২বার বিয়ে ভেঙেছে বলিউড সুপারস্টার আমির খানের। প্রথমে রিনা দত্ত, তারপর কিরণ রাও। দুই স্ত্রীর সঙ্গেই তার বিয়ের মেয়াদ ছিল ১০ বছর। ডিভোর্সের পরেও রঙিন আমির খানের জীবন। একের পর এক প্রেমে পড়েছেন অভিনেতা। দুই বিয়ে, তিন সন্তান, নতুন প্রেমিকা, আমির খানের দায়িত্ব কিন্তু কিছু কম নয়। আমির খানের কাছে বর্তমান যে বিপুল পরিমাণে সম্পত্তি রয়েছে, সেটা আপনজনদের মধ্যে কীভাবে ভাগ করবেন অভিনেতা?
কত সম্পত্তির মালিক আমির খান?
বলিউড সুপারস্টার আমিরের কাছে রয়েছে ১৮৬২ কোটি টাকার সম্পত্তি। তার এই বিপুল সম্পত্তির মধ্যে রয়েছে ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলসের একটি বিলাসবহুল বাড়ি। যার দাম হচ্ছে ৭৫ কোটি টাকা। এছাড়া মুম্বাইতে বান্দ্রাতে তার যে বাড়িটি রয়েছে সেটাই বা কম কিসের। ৫০০০ বর্গফুটের এই দোতলা বাড়ি থেকে আরব সাগর দেখা যায়। এখানেই থাকেন আমির এবং এখানেই রয়েছে তার অফিস। আমিরের প্রোডাকশন হাউসের কাজও এখানে হয়। যার দাম ৬০ কোটি টাকা।
এছাড়াও ভারতের বিভিন্ন জায়গাতে আমির খানের সম্পত্তি রয়েছে। মহারাষ্ট্রের পঞ্চগনিতে পাহাড়ি এলাকায় দুই একর জমির উপর তার একটি বাগানবাড়ি আছে। আমির ৭ কোটি টাকা দিয়ে এই সম্পত্তি কিনেছিলেন। এছাড়াও অনেক দামি দামি গাড়ি রয়েছে আমিরের কাছে। যেমন মার্সিডিজ বেঞ্জ এস ৬০০, যার দাম সাড়ে দশ কোটি টাকা। এছাড়াও রয়েছে রোজ রোয়েস ঘোস্ট। যার দাম ৬.৯৫ কোটি থেকে ৭.৯৫ কোটি টাকার মধ্যে।
আরও পড়ুন : ভালোবেসে বিয়ে করেছিলেন ভিন ধর্মে, সংসার টেকেনি এই বলিউড তারকাদের
আরও পড়ুন : যৌনসঙ্গী নাকি জীবনসঙ্গী? কেন গৌরী স্প্রাটের প্রেমে পড়লেন আমির খান?
আমির খানের সম্পত্তি কীভাবে ভাগ হবে?
আমিরের দুই প্রাক্তন স্ত্রী রিনা দত্ত এবং কিরণ রাওয়ের সঙ্গে তার সম্পর্ক খুবই ভালো। রিনা এবং আমিরের দুই সন্তান রয়েছেন। কিরণ এবং আমিরের রয়েছে একটি সন্তান। কিরণের সঙ্গে ডিভোর্সের পর আমির ফাতিমা সানা শেখের সঙ্গে সম্পর্কে ছিলেন। সেই সম্পর্ক ভেঙে এখন গৌরী স্প্রাটের সঙ্গে সম্পর্কে রয়েছেন আমির। যদিও সব সম্পত্তির উইল এখনও তৈরি করেননি আমির খান। তবে ভবিষ্যতে সম্পত্তির ভাগাভাগির প্রসঙ্গে উঠলে আপনজনদের যে বঞ্চিত করবেন না, সেটা বলাই বাহুল্য।