বেশিরভাগ তারকাই তাদের নিজেদের সন্তানদের আম্বানিদের স্কুলে ভর্তি করেন। মাসিক কয়েক লক্ষ টাকার বিনিময়ে এই স্কুলে ছাত্রছাত্রীদের সুযোগ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি একাধিক এক্সট্রা ক্যালিকুলাম অ্যাক্টিভিটিসের। অন্যান্য তারকাদের মতই ঐশ্বর্য রাই বচ্চনের (Aishwarya Rai Bachchan) মেয়ে আরাধ্যা বচ্চনও (Aaradhya Bachchan) পড়েন এই স্কুলে। সম্প্রতি আরাধ্যা বচ্চনের একটি স্টেজ পারফরম্যান্স ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়াতে।
ঐশ্বর্য রাই বচ্চনের একমাত্র কন্যার স্কুলের বার্ষিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন ঐশ্বর্য রাই বচ্চন এবং দিদা বৃন্দা রাই। তবে উপস্থিত ছিলেন না ঠাকুমা জয়া বচ্চন এবং শ্বেতা বচ্চন নন্দা এবং তার দুই সন্তান অগস্ত্য ও নভ্যা। আর্চিস প্রিমিয়ারে ঐশ্বর্য রাই বচ্চন উপস্থিত হলেও ঐশ্বর্যের সন্তানের অনুষ্ঠানে উপস্থিত হলেন না পিসি এবং দুই দিদি-দাদা।
এদিন একমাত্র মেয়ের অনুষ্ঠান দেখতে ঐশ্বর্য এসেছিলেন একটি কালো সালোয়ার পরে, সঙ্গে নিয়েছিলেন সোনালী রঙের একটি ওড়না। অভিষেকের গায় ছিল নীল রঙের একটি শার্ট। অমিতাভ বচ্চন বেছে নিয়েছিলেন প্রিন্টেড কালো জ্যাকেট। প্রথম সারিতে বসে সন্তানের অ্যানুয়াল ফাংশন দেখলেন গর্বিত বাবা মা। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে আরাধ্যার সেই স্টেজ পারফরম্যান্সের ভিডিও ভাইরাল হয়েছে।
আরাধ্যার মুখের অঙ্গিভঙ্গি থেকে সংলাপ, সবকিছু দেখেই অনেকেই মায়ের সঙ্গে তুলনা করছেন মেয়েকে। ঐশ্বর্যের মতোই আরাধ্যা বড় হয়ে যে একজন বড় মাপের অভিনেত্রী হবেন সেটাও বলছেন অনেকেই। একজন যেমন লিখেছেন, “যেমন দেখতে মায়ের মত অভিব্যক্তিতেও একেবারে মাকে টেক্কা দিচ্ছে আরাধ্যা।”তেমন অন্য একজন লিখেছেন, “এই মেয়ে অনেক দূর যাবে।” কেউ কেউ আবার আর্চিস সিনেমায় অগস্ত্যর অভিনয়ের তুলনা টেনে এনে বলেছেন, “দাদার থেকে অনেক ভালো অভিনয় করেছে এই ছোট্ট আরাধ্যা।”
প্রসঙ্গত, ২০১১ সালে ঐশ্বর্য এবং অভিষেকের ঘর আলো করে আসে ছোট্ট ফুটফুটে কন্যা আরাধ্যা। এই মুহূর্তে মুম্বাইয়ের ধীরুভাই আম্বানি আন্তর্জাতিক স্কুলে পড়াশোনা করছে সে। ১২ বছর বয়সেই আরাধ্যা যা জনপ্রিয়তা অর্জন করেছে, সেই জনপ্রিয়তা অর্জন করতে অনেকের বহুবছর লেগে যায়। মা ঐশ্বর্যের সঙ্গে সব সময় দেখতে পাওয়া যায় মেয়েকে।
আরও পড়ুন : কেন ভাঙছে অভিষেক-ঐশ্বর্যর বিয়ে? ফাঁস হয়ে গেল বচ্চন পরিবারের বিগ সিক্রেট
আরও পড়ুন : পারিবারিক বিবাদ চরমে! বৌমা ঐশ্বর্যকে নিয়ে চরম সিধান্ত নিলেন অমিতাভ বচ্চন
কাজ ছাড়া ঐশ্বর্য সব সময় নিজের মেয়েকে আগলে আগলে রাখেন। প্রথম থেকেই আমরা দেখেছি ঐশ্বর্য নিজের মতো করে মেয়েকে গড়ে তুলতে চেয়েছেন আর সেটাই যে তিনি পেরেছেন তা বোঝাই যায় আরাধ্যাকে দেখে। আরাধ্যার নম্র, ভদ্র, বিনয়ী মনোভাব বারবার মন জয় করে নিয়েছে সকলের, এবার আরাধ্যার অভিনয়ও ঠিক একই ভাবে মন ছুঁয়ে গেল সকলের।