৬০ পেরিয়ে আবার প্রেমে পড়েছেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট। রিনা দত্ত, কিরণ রাওরা অতীত হয়েছেন সেই কোন যুগে। তারপরে হাঁটুর বয়সী প্রেমিকা ফাতিমা সানা শেইখও এখন আর আমিরের জীবনে নেই। এখন বছর ষাটের আমির খান ৪৬ বছরের এক সুন্দরী মহিলার প্রেমে পড়েছেন। তিনি আবার একটি সন্তানের মা! নতুন প্রেমিকাকে নাকি ক্যাটরিনা কাইফের থেকেও সুন্দর দেখতে! নিজের মুখেই একথা বলেছেন আমির খান।
আমির খানের নতুন প্রেমিকা কে?
আমির খান নতুন যে সুন্দরীর প্রেমে পড়েছেন তার নাম গৌরী স্প্র্যাট। তিনি বেঙ্গালুরুর বাসিন্দা। ২৫ বছর আমির এবং গৌরী একে অপরকে চেনেন। যদিও মাঝে বেশ কয়েকটা বছর তাদের যোগাযোগ ছিল না। কিরণের সঙ্গে বিচ্ছেদের পর আবার আমির এবং গৌরীর দেখা হয়। দেড় বছর আগে তারা প্রেমে পড়েন। গত দেড় বছর ধরে তারা প্রেমের সম্পর্কে রয়েছেন। আমিরের কথায়, শুধুমাত্র গৌরীর সঙ্গেই শান্তির ঠিকানা তিনি খুঁজে পেয়েছেন। আর গৌরীর নজরে আমির খুবই ভদ্র এবং নরম মনের মানুষ। তাই একে অপরের খুব কাছাকাছি আসতে পেরেছিলেন তারা।
প্রথম প্রথম অবশ্য নিজের নতুন প্রেমিকাকে লুকিয়েই রেখেছিলেন আমির খান। কিন্তু ৬০ তম জন্মদিনে কেক কাটার অনুষ্ঠানে গৌরীর সঙ্গে তিনি সকলকে আলাপ করিয়ে দেন। শুধু আমিরের সঙ্গেই নয়, আমির খানের গোটা পরিবারের সঙ্গে গৌরীর খুব ভালো সম্পর্ক রয়েছে। আমির খানের নজরে গৌরী বলিউড সুন্দরী ক্যাটরিনা কাইফের থেকেও বেশি সুন্দর। গৌরী কে দেখে অবশ্য তার সৌন্দর্যে মুগ্ধ হচ্ছেন অনেকেই।
আরও পড়ুন : ১৬ বছরে আমূল বদলেছে চেহারা! কোথায় হারিয়ে গেলেন থ্রি ইডিয়টসের চতুর রামালিঙ্গাম?
আরও পড়ুন : বিশ্বমঞ্চে উজ্জ্বল করেছেন ভারতের নাম! হলিউড সিনেমার পরিচালনা করেছেন এই বলিউড পরিচালকরা
আমির খান শুধু তার পরিবারের সঙ্গে নয়, দুই কাছের বন্ধু শাহরুখ খান এবং সালমান খানের সঙ্গে গৌরীকে আলাপ করিয়ে দিয়েছেন। তিনি বলেছেন, “আমার প্রেমিকা ক্যাটরিনা কাইফের থেকেও সুন্দরী। ওর সঙ্গে থাকলে মনে হয় আমি যেন ঘরেই আছি। জুনেইদ, ইরা সকলেই গৌরীকে চেনে। ওঁরা খুশি গৌরীকে পেয়ে। গৌরীও একটি ছয় বছরের সন্তানের মা।”