Uttam Kumar Charges Per Movie : টলিউড (Tollywood) -র সবচেয়ে সুপারহিট তারকাদের একজন উত্তমকুমার (Uttam Kumar)। তার সময় বাংলা ছয়াছবির স্বর্ণযুগ শুরু হয়। তিনি সুচিত্রা সেন, সুপ্রিয়া দেবী, সাবিত্রী চট্টোপাধ্যায় এদের মতো কিংবদন্তি অভিনেত্রীদের সঙ্গে একাধিক হিট ছবি তখনকার সময়ে উপহার দিয়েছেন দর্শকদের।এককথায় বলা যেতে পারে বাংলা সিনেমার প্রাণপুরুষ ছিলেন তিনি। কিন্তু জানেন কী উত্তম কুমার তার এক একটি ছবির জন্য কত করে পারিশ্রমিক নিতেন? চলুন জেনে নিই।
টলিউডের এই কিংবদন্তি অভিনেতার কেরিয়ার শুরু হয়েছিল শিশুশিল্পী হিসেবে। ১৯৪৮ এ ‘দৃষ্টিদান’ ছবিতে শিশুশিল্পী হিসেবে অভিনয় করেন। এটা অতটা ছাপ ফেলেনি দর্শকদের মনে। এরপর ১৯৪৯ ‘কামনা’ ছবি করেন, সেটাও সুপার ফ্লপ। এরপর মুক্তি পায় ‘মর্যাদা’ ও ‘ওরে যাত্রী’ এটাও ফ্লপ। পরপর আরও তিনটি ছবি ফ্লপ। ইন্ডাস্ট্রিতে তার নাম হয়, “ফ্লপ মাষ্টার জেনারেল”। কিন্তু তাও তিনি দমে যাননি।
এরপর ১৯৫১ সালে মুক্তিপ্রাপ্ত ‘সহযাত্রী’ ছবির সময় নিজের নাম অরুণ কুমার বদলে উত্তম কুমার রেখেছিলেন তিনি। তারপর একাধিক ফ্লপ ছবিতে অভিনয় করার পর উত্তম কুমারের ভাগ্য ঘুরেছিল ‘বসু পরিবার’ ছবির হাত ধরে। নির্মল দে পরিচালিত এই সিনেমা ছিল ‘মহানায়ক’এর কেরিয়ারের প্রথম হিট ছবি।
পরের বছর একই পরিচালকের সঙ্গে ‘সাড়ে চুয়াত্তর’ ছবিতে অভিনয় করেন তিনি। এই ছবিটি হিট হওয়ার পর থেকে আর পিছন ফিরে দেখতে হয়নি তাকে। এরপর ‘নায়ক’, ‘সপ্তপদী’, ‘চাওয়া পাওয়া’, ‘ঝিন্দের বন্দি’, ‘মৌচাক’, ‘ওগো বধূ সুন্দরী’ সহ একাধিক ব্লকবাস্টার ছবিতে অভিনয় করে ‘মহানায়ক’ তকমা আদায় করে নেন তিনি।
একটা সময় ইন্ডাস্ট্রির একচেটিয়া দখল করেছিলেন উত্তম কুমার। তাই তখন তার পারিশ্রমিকের অংকটাও ছিল অনেক বড়। অন্তত সেই সময়ের পরিপ্রেক্ষিতে তো অনেকটাই। তিনি এক একটি ছবিতে কাজ করার জন্য সে সময় ২.৫ থেকে ৩ লক্ষ টাকা পারিশ্রমিক নিতেন। তখনকার সময়ে এটিই ছিল সর্বোচ্চ পারিশ্রমিক।
আরও পড়ুন : উত্তম কুমারের সঙ্গে বিয়ে হয়েছিল সাবিত্রীর? কেন আজীবন একা থেকে গেলেন অভিনেত্রী
এরপর ১৯৮০ সালেই ইহলোক ছেড়ে চলে যান প্রবাদপ্রতিম নায়ক। এক দুর্ঘটনায় শেষ হয়ে যায় তার জীবন। কিন্তু তাতে তার অস্বিত্বের শেষ হয়না, তিনি যে কাজ করে গিয়েছেন তার উপস্থিতি আজও ইন্ডাস্ট্রিতে বর্তমান। মৃত্যুর এতবছর পরেও তিনি বাঙালির হৃদয়ে বিরাজমান। এখনও তিনি মহানায়ক হয়ে সবার মধ্যে বেঁচে আছেন।
আরও পড়ুন : নায়িকা হতে বদলে ফেলেছেন নাম! কোয়েল মল্লিকের আসল নাম আরও বেশি সুন্দর