বাতিল হবে লাখ লাখ রেশন কার্ড! এই কাজ না করলে আর মিলবে না রেশন

দেশের কোটি কোটি মানুষের জন্য রেশন কার্ড নিয়ে একটা বড় আপডেট এলো। আগামী জুন মাসের মধ্যেই করে ফেলতে হবে রেশন কার্ডের ই-কেওয়াইসি। তা না হলে নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পর কার্ড বাতিল হয়ে যেতে পারে। রেশন কার্ডের ই-কেওয়াইসি প্রক্রিয়া বর্তমানে চালু আছে। গত এপ্রিল মাসেই নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পর আবার এই প্রক্রিয়ার জন্য অতিরিক্ত সময় বাড়ানো হয়েছে। যারা এর মধ্যে ই-কেওয়াইসি করবেন না, তাদের নাম রেশন কার্ডের তালিকা থেকে বাদ পড়বে।

ডেডলাইন কবে? | Ration Card e-KYC Deadline?

সম্প্রতি খাদ্য এবং সরবরাহ মন্ত্রকের তরফ থেকে দেশের প্রত্যেকটি রাজ্যের কাছে নির্দেশ গিয়ে পৌঁছেছে। জানানো হয়েছে নতুন ডেডলাইনের মধ্যেই ই-কেওয়াইসি করে ফেলতে হবে। এই নিয়ে ৬ বার রেশন কার্ডের ই-কেওয়াইসি প্রক্রিয়া সম্পন্ন করার মেয়াদ বাড়ানো হয়েছে। এপ্রিল মাসের ৩০ তারিখ মেয়াদ পার হওয়ার পর এবার জুন মাসের ৩০ তারিখ অন্তিম দিন ধার্য করা হয়েছে রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের সংযোগ করার।

Ration Card e-KYC

ডেডলাইন পেরিয়ে গেলে কী হবে? | If You Miss the Deadline?

যদি ৩০ শে জুন ২০২৫ এর মধ্যেও রেশন কার্ডের সঙ্গে আধারের লিংক না করেন কেউ তাহলে ১লা জুলাই ২০২৫ থেকে নতুন নিয়ম কার্যকর হবে। এমনকি রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের লিংক না থাকলে রেশন কার্ড থেকে নাম মুছে ফেলার ব্যবস্থাও নেওয়া হতে পারে। শুধু তাই নয়, এমন ব্যক্তির পরিবারকেও আর রেশন দেওয়া হবে না। তাই অবিলম্বে রেশন কার্ডের ই কেওয়াইসি নিশ্চিত করুন।

আরও পড়ুন : টিকিট কেটে ট্রেনে না উঠতে পারলে কীভাবে ফেরত পাবেন টাকা?

Ration Card e-KYC

আরও পড়ুন : মজুদ রাখুন খাদ্য! যুদ্ধ পরিস্থিতিতে জেলায় জেলায় পৌঁছালো নির্দেশ

Ration Card e-KYC কোথায় আবেদন করবেন?

রেশন কার্ডধারীরা তাদের নিকটতম পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেমের দোকানে গিয়ে আবেদন করতে পারেন। ই-পস মেশিনের মাধ্যমে খুব সহজেই রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের লিংক হয়ে যাবে। রিপোর্ট অনুসারে এখনো দেশের ২৩.৫ শতাংশ কার্ডের ভেরিফিকেশন বাকি আছে। ই-কেওয়াইসি করা থাকলে ভুয়ো রেশন কার্ড বাদ দেওয়া যায়। এতে সরকারের সাহায্য যাতে যোগ্য মানুষের কাছেই পৌঁছায় সেই বিষয়ে স্বচ্ছতা আসে।