তুমিও চটি চাটার দলে? অভিজিৎ ভট্টাচার্যকেও ধুয়ে দিল নেটপাড়া

আর জি কর (RG Kar Case) মেডিকেল কলেজের তরুণী চিকিৎসকের নৃশংস হত্যা এবং ধর্ষণের ঘটনা নিয়ে এখনও তোলপাড় রাজ্য। একমাস হতে আর কিছুদিন বাকি, কিন্তু ঘটনার আসল রহস্য এখনও উদঘাটন হয়নি। পথে নেমে বিচার চাওয়ার কর্মসূচি তাই এখনও চালু আছে। এর মাঝেই সোশ্যাল মিডিয়াতে গান গেয়ে ট্রোল্ড হলেন ‌ প্রখ্যাত গায়ক অভিজিৎ ভট্টাচার্য (Abhijeet Bhattacharya)।

আরজি করের ঘটনার প্রতিবাদ কার্যত তারকা থেকে সাধারণ সবাইকে একই ছাতার তলায় এনেছে। টলিউড থেকে বলিউড, অভিনেতা থেকে গায়ক-গায়িকা, একযোগে প্রতিবাদ করছেন সবাই। কিন্তু এই ঘটনা প্রসঙ্গে অভিজিৎ ভট্টাচার্যকে কোনও কিছু বলতে শোনা যায়নি। আর সেই নিয়েই প্রশ্ন তুলেছেন সাধারণ মানুষেরা।

CHALTE CHALTE

৩০ শে আগস্ট রাতে অভিজিৎ ভট্টাচার্য শাহরুখ খান রানী মুখার্জী অভিনীত সিনেমা ‘চলতে চলতে’ এর টাইটেল সং গেয়ে শোনান। দুই দশ পুরনো স্মৃতি আবার জাগিয়ে তোলেন তিনি। স্বাভাবিকভাবেই এই গান শুনে বেশ খুশি হয়েছেন তার ভক্তরা। তবে কেউ কেউ প্রশ্ন তুলছেন বর্তমান সামাজিক প্রেক্ষাপটে অভিজিতের ভূমিকা নিয়ে।

আরও পড়ুন : “সঞ্জয় আর একটা ধনঞ্জয় হতে পারে!” জয়জিতের মন্তব্যে তোলপাড় শোস্যাল মিডিয়া

Abhijeet Bhattacharya

আরও পড়ুন : “চটিজুতো মাথায় নিয়ে…!” কুণাল ঘোষকে মোক্ষম জবাব দিলেন ঋত্বিক চক্রবর্তী

অভিজিতের গানের ভিডিওর নিচে কমেন্ট বক্সে কেউ লিখলেন, “অভিজিৎদা, তুমি কি চপ্পল চাটার দলে নাকি? কিছু বলে দেখাও গান শুনতে ইচ্ছে করে না এখন।” অবশ্য এরপর অভিজিৎ ভট্টাচার্য আরও একটি পোস্ট করেছিলেন তার প্রতিবাদ জানিয়ে। গানে গানে তিনি জানিয়েছিলেন প্রতিবাদ। যদিও সেই পোস্টটি মুছে দেওয়া হয়। কিন্তু যারা দেখেছিলেন অভিজিতের শেয়ার করা সেই পোস্ট কমেন্ট বক্সে তারা সাধুবাদ জানাচ্ছেন গায়ককে এই সাহস দেখানোর জন্য।