হাতে নেই কাজ, চলছে না সংসার! নামমাত্র মূল্যে মুকেশ আম্বানির মেয়েকে সম্পত্তি বেচলেন আলিয়া

Alia Bhatt : বর্তমানে ভারতীয় ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে মুকেশ আম্বানি (Mukesh Ambani) -র তিন সন্তান ইশা আম্বানি (Isha Ambani), আনন্দ আম্বানি এবং অনন্ত আম্বানি বাবার নাম উজ্জ্বল করছেন তাদের কাজের মাধ্যমে। মুকেশ আম্বানির সন্তানরা বাবার ব্যবসা তো বাড়াচ্ছেন। সেই সঙ্গে আলাদা আলাদা ক্ষেত্রে বিনিয়োগ করছেন এবং গোটা বিশ্বে ছড়িয়ে দিচ্ছেন তাদের ব্যবসা। ইশা আম্বানি সদ্য আলিয়া ভাট (Alia Bhatt) -র সম্পত্তি কিনে সংবাদমাধ্যমের শিরোনাম দখল করলেন।

বর্তমানে বলিউড (Bollywood) ইন্ডাস্ট্রিতে তারকাদের মধ্যে প্রতিযোগিতা এত বেড়েছে যে শুধু অভিনয় করে আর সংসার চলে না। তাই অভিনয়ের পাশাপাশি আলাদা আলাদা ব্যবসা ক্ষেত্রেও বিনিয়োগ করতে দেখা যাচ্ছে বহু তারকাকে। বলিউড অভিনেত্রীরা মেকআপ, বিউটি প্রোডাক্টস এবং সেই সঙ্গে জামা-কাপড়ের ব্র্যান্ড খুলে ফেলছেন। আলিয়া ভাট যেমন খুলেছিলেন ‘এড এ মাম্মা’ (Ed A Mamma)।

ALIA BHATT

এই কোম্পানিটি আসলে আলিয়া ভাট চালাতেন এতদিন। আলিয়া তার প্রেগনেন্সির সময় ভারতবর্ষে এমন একটি সংস্থার প্রয়োজন সম্পর্কে প্রচার চালিয়েছিলেন। তার এই সংস্থা প্রেগনেন্সির সময় মহিলাদের জন্য এবং শিশুদের জন্য জামা কাপড় বানায়। তবে এই সংস্থা থেকে তেমন ভালো লাভ আদায় করতে পারছিলেন না আলিয়া। তাই নামমাত্র মূল্যে তিনি কোম্পানিটাই বেচে দিলেন ইশার কাছে।

সংবাদমাধ্যম সূত্রে খবর আলিয়ার এই কোম্পানির ৫১ শতাংশ শেয়ার কিনে নিয়েছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। এরপর থেকেই সোশ্যাল মিডিয়াতে তোলপাড় শুরু হয়ে গিয়েছে। সকলে জানতে চাইছেন আলিয়া কেন তার সাধের কোম্পানিটি বিক্রি করে দিতে বাধ্য হলেন? আজ থেকে তিন বছর আগে তিনি এই সংস্থার উদ্যোক্তা হয়েছিলেন।

ALIA BHATT

সংবাদমাধ্যম সূত্রে খবর, আলিয়ার এই কোম্পানিটির পরিচালনার দায়িত্বে ছিল এটার্নালিয়া ক্রিয়েটিভ কোম্পানি। যার ডিরেক্টর ছিলেন আলিয়া নিজেই। কিন্তু রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ সম্প্রতি একটি বিবৃতি মারফত জানিয়ে দিয়েছে এখন থেকে আলিয়ার কোম্পানির মালিক তারা। রিলায়েন্স রিটেল ভেঞ্চার লিমিটেড এড এ মাম্মার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে।

আরও পড়ুন : আসছে অপরাজিতার নতুন সিরিয়াল, রাতারাতি বন্ধের মুখে স্টার জলসার জনপ্রিয় এই ধারাবাহিক

ALIA BHATT

আরও পড়ুন : সিনেমাহলে ‘জওয়ান’ সাইক্লোন, ৩ দিনে ছবির কালেকশন কত? টাকার অংকটা চমকে দেবে

ইশা আম্বানির রিলায়েন্স রিটেইল ভেঞ্চার্স লিমিটেড জানিয়েছে এই সংস্থাতে শিশুদের জন্য জামা কাপড় বিভাগে তারা তাদের উপস্থিতি জোরালো করতে পারবে। ঠিক কত টাকার চুক্তি হয়েছে আলিয়ার সঙ্গে রিলায়েন্সের সেটা স্পষ্ট নয়। তবে যতদূর জানা যাচ্ছে ৩০০ থেকে ৩৫০ কোটি টাকার বিনিময়ে আলিয়ার থেকে কোম্পানিটি কিনেছেন ইশা।