শাহরুখ খান, সালমান খান এবং আমির খান তিনজনেই বলিউডের সেরা সুপারস্টার। একসঙ্গে তাদের বলিউডের তিন খান বলা হয়। তিনজনেরই বলিউডে এন্ট্রি হয়েছিল প্রায় একসময়। প্রায় একই সঙ্গে তিন জনে সাফল্য পান। একটা সময় ছিল যখন ইন্ডাস্ট্রিতে এই তিনজনের মধ্যে রেষারেষি ছিল প্রবল। আর রেষারেষি যেখানে, অল্পবিস্তর শত্রুতা তো থাকবেই। শাহরুখ এবং সালমান দুজনে এখন গলায় গলায় বন্ধু। কিন্তু আমির তা ছিলেন না। কেন জানেন?
পুরনো সব শত্রুতা ভুলে শাহরুখ খান সালমান খান এখন খুব কাছের বন্ধু। পুরনো অভিমান ভুলেছেন আমির খানও। সম্প্রতি তিনি শাহরুখ এবং সালমানের সঙ্গে তার সম্পর্ক নিয়ে মুখ খোলেন। তিনি স্বীকার করে নেন যে তাদের মধ্যে সত্যিই একসময় প্রতিদ্বন্দ্বিতা ছিল। একটা সময় তো এমনও হয়েছে যে আমি মনে করেছিলেন সালমান এবং শাহরুখ মিলে তার কেরিয়ার নষ্ট করে দিতে চান। আর এটা হয়েছিল ‘দঙ্গল’ সিনেমার সময়। যখন তার কাছে দঙ্গল সিনেমার প্রস্তাব আসে তখন আমির মনে করেছিলেন আসলে তাকে বলিউড থেকে বের করার জন্যই শাহরুখ এবং সালমানের লোকেরা উঠে পড়ে লেগেছে। তাই তার কাছে মহাবীর ফোগাটের মত চরিত্র আসছে।
এমনটা কেন ভেবেছিলেন আমির খান? তিনি নিজেই বলেছেন তখন তিনি সবেমাত্র ধুম ৩ সিনেমার শুটিং শেষ করেছেন। সেই ছবিতে তাকে অনেক তরুণ এবং ফিট দেখানো হয়েছিল। মহাবীর ফোগাটের চরিত্রটি ছিল একেবারেই আলাদা। যেখান থেকে অনেক বয়স্ক এবং বেশি ওজন দেখাতে হতো। তাই তার কাছে যখন এই সিনেমার প্রস্তাব আসে তখন প্রথমটা তার ষড়যন্ত্র বলেই মনে হয়েছিল। তিনি ধরেই নিয়েছিলেন সালমান কিংবা শাহরুখের লোকেরা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।
আরও পড়ুন : তৃতীয়বার বিয়ের পিঁড়িতে বসবেন আমির খান! আমিরের নতুন প্রেমিকা কত সুন্দরী দেখুন
আরও পড়ুন : এই একটি কারণে আমিরের সঙ্গে আর কাজ করে না কাজল, অবশেষে প্রকাশ্য এল কারণ
কিন্তু তবুও সিনেমার গল্পটা তার পছন্দ হয়। তিনি পরিচালক নিতিশ তিওয়ারিকে বলেছিলেন যদি সত্যিই তাকে দিয়ে এই সিনেমাটি করাতে হয় তাহলে ১০-১৫ বছর অপেক্ষা করতে হবে তাকে। নিতিশ তিওয়ারি তাতেও রাজি হয়ে যান। অবশেষে সিনেমাটি করলেন আমির খান। এবং এই সিনেমা বিশ্ববাজারে বলিউডের প্রথম সিনেমা হিসেবে দুই হাজার কোটি টাকার ব্যবসা করল।