কাপুর পরিবারের বিরুদ্ধে গিয়ে করিশমা করেছিলেন এই কাজ, জানলে স্যালুট মানবেন আপনিও

কাপুর পরিবার বলিউড (Bollywood) -এ বিশাল অবদান রেখেছে। এই পরিবার থেকে এমন অনেক তারকা আবির্ভূত হয়েছেন যারা বলিউডকে বিশ্বজুড়ে পরিচিতি এনে দিয়েছেন। কিন্তু আগে এই পরিবারের পুত্রবধূদের বা বাড়ির মহিলাদের কাজ করতে দেওয়া হতো না। কিন্তু সবার প্রথম পরিবারের নিয়ম ভেঙেছিলেন অভিনেত্রী করিশ্মা কাপুর (Karisma Kapoor)। আর এবার নিজেরা কাপুর পরিবারের মেয়ে হয়েও অভিনয় করতে পারার বিষয়ে নিজের বাবাকে ক্রেডিট দিলেন করিনা কাপুর (Kareena Kapoor)।

আসলে করিনার দাদা অর্থাৎ রাজ কাপুর (Raj Kapoor) -র বাবা পৃথ্বীরাজ কাপুর ফিল্ম ইন্ডাস্ট্রিতে মহিলাদের প্রবেশের বিরুদ্ধে ছিলেন। তিনি নারীদের সিনেমায় কাজ করা নিষিদ্ধ করেছিলেন। এ কারণেই রাজ কাপুরের বড় ছেলে রণধীর কাপুরকে বিয়ে করে অভিনয়কে বিদায় জানান করিনার মা ববিতা। ঋষি কাপুরের সঙ্গে বিয়ের পর নীতু সিংও কয়েক দশক ধরে নিজেকে চলচ্চিত্র থেকে দূরে রেখেছিলেন।

KAREENA KAPOOR

কিন্তু করিনার বড় বোন এবং রণধীর কাপুরের বড় মেয়ে করিশমা কাপুর এই নিষেধাজ্ঞা ভেঙে অভিনেত্রী হওয়ার প্রথম পদক্ষেপ নেন। সেই সময় পরিবারের নিয়মের বাইরে এসে বলিউডে পা রেখেছিলেন অভিনেত্রী করিশ্মা কাপুর। এরপর করিনাও তার দিদির পথ অনুসরণ করেন এবং দুই বোনই বলিউডের শীর্ষ অভিনেত্রীদের তালিকায় স্থান করে নেন।

এদিকে করিনা কাপুর শীঘ্রই তার OTT আত্মপ্রকাশ করতে চলেছেন। তার ছবি ‘জানে জান’ ২১ সেপ্টেম্বর নেটফ্লিক্সে মুক্তি পাচ্ছে। জোরেশোরে নিজের ছবির প্রচার করছেন এই অভিনেত্রী। এই সবের মধ্যে, সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি তার পরিবারের মহিলাদের অভিনয় করতে না দেওয়ার বিষয়টি তুলে ধরেন। আর সেই সময় তার বাবা রণধীর কাপুর তাদের কতটা পাশে ছিল সেই কথাও তিনি বলেন।

KARISHMA KAPOOR

সেই সাক্ষাৎকারে করিনা বলে, “১৯৭০-এর দশকে জিনিসগুলি একটু আলাদা ছিল এবং সময়টাও আলাদা ছিল। এই কারণেই আমাদের পরিবারের মহিলারা চলচ্চিত্রে কাজ শুরু করেছিলেন। বিয়ে কিন্তু আমি খুশি যে আমার বাবা সময়ের সাথে এগিয়ে গেছেন।”

তার বাবার প্রশংসা করে অভিনেত্রী বলেন, “আপনাকে আপনার সন্তানদের জন্য নিজেকে পরিবর্তন করতে হবে। এটাও প্রয়োজন, আপনি বেশিদিন পুরনো জিনিসের সাথে বেঁধে থাকতে পারবেন না। আমি খুশি যে আমরা চলচ্চিত্রে প্রবেশ করেছি এবং এর পুরো কৃতিত্ব আমার বাবা রণধীর কাপুতের। আসলে আমার বাবা হলেন বিশ্বের সবচেয়ে দুর্দান্ত বাবা। তিনি কখনই আমাদের অভিনয়ের বিরুদ্ধে যাননি।”

আরও পড়ুন : উত্তর দিতে পারলেই ৭ কোটি আপনার! KBC-এর এই পৌরাণিক প্রশ্নের জবাব দিতে পারবেন?

KARISHMA KAPOOR

আরও পড়ুন : রাতারাতি বদলে গেল বাংলা মিডিয়ামের নায়িকা, নতুন নায়িকা হয়ে আসছেন এই জনপ্রিয় অভিনেত্রী

এরপরেই তিনি বলেন,” এটা সত্য যে করিশ্মার পক্ষে এই সিদ্ধান্ত নেওয়া কঠিন ছিল, কিন্তু সময়ের সাথে সাথে আমার বাবা বদলে গিয়েছিলেন এবং আমরা বলিউডে নিজেদের কেরিয়ার তৈরি করতে পেরেছি। আজও যখন আমার বাবা আমাকে ফোন করেন এবং তিনি জানতে পারেন যে আমি শুটিং করছি, তখন তিনি আমাকে কাজে মনোনিবেশ করার পরামর্শ দেন। তিনি একজন খোলা মনের মানুষ।”