ভালোবাসতেন মনে প্রাণে, তবুও কেন উত্তম কুমারের বিয়ের প্রস্তাবে রাজি হননি সাবিত্রী?

উত্তম কুমার (Uttam Kumar) -র জন্মদিন আজ। বাংলার এই মহা তারকার জন্ম হয়েছিল সেপ্টেম্বর মাসের ৩ তারিখে। তাই আজ উত্তম কুমারের স্মৃতি বারবার ভেসে উঠছে বাঙালির মননে। টলিউড ইন্ডাস্ট্রির মহানায়ক তিনি। অসংখ্য মহিলার হার্টথ্রব। টলিউডের কিছু নায়িকা কেড়ে নিয়েছিলেন সেই উত্তম কুমারের মন। তাদের মধ্যে অন্যতম একজন হলেন সাবিত্রী চ্যাটার্জী (Sabitri Chatterjee)।

উত্তম কুমার নাকি নিজেই দুর্বল ছিলেন সাবিত্রীর প্রতি। আবার সাবিত্রীও মনেপ্রাণে ভালোবেসেছিলেন শুধুই উত্তম কুমারকে। সাবিত্রী চ্যাটার্জী এবং উত্তম কুমারের সম্পর্কের কথা সকলেরই জানা। কিন্তু সাবিত্রী কখনও তাদের সম্পর্কের সীমা অতিক্রম করতেই চাননি। উত্তম কুমারের প্রেম প্রস্তাব ফিরিয়ে দেন তিনি। আজ এত বছর বাদে তিনি কী ভাবেন উত্তম কুমারকে নিয়ে?

SABITRI CHATTERJEE AND UTTAM KUMAR

সম্প্রতি এই সময় ডিজিটালের কাছে আরও একবার উত্তম কুমারকে নিয়ে মুখ খুললেন সাবিত্রী চ্যাটার্জী। একসময় টলিউড ইন্ডাস্ট্রিতে উত্তম-সাবিত্রী জুটি সুপারহিট ছিল। তাদের মধ্যে খুবই সুসম্পর্ক বজায় ছিল বাস্তবেও। উত্তম কুমারের প্রতি শ্রদ্ধা, ভালবাসা আজও রয়েছে সাবিত্রীর মনে। তিনি এখনও উত্তম কুমারকেই ভালবাসেন।

সংবাদমাধ্যমের কাছে উত্তম কুমারকে নিয়ে বলতে গিয়ে তিনি বলেছেন, “মহানায়ককে নিয়ে আর নতুন করে কী বলি বলুন তো! উত্তম কুমার সম্পর্কে এখন বলতে গেলে মিথ্যে কথা বলা হবে। ও আমার হৃদয়ে আছে, হৃদয়েই থাক। তার প্রতি শ্রদ্ধা ভালোবাসা সব কিছু রয়েছে আমার। প্রতিদিন তার কথা মনে হয়। এখনও স্টুডিওয় ঢুকলে মনে হয় তিনি বেঁচে আছেন। এখনই এসে জিজ্ঞেস করবেন কেমন আছিস?”

SABITRI CHATTERJEE

সাবিত্রী এবং উত্তমের জুটি দেখা গিয়েছে শেষ অংক, মৌচাক, মরুতীর্থ হিংলাজ, ধন্যি মেয়ে, গলি থেকে রাজপথ, পথে হল দেরি, ভ্রান্তিবিলাসের মত একের পর এক সুপারহিট ছবি তারা উপহার দিয়েছেন টলিউডকে। একসঙ্গে অনেকটা সময় কাটানোর সুযোগ হয়েছিল তাদের। অভিনেত্রী হিসেবে সাবিত্রীকে খুবই পছন্দ করতেন উত্তম কুমার।

SABITRI CHATTERJEE AND UTTAM KUMAR

আরও পড়ুন : স্ত্রী নাকি ‘রক্ষিতা’? সুপ্রিয়া দেবীকে কি সত্যিই বিয়ে করেছিলেন উত্তম কুমার?

উত্তম কুমার পরবর্তীতে সুপ্রিয়া দেবীর সঙ্গে সম্পর্কে জড়ান। তারা একত্রবাস করতেন। কিন্তু সাবিত্রী আর কখনও বিয়ের পিঁড়িতে বসার কথা ভাবেননি। আসলে উত্তম কুমার ছিলেন বিবাহিত। তার এবং গৌরী দেবীর সংসার সাবিত্রী ভাঙতে চাননি। দিদি নাম্বার ওয়ানে রচনা ব্যানার্জীকে একবার মজা করে তিনি বলেছিলেন যাকেই তার ভালো লাগতো দেখা যেত তিনি বিবাহিত! তাই নাকি সাবিত্রীর আর বিয়ে হয়নি।

আরও পড়ুন : বেঁচে থাকলে আজ কেমন দেখাত উত্তম কুমারকে? ছবি এঁকে দেখালো AI