সালমান খানের (Salman Khan) মধ্যে কোনও ট্যালেন্ট নেই! সালমান দারুবাজ, ঠরকি। ওর সঙ্গে কখনও কাজ করবেন না, প্রকাশ্যেই সালমানের বিরুদ্ধে বিস্ফোরক গায়ক অভিজিৎ ভট্টাচার্য (Abhijeet Bhattacharya)। বদলে শাহরুখ খানের প্রশংসায় পঞ্চমুখ হতে শোনা গেল তাকে। কেন হঠাৎ ভাইজানের বিরুদ্ধে এত চটলেন এই বাঙালি গায়ক? শাহরুখের প্রতিই বা তার এত ভালবাসা কেন?
সালমানের সঙ্গে বরাবরই আদায়-কাঁচকলায় সম্পর্ক অভিজিতের। সম্প্রতি একটি সাক্ষাৎকারে আবারও ক্ষোভ উগরে দিলেন অভিজিৎ। শাহরুখ খানের সঙ্গেও তার মাঝে কিছু তিক্ততা সৃষ্টি হয়েছিল। আসলে যোগ্য সম্মান না পেলে আপোষ করতে রাজি নন বাংলার এই গায়ক। তবে অভিজিতের মতে, শাহরুখের ক্লাস আলাদা। অনেকটা স্বামী-স্ত্রীর মত সম্পর্ক নাকি শাহরুখ এবং অভিজিতের। কিন্তু সালমান খানকে একদমই সহ্য করতে পারেন না অভিজিৎ।
সালমান ‘দারুবাজ’, ‘ঠরকি’! সম্প্রতি একটি সাক্ষাৎকারে সালমানের হিট এন্ড রান মামলার প্রসঙ্গ তুলে এই ভাবেই ভাইজানকে কটাক্ষ করলেন অভিজিৎ। তিনি এও দাবি করেছেন সালমানের সঙ্গে কেউ কাজ করতে চান না। বরং সালমান সকলের থেকে কাজ চাইতে থাকেন।
আরও পড়ুন : পর্দায় এই ভিলেন থাকলে শাহরুখের ম্যাজিক ফিকে হয়ে যায়! জানেন তিনি কে?
আরও পড়ুন : পুষ্পা রাজ খতম, দেবও ফেল! ইতিহাস গড়লো এই বাংলা সিনেমা, লিখল নতুন রেকর্ড
অথচ ৯০ এর দশকে শাহরুখ এবং সালমানসহ বলিউডের বহু নায়কের জন্য গান গেয়েছেন অভিজিৎ। এখনও তিনি শাহরুখের জন্য গান গাইতে রাজি। কিন্তু তিনি মনে করেন সালমান এখনও সেই পর্যায়েই পড়েন না যাকে নিয়ে কথা বলা যেতে পারে। এমনকি সালমানের জুড়বা সিনেমার জন্য ‘টন টনা টন’ গানটিও তাকে না জানিয়েই গাওয়ানো হয়েছিল। তাকে বলা হয়েছিল এই গানটি তাকে গোবিন্দার জন্য গাইতে হবে। সালমানের জন্য গাইতে হবে জানলে তিনি গানটি গাইতেনই না।