বলিউডের (Bollywood) সব ছবি পরিবারের সঙ্গে বসে দেখা যায় না। পরিবার নির্ভর কমেডি বা ড্রামামূলক ছবি ছাড়াও বলিউডে এমন বেশ কিছু ছবি রয়েছে যেগুলো ‘A’ রেটিং পেয়েছেন। অর্থাৎ এগুলো সব অ্যাডাল্ট সিনেমা (Adult Movie)। তবে যৌনতায় ভরপুর হলেও ছবির কাহিনী কিন্তু অসাধারণ। অপ্রাপ্তবয়স্কদের জন্য নিষিদ্ধ এই ছবিগুলো ১৮ বছর পেরোলেই দেখার আর বাধা থাকে না কোনও। দেখে নিন বলিউডের এই নিষিদ্ধ ছবির তালিকা।
চাঁদনী বার (Chadni Bar) : বলিউডের এই ছবিতে অভিনয় করেছেন টাবু। তার কেরিয়ারের অন্যতম সেরা ছবি বলা হয় এই ছবিকে। কেন তা ছবিটি দেখলেই বুঝতে পারবেন। এক যুবতীর পরিস্থিতির সুযোগ নিয়ে তাকে জোর করে ডান্স বারে নাচ করানোর গল্প নিয়ে বানানো হয়েছে ছবিটি। ২০০১ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবিটি আপনি চাইলে দেখে নিতে পারেন অ্যামাজন প্রাইমে।
ব্ল্যাক ফ্রাইডে (Black Friday) : সশস্ত্র হিংসার ঘটনার উপর বানানো এই ছবিটিও বলিউডে নিষিদ্ধ ঘোষণা করা হয়। ছবিটি ১৯৯৩ সালের বম্বে বিস্ফোরণের উপর নির্মাণ করা হয়েছিল। ২০০৪ সালে অনুরাগ কাশ্যপের পরিচালনায় এই ছবিটি দারুণ শোরগোল ফেলে দেয় বলিউডে। ছবির গল্প লিখেছিলেন পরিচালক নিজেই। বর্তমানে এই ছবি দেখা যাবে নেটফ্লিক্সে।
মনসুন ওয়েডিং (Monsoon Wedding) : পরিবারের সঙ্গে ভুলেও দেখতে বসবেন না এই ছবিটি। মীরা নায়ারের এই ছবিতে অভিনয় করেছেন নাসিরউদ্দিন শাহ, লিলেট দুবে, শেফালী শাহের মত তারকারা। ছবিটি আমাজন প্রাইম থেকে দেখে নিতে পারেন।
মাতরুভূমি : এ নেশন উইদাউট ওম্যান (MatruBhoomi : A Nation Without Women) : এই ছবিটি মুক্তি পেয়েছিল ২০০৩ সালে। একটি গ্রামে যখন মেয়েদের অভাব দেখা দেয় তখন একটি মেয়েকে ৫ ভাইকে বিয়ে করতে হয়েছিল। ছবিটি এখন জি ফাইভে দেখে নিতে পারবেন।
ব্যান্ডিট কুইন (Bandit Queen) : ফুলন দেবীর জীবনের উপর বানানো এই ছবিটি ১৯৯৪ সালে মুক্তি পেয়েছিল। শেখর কাপুর পরিচালিত ছবিটি চাইলে অ্যামাজন প্রাইম থেকে দেখে নিতে পারেন।
হে রাম (Hey Ram) : দক্ষিণের সুপারস্টার কমল হাসান প্রযোজিত, পরিচালিত এবং তার লেখা চিত্রনাট্যের উপর ভর করে ঐতিহাসিক ক্রাইম ড্রামা নির্ভর ছবিটি মুক্তি পেয়েছিল ২০০০ সালে। ছবিতে কমল হাসান নিজেও অভিনয় করেছিলেন। রানি মুখোপাধ্যায় এবং শাহরুখ খানও ছিলেন এই ছবির অংশ।
চামেলি (Chameli) : করিনা কাপুর এবং রাহুল বোসকে নিয়ে ২০০৪ সালে মুক্তি পেয়েছিল এই ছবিটি। ছবিটিতে এক যৌনকর্মীর জীবনের গল্প ফুটিয়ে তোলা হয়েছে।
অস্তিত্ব (Astitva) : ২০০০ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবির পরিচালক ছিলেন মহেশ মঞ্জরেকার। ছবিতে অভিনয় করেছেন টাবু এবং সচীন খেদেকর। ছবিটি জিও সিনেমাতে দেখা যাবে।
মাচিস (Machis) : টাবু অভিনীত আরেকটি নিষিদ্ধ ছবি হল মাচিস। এই ছবিতে অভিনয় করেছিলেন চন্দ্রচূড় সিং, ওম পুরি, জিমি শেরগিলের মত অভিনেতারা। ১৯৯৬ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবিটি ছিল একটি রাজনৈতিক থ্রিলারধর্মী ছবি।