টলিউড (Tollywood) এর সকলের তিনি সাবুদি আর সবার পছন্দের কিংবদন্তি অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায় (Sabitri Chatterjee)। সেই অভিনেত্রী যিনি ছিলেন মহানায়ক উত্তমকুমার (Uttam Kumar) -রও প্রিয় পাত্রী৷ কিন্তু এই অভিনেত্রীকে নিয়ে একটি বিষয়ে মানুষের কৌতূহল এখনো রয়ে গিয়েছে। কখনো বিয়ে করলেন না কেন সাবিত্রী চট্টোপাধ্যায়? চলুন আজকে জেনে নিই তার উত্তর।
সাবিত্রী চট্টোপাধ্যায় ২১শে ফেব্রুয়ারী ১৯৩৭ সালে বংলার কুমিল্লা জেলায় জন্মগ্রহণ করেন। তার পিতা শশধর চট্টোপাধ্যায় ছিলেন রেলের স্টেশন মাস্টার। তারা ১০ বোন ছিলেন কিন্তু তাদের কোনো ভাই ছিলনা। প্রাথমিক জীবনে সাবিত্রী দেবী খুবই অর্থকষ্টের মধ্যে দিয়ে বড় হয়েছিলেন। ভারত বিভক্ত হওয়ার সময় চলে আসেন ভারতবর্ষে।
এরপর টাকার অভাবের জন্যই অভিনয় জগতে পা রাখেন সাবিত্রী দেবী। নাটকের মাধ্যমেই অভিনয় জগতে প্রবেশ করেন। তারপর ১৯৫১ সালে রুপোলি পর্দায় সুযোগ পান। ছবি ‘সহযাত্রী’। প্রথম উত্তম কুমারের পার্শ্ব নায়িকার চরিত্রে অভিনয় করেন। প্রথম দেখাতেই মহানায়কে ভালোবেসে ফেলেন অভিনেত্রী। একাধিক ছবিতে মহানায়কের সাথে অভিনয় করতে দেখা গিয়েছে তাকে। যার মধ্যে উল্লেখযোগ্য কিছু হল – ‘রাতভোর’, ‘নিশিপদ্ম’. ‘ধন্যি মেয়ে’ ইত্যাদি।
মহানায়ক উত্তম কুমারকে যে অভিনেত্রী সাবিত্রী ভালোবেসে ফেলেছিলেন একথা তিনি স্বীকার করেছেন। সংবাদ মাধ্যমের কাছে নিজেকের প্রেমের বিষয়টা অকপটেই স্বীকার করেছিলেন অভিনেত্রী। বলেছিলেন, ‘উত্তমের সঙ্গে প্রেম ছিল। ভালোবাসা এক জিনিস, তবে আমি কখনোই চাইনি কেউ তার সংসার ভেঙ্গে আমার কাছে চলে আসুক। আমি কারোর ঘর ভাঙবো না। যার জন্য আমার নিজের ঘর হয়নি। তবে উত্তম কুমারকে পাইনি বলে বিয়ে করিনি তা নয়’।
যদিও বিয়ে না করার কারণ অবশ্য অভিনেত্রী নিজে মুখেই জানিয়েছিলেন একবার। বেশ কয়েক বছর আগে জি বাংলার ‘দিদি নাম্বার ওয়ান’এ খেলতে এসেছিলেন সাবিত্রী চট্টোপাধ্যায়। সঙ্গে ছিলেন মাধবী মুখোপাধ্যায়, রত্না ঘোষাল এবং চিত্রা সেনের মতো বর্ষীয়ান অভিনেত্রীরা।
আরও পড়ুন : অভিনেত্রীর সঙ্গে অশালীন আচরণ! বলিউডে ডুবে গেল বাঙালি অভিনেতার কেরিয়ার
সেখানেই কথায় কথায় রচনা বন্দ্যোপাধ্যায় সাবিত্রীকে জিজ্ঞাসা করেন, তিনি কখনো বিয়ে করেননি কেন? উত্তরে অভিনেত্রী বলেন, “যখনি কারোর সঙ্গে প্রেম করতে যাই, তার একটা বউ থাকে। আমার জীবনে এইটাই দেখলাম, খালি কাউকে পেলাম না। আজকেও যদি খালি লোক পাই বিয়ে করে নেব।” এই বলে নিজেই হেসে ওঠেন সাবিত্রী। হাসতে হাসতে লুটোপুটি খাওয়ার জোগাড় রচনারও।
আরও পড়ুন : রূপে লক্ষ্মী গুণে সরস্বতী! সৌন্দর্য্যে ‘শিমুল’কে হার মানাবে পর্দার ‘পরাগে’র স্ত্রী, দেখুন ছবি