ঐশ্বর্যের জন্য ঠকিয়েছিলেন প্রেমিকাকে। বলিউডের এই নায়িকাকে ব্যবহার করে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন অভিষেক বচ্চন। সম্প্রতি অভিষেক বচ্চনকে নিয়ে প্রকাশ্যে এল চাঞ্চল্যকর এক তথ্য। অভিষেকের প্রেমিকা হিসেবে করিশ্মা কাপুর, রানী মুখার্জীর নাম উঠে এসেছে বারবার। তবে এই দুই অভিনেত্রী ছাড়া আরও এক সুন্দরীকে প্রেমের প্রতিশ্রুতি দিয়েছিলেন অভিষেক বচ্চন। কিন্তু ঐশ্বর্য রাই বলিউডে পা দিতে এই প্রেমিকাকে খুবই বাজে ভাবে ঠকিয়েছিলেন জুনিয়র বচ্চন।
ঐশ্বর্যের জন্য কাকে ঠকিয়েছিলেন অভিষেক বচ্চন?
ঐশ্বর্যের আগে অভিষেকের সঙ্গে সম্পর্ক ছিলেন দীপান্বিতা শর্মা। মডেল তথা অভিনেত্রী দীপান্বিতাকে দেখেই নাকি অভিষেক তার প্রেমে পড়েন। কিন্তু প্রেমের কথা সকলের সামনে স্বীকার করতে চাননি। সেই সময় বিপাশা বসু ছিলেন দীপান্বিতার ঘনিষ্ঠ বান্ধবী। বিপাশা কিন্তু দীপান্বিতাকে বারবার সাবধান করেছিলেন ঐশ্বর্যকে নিয়ে। কারণ বিপাশা বলিউডের অন্দরের খবর রাখতেন। সব জেনে অভিষেকের প্রেমে পাগল ছিলেন দীপান্বিতা। তিনি তবুও বিশ্বাস করেছিলেন অভিষেককে।
মন ভেঙে যায় দীপান্বিতার
একবার দীপান্বিতা অভিষেকের জন্মদিনে একটা বড় পার্টির প্ল্যান করেন। কিন্তু অমিতাভের অসুস্থতার বাহানা দিয়ে সেদিন নিজের বাড়িতেই জন্মদিনের পার্টি দিয়েছিলেন অভিষেক। নিমন্ত্রণ করেন ঐশ্বর্যকে। দীপান্বিতাকে জানাননি কিছুই। অভিষেকের এই কীর্তিতে প্রথম ধাক্কা খান দীপান্বিতা। কিন্তু পাকাপাকিভাবে এই সম্পর্কে ছেদ পড়ে অভিষেক এবং ঐশ্বর্যর ‘গুরু’ সিনেমা মুক্তি পাওয়ার পর।
আরও পড়ুন : অভিষেকের তুলনায় কয়েক গুণ বেশি সম্পত্তি ঐশ্বর্যর! কে কত টাকার মালিক?
আরও পড়ুন : এই অভিনেত্রীর জন্যই বিয়ে ভাঙলো ঐশ্বর্য-অভিষেকের? অবশেষে প্রকাশ্যে এলো নাম
অভিষেকের প্রাক্তন প্রেমিকা এখন কোথায়?
এরপর গুরুর প্রিমিয়ারে সকলের সামনে ঐশ্বর্যকে প্রপোজ করেন অভিষেক। অভিষেকের জীবন থেকে নিঃশব্দে সরে আসেন দীপান্বিতা। এই নিয়ে তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, “অভিষেক কখনোই আমার বন্ধু ছিল না।” দিলসার সিং নামের এক ব্যবসায়ীকে বিয়ে করে এখন সুখে সংসার করছেন দীপান্বিতা। অতীত নিয়ে তিনি কোনওদিনই আর মুখ খোলেননি সংবাদ মাধ্যমের কাছে।