বাংলা বিনোদনমূলক চ্যানেলগুলিতে গত কয়েকমাস ধরে নতুন সিরিয়াল (Bengali Mega Serial) শুরুর হিড়িক পড়েছে। আর তার সঙ্গে শেষ হচ্ছে একের পর এক পুরনো ধারাবাহিক গুলো। যেমন সম্প্রতি জি বাংলায় শুরু হয়েছে মিলি ধারাবাহিকটি অন্যদিকে স্টার জলসায় শুরু হয়েছে জল থই থই ভালোবাসা। সেই রকম আরও একটি ধারাবাহিক আসতে চলেছে ছোট পর্দায়। চলুন জেনে নিই নতুন কোন ধারাবাহিক আসতে চলেছে।
বাংলা সিরিয়াল নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ কম নেই। সন্ধ্যা হলেই টিভির পর্দার সামনে বসে পড়েন বাঙালি দর্শকেরা তাদের প্রিয় সিরিয়াল দেখার জন্য। ইদানিং, স্টার জলসা, জি বাংলা, আকাশ আটে বেশ কয়েকটি ধারাবাহিক শুরু হয়েছে। তবে নতুন ধারাবাহিক গুলো টিআরপি তে বেশ ভালো ফলাফল করছে। যেমন স্টার জলসার জল থই থই ভালোবাসা বেশ ভালো টিআরপিতে ফল করেছে।
অন্যদিকে, জি বাংলার ইচ্ছে পুতুল, কার কাছে কই মনের কথা একাধিক ধারাবাহিক শুরু থেকেই দর্শকদের মনে জায়গা করে নিয়েছে। তার সঙ্গে বেশ কিছু ধারাবাহিক বন্ধের মুখে পড়েছে। যেমন গৌরী এলো, খেলনা বাড়ি এই ধারাবাহিক গুলো বন্ধ হতে চলেছে পুজোর পরেই। স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক গাঁটছড়াও শেষ হয়ে যাবে নভেম্বরে।
কারণ তারা নতুন ধারাবাহিকের কাছে টিআরপি র খেলায় মাথা তুলে দাড়াতে পারছেনা। তাই সেগুলো বন্ধ হয়ে যাচ্ছে। সেইরকমই জি বাংলা, স্টার জলসার পাশাপাশি আকাশ আটের তিন চারটি ধারাবাহিক বন্ধের মুখে আছে। আর তার জায়গায় আসছে নতুন একটি ধারাবাহিক। চলুন জেনে নিই নতুন ধারাবাহিকটি কবে থেকে কোন চ্যানেলে সম্প্রচার হবে।
আকাশ আটে চার মাস আগে শুরু হয়েছিল বিমল মিত্রের লেখা উপন্যাস ‘কড়ি দিয়ে কিনলাম’। এই গল্পের মূল কেন্দ্রবিন্দু হল দুই বোন। আর এই দুই বোনের চরিত্রে অভিনয় করেছিলেন সুশ্রীতা ঘোষ ও অর্কজা আচার্য। কিন্তু গল্প সুন্দর হলেও টিআরপিতে খেল দেখাতে পারেনি এই ধারাবাহিক। আর তারপরেই শোনা যাচ্ছ খুব শীগ্রই এই ধারাবাহিক বন্ধ হয়ে যাবে।
আরও পড়ুন : ৭ বছরের ছোট ছেলের সঙ্গে সহ’বাস থেকে প্রেগনেন্ট! দেখুন অর্চনা পূরন সিংয়ের বিতর্কিত জীবন
আরও পড়ুন : ছোটতেই অনাথ, ভুগেছেন চরম অর্থকষ্টে! পরান বন্দ্যোপাধ্যায়ের জীবন শুনলে চোখে জল আসবে আপনার
আর তাই জায়গায় আসছে স্বয়ং সিদ্ধা নামে একটি নতুন ধারাবাহিক। যদিও এই ধারাবাহিকে নতুন কোন মুখ দেখা যাচ্ছে অথবা কে কে এই ধারাবাহিকে অভিনয় করছে সেই প্রসঙ্গে কিছুই জানা যায়নি এখনও। এমনকি কোন স্লটে এই ধারাবাহিক সম্প্রচার হবে সেই প্রসঙ্গেও এখনও কিছু জানা যায়নি। কারণ আকাশ আটের বেশ কয়েকটি স্লট একসঙ্গে ফাঁকা হবে। দেখা যাক কোন সময়ে দেখা যায় এই নতুন ধারাবাহিকে।