পাঠান দূরে থাক, বাহুবলি, RRR-ও ভাঙতে পারেনি আমির খানের এই ছবির রেকর্ড

বর্তমান সময় বেশ কয়েক বছর ধরে দক্ষিণী ছবিগুলির (South Indian Films) তুলনায় বলিউডের (Bollywood) ছবিগুলি বক্স অফিসে সেভাবে কোনও কামাল দেখাতে পারছে না। বিশেষ করে ২০২২ সালে মাত্র ২টি ছবি বক্স অফিসে ভালো ফল করেছিল। তাছাড়া একটি ছবিও বক্স অফিসে সফল হয়নি। দর্শকরাও বলিউডের ছবি নিয়ে উৎসাহ হারিয়েছেন। তাই হয়তো এমন অবস্থা।

২০২৩ সালের শুরুতে শাহরুখ খান অভিনীত ‘পাঠান’ (Pathan) ছবিটি বক্স অফিসে ভালো ফল করলেও তারপর আরও তিনটি ছবি মুক্তি পেয়েছিল। সেই ছবিগুলিও বক্স অফিসে সাফল্য এনে দিতে পারেনি। অন্যদিকে দক্ষিণী ছবিগুলি মুক্তির দুই থেকে তিন দিনের মধ্যেই সুপারহিট তকমা পেয়ে যাচ্ছে। বক্স অফিসে ভালো ফল করছে প্রায় সব ছবি। কিন্তু অনেকেই হয়তো জানে না যে বলিউডের এমন একটি ছবি রয়েছে যার‌ রেকর্ড এখনও কোনও ছবি ভাঙতে পারেনি।

DANGAL

বেশ কয়েক বছর আগে মুক্তি পেয়েছিল এই ছবিটি। এই ছবির নাম হল ‘দঙ্গল’। সারা পৃথিবী থেকে মোট ১৯২৪.৭ কোটি টাকা আয় করেছিল এই ছবি। প্রাক্তন কুস্তিগীর মহাবীর সিং ফোগাট এবং তার দুই কুস্তিগীর কন্যা গীতা ফোগাট এবং ববিতা কুমারীর জীবনকেই এই ছবির মাধ্যমে তুলে ধরা হয়েছিল। আইএমবিডি-র রিপোর্ট অনুযায়ী, আমিরের ছবি ‘দঙ্গল’ হল সর্বোচ্চ আয়কারী ভারতীয় চলচ্চিত্র।

বক্স অফিসে সবচেয়ে বেশি কালেকশন করা ছবির তালিকায় শীর্ষে রয়েছে এটি। দ্বিতীয় স্থানে রয়েছে দক্ষিণী ভারতীয় সিনেমার ‘বাহুবলী ২: দ্য কনক্লুশন’ ছবিটি। এই ছবিটি মোট কালেকশন করেছিল প্রায় ১৭৪৯ কোটি টাকা। তৃতীয় স্থানে রয়েছে ‘আর আর আর’ যে ছবি মোট ১২৩৪.৩ কোটি টাকা। চতুর্থ স্থানে রয়েছে ‘কেজিএফ’। এই ছবির মোট বক্স অফিস কালেকশন প্রায় ১২০৭.৯ কোটি টাকা।

DANGAL

আমিরের গত বছর মুক্তি পাওয়া ‘লাল সিং চাড্ডা’ হোক বা ২০১৮ সালে মুক্তি পাওয়া ‘থাগস অফ হিন্দুস্তান’। এই দুটি ছবিই বক্স অফিসে সাফল্য এনে দিতে পারেনি। তবে তার আগে মুক্তি পাওয়া ‘দঙ্গল’ ও ‘পিকে’ ছবিটি বক্স অফিসে দারুন ফল করেছিল। তবে ‘লালা সিং চাড্ডা’র ফ্লপ হওয়ার পর। আমি জানিয়ে ছিলেন তিনি আগামী দু’বছর আর কোনও ছবি করবেন না।

LAAL SINGH CHADDA

আমিরের এই কথা শুনে বোঝা গিয়েছে এবার হয়তো দর্শকদের জন্য বড় কোনও ছবি আনতে চলেছেন আমির। সেই জন্য দু’বছরের বিরতি নিতে চলেছেন তিনি। এবার দেখার যে দর্শকদের জন্য আবার নতুন কী ছবি নিয়ে‌ আসতে চলেছেন বলিউডের সুপারস্টার আমির খান।