তৃতীয়বার বিয়ের পিঁড়িতে বসবেন আমির খান! আমিরের নতুন প্রেমিকা কত সুন্দরী দেখুন

৬০ পেরিয়ে আবারও প্রেমে পড়েছেন আমির খান। ২ বার ভেঙেছে বিয়ে, ডিভোর্সের পরেও একাধিক প্রেম, অবশেষে নিজেরই কর্মচারীর প্রেমে হাবুডুবু খাচ্ছেন এই বলিউড সুপারস্টার। গত ১৮ মাস ধরে তারা লিভ ইন করছেন। নতুন প্রেমিকাকে নিয়ে নাকি বেজায় সিরিয়াস অভিনেতা। এবার কি তবে তৃতীয় বিয়ের তোড়জোড় শুরু হবে? চর্চা তুঙ্গে। আমির খানের নতুন প্রেমিকার রূপ দেখে প্রশংসায় পঞ্চমুখ সকলে।

আমির খানের নতুন প্রেমিকা কে?

আমিরের এই নতুন প্রেমিকার নাম গৌরী স্প্র্যাট। তিনি বেঙ্গালুরুর বাসিন্দা এবং তার দুই জমজ সন্তান আছে। ২৫ বছর ধরে আমির এবং গৌরী একে অপরকে চেনেন। আমির খানের প্রোডাকশন হাউসে বর্তমানে কাজ করছেন গৌরী। ১৮ মাস ধরে একসঙ্গেই রয়েছেন তারা। আমির খান সম্প্রতি একটি সাক্ষাৎকারে জানিয়েছেন তিনি গৌরীর সঙ্গে কমিটেড। পরিবারের সঙ্গে নতুন প্রেমিকার আলাপও করিয়ে দিয়েছেন তিনি। আমিরের পরিবারও তার এই নতুন প্রেমিকাকে নিয়ে খুশি।

Aamir Khan And Gauri Spratt

এই বছরের শুরুতেই শোনা গিয়েছিল আমির খান নতুন করে আবার প্রেমে পড়েছেন। আমিরের প্রথম স্ত্রীর নাম রিনা দত্ত। বিয়ের দশ বছর পর দুই সন্তানসহ স্ত্রীকে ডিভোর্স দিয়ে দেন আমির। তারপর তিনি বিয়ে করেন কিরণ রাওকে। তাদের এক‌ সন্তানের নাম আজাদ। এই বিয়েটাও দশ বছরের মাথায় ভাঙ্গে। এরপর আমির দঙ্গল সিনেমাতে তার সহ অভিনেত্রী ফাতিমা সানা শেখের সঙ্গে সম্পর্কে জড়ান। এখন ফাতিমাও আমিরের জীবনে অতীত। সেই জায়গা নিলেন গৌরী।

আরও পড়ুন : অজয় দেবগন নন, এই বিবাহিত অভিনেতাকে বিয়ে করতে চেয়েছিলেন তাবু

Aamir Khan And Gauri Spratt

আরও পড়ুন : নায়িকাদের থেকে কম সুন্দরী নন আমির খানের ভাগ্নি! গ্ল্যামার দেখলে ঘুরে যাবে মাথা

শুধু পরিবার নয়, গৌরীতে ইতিমধ্যেই নিজের দুই ঘনিষ্ঠ বন্ধু শাহরুখ খান এবং সালমান খানের সঙ্গেও আমির আলাপ করিয়ে দিয়েছেন। উল্লেখ্য এই বছরের মার্চ মাসেই আমির খান ৬০ বছর পূরণ করবেন। ১৪ই মার্চ তার জন্মদিন। ৬০ পেরিয়ে তবে কি এবার আবার বিয়ের পিঁড়িতে বসবেন আমির? এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে নেট নাগরিকদের মনে।