অফিসের মতই শিফটে চলে স্বামীর ডিউটি! ভাগাভাগিতে ২ স্ত্রীর সঙ্গে সংসার করছেন এই ব্যক্তি

এক স্বামী, দুই স্ত্রী! দুই স্ত্রীর সঙ্গেই ভাগাভাগি করে থাকছেন বিহারের পূর্নিয়ার এক ব্যক্তি। সপ্তাহে আবার একদিনের ছুটিও পান স্ত্রীদের থেকে। বিহারের পূর্ণিয়া জেলার এই ব্যক্তির সম্পর্কে জেনে রীতিমতো অবাক নেট পাড়া। আবার স্ত্রীদেরও এতে কোনও আপত্তি নেই। স্বামীকে ভাগাভাগি করে নিয়ে দুজনেই সুখে সংসার করছেন। ঠিক অফিসের মতই সাপ্তাহিক শিফটে স্বামীর ডিউটি পালন করছেন ওই ব্যক্তি।

এক স্বামী, দুই স্ত্রীর সংসার

বিহারের ওই ব্যক্তি প্রথম স্ত্রীকে ডিভোর্স না দিয়েই দ্বিতীয় বিয়ে করেন। এরপরই শুরু হয় অশান্তি। তার প্রথম স্ত্রী থানায় গিয়ে অভিযোগ করেন তার স্বামী তাকে ছেড়ে দিয়ে অন্য মহিলাকে বিয়ে করেছেন। তাকে কোন টাকা পয়সাও দেন না। যেহেতু এটি একটি পারিবারিক ঘটনা ছিল তাই পুলিশ পরিবার পরামর্শ কেন্দ্রে মামলাটি পাঠানো হয়। সেখানে স্বামী এবং স্ত্রী দুজনই হাজির ছিলেন। মহিলা অভিযোগ করেন তার বাচ্চার পড়াশোনার খরচটাও দেন না স্বামী। তাকে না জানিয়েই তিনি বিয়ে করেছেন এবং নতুন বউয়ের সঙ্গেই থাকেন।

Marriage

এরপর দুই মহিলার মধ্যে ঝামেলা হলে পুলিশ বলে এরকম চলতে থাকলে তাদের স্বামীকে গ্রেফতার করা হবে। তবে তার স্ত্রীরা নিজেদের মধ্যে বোঝাপড়া করে এক উপায় বের করেন। এতে সপ্তাহে ৪ দিন প্রথম স্ত্রীর সঙ্গে এবং পরের ৩ দিন দ্বিতীয় স্ত্রীয়ের সঙ্গে থাকবেন স্বামী। তবে ৪ দিন থাকা নিয়েও ঝগড়া বাঁধলে হস্তক্ষেপ করে পুলিশ পরিবার পরামর্শ কেন্দ্র। এরপর ঠিক হয় সপ্তাহে তিনদিন করেই দুই স্ত্রীর সঙ্গে থাকবেন ওই ব্যক্তি।

আরও পড়ুন : লাজ-লজ্জার মাথা খেয়ে প্রকাশ্যেই চুমু খেলেন রাজ-শুভশ্রী! ছিঃ ছিঃ করছে নেট পাড়া

Marriage

আরও পড়ুন : প্রথম বিয়ে লুকিয়ে আবার বিয়ে! উদিত নারায়ণের বিরুদ্ধে মামলা করলেন স্ত্রী রঞ্জনা

আর বাকি একদিন? সেদিন স্বামীর ডিউটি থেকে মিলবে ছুটি। নিজের ইচ্ছামত কাটাতে পারবেন গোটা দিন। কোনও স্ত্রীর সঙ্গে থাকবেন কিনা, সেটা তার মর্জি। এখন ওই ব্যক্তিকে সপ্তাহে তিন দিন করে দুই জায়গাতেই স্বামীর ডিউটি পালন করতে হয়। আর প্রথম স্ত্রীর যেহেতু সন্তান আছে তাই তাকে মাসে চার হাজার টাকা করেও দিতে হয় সন্তানের পড়াশোনার জন্য।