্রতিষ্ঠান থেকে তিনি ব্যবসা সংক্রান্ত পড়াশোনা করেছেন।

Uday Chopra

উদয় চোপড়া (Uday Chopra) : যশরাজ ফিল্মসের কর্ণধার আদিত্য চোপড়ার ভাই উদয় চোপড়াও বলিউডে পা দিয়েছিলেন তারকা হওয়ার স্বপ্ন নিয়ে। তার জীবনের উল্লেখযোগ্য সিনেমা বলতে ‘ধুম’। তিনিও বোম্বে স্কটিশ স্কুল থেকে পড়াশোনা করেন। এরপর উচ্চ শিক্ষার জন্য সিডেনহ্যাম কলেজ অফ কমার্স এবং ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এই অভিনেতা।

Arbaaz Khan

আরবাজ খান (Arbaaz Khan) : সালমান খানের ভাই আরবাজ সিন্ধিয়া স্কুলে পড়তেন। এরপর তিনি সেন্ট স্টানিসলাস স্কুলে ভর্তি হয়েছিলেন। অভিনেতা হিসেবেও তিনি বলিউডে পা রাখেন কিন্তু ব্যর্থ হন। তবে পড়াশোনাতে তিনি খুব ভাল ছিলেন।

সোনম কাপুর (Sonam Kapoor) : বলিউড সুপারস্টার অনিল কাপুরের কন্যাও কিন্তু উচ্চশিক্ষিতা। তিনি মুম্বাই বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি এবং রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছেন। সেই সঙ্গে সিঙ্গাপুর থেকে নিজের উচ্চশিক্ষা সম্পন্ন করেছিলেন তিনি।

Arjun Kapoor

অর্জুন কাপুর (Arjun Kapoor) : বলিউড পরিচালক বনি কাপুরের পুত্র অর্জুন অভিনয় দুনিয়াতে তেমন সফল না হলেও পড়াশোনাতে তিনি বেশ মেধাবী ছিলেন। ১১ ক্লাস পর্যন্ত পড়াশোনা করে তিনি AAFTতে ভর্তি হয়েছিলেন।

ইমরান খান (Imran Khan) : আমির খানের ভাগ্নে ইমরান খানও পড়াশোনাতে ভাল ছাত্র ছিলেন। তিনি বম্বে স্কটিশ স্কুল থেকে পড়াশোনা করেন। তিনিও পড়াশোনাতে বেশ ভাল ছিলেন বলেই শোনা যায়।

Harman Baweja

হরমন বাওয়েজা (Harman Baweja) : হৃত্বিক রোশনের ডুপ্লিকেট হিসেবে বলিউডে একসময় বেশ সাড়া ফেলে দিয়েছিলেন হরমন। খুব অল্প সময়ে তিনি দর্শকদের মধ্যে দারুণ জনপ্রিয়তা পেয়েছিলেন। তিনি ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করেন।

আরও পড়ুন : এক বাড়িতে থেকেও শাশুড়ি-বৌমার মুখ দেখাদেখি বন্ধ? ফাঁস হল বচ্চন পরিবারের বড় সিক্রেট

জ্যাকি ভাগনানি (Jackky Bhagnani) : হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির একজন নামী প্রযোজক হলেন জ্যাকি। তিনি অবশ্য অভিনেতা হিসেবেও বলিউডে পা রেখেছিলেন তবে সেভাবে সফল হননি। তিনি এইচ আর কলেজ অব কমার্স এন্ড ইকোনমিক্স থেকে নিজের উচ্চশিক্ষা সম্পন্ন করেন।

আরও পড়ুন : বাঙালি সৌরভের চরিত্রে থাকবেন এই পাঞ্জাবি অভিনেতা, ফাইনাল হল ‘দাদা’র বায়োপিকের অভিনেতার নাম