৪৭ পেরিয়েও অবিবাহিত! কেন আজও বিয়ে করলেন না সুস্মিতা সেন? ফাঁস করলেন সত্যিটা

Sushmita Sen Husband : সুস্মিতা সেন (Sushmita Sen) যার রূপের জাদুতে মুগ্ধ সকলে। কেরিয়ারের শুরুতেই মডেলিং দিয়ে সকলের নজরে কেন্দ্রে এসেছিলেন বলিউড (Bollywood) অভিনেত্রী । রঙিন, আলোকোজ্জ্বল গ্ল্যামারের দুনিয়ায় তিনি প্রথম কোনও ভারতীয় নারী যে উজ্জ্বল করেছিলেন দেশের নাম। তিনি দেশের প্রথম ‘মিস ইউনিভার্স’ (Miss universe)। কিন্তু জানেন কী একাধিক সম্পর্কে জড়ানোর পরেও কেন তিনি অবিবাহিত? এবার সেই প্রসঙ্গে মুখ খুললেন সুস্মিতা সেন নিজেই।

১৯৯৪ সালে প্রথম বাঙালি মিস ইউনিভার্স হয়ে মডেলিং জগতে পা রাখেন সুস্মিতা সেন। ১৯৯৬ সালে ‘দস্তক’ ছবির হাত ধরে বলিউডে পা রাখেন। এরপর একের পর এক হিট ছবিতে দেখা গিয়েছিল তাকে। ‘বিবি নম্বর ওয়ান’, ‘ডু নট ডিস্টার্ব’, ‘ম্যায় হু না’, ‘ম্যায়নে পেয়ার কিউ কিয়া’, ‘তুমকো না ভুলা পায়েঙ্গে’, ‘নো প্রব্লেম’, তালিকা দীর্ঘ। বর্তমানে ‘তালি’ সিরিজে এক রূপান্তরক আমি চলছে অভিনয় করতে দেখা গেছে তাকে।

SUSHMITA SEN

কিন্তু এত সাফল্যের পরও সবার মনে একটাই প্রশ্ন কবে বিয়ে করবেন অভিনেত্রী সুস্মিতা? আর এবার তারই উত্তরে মেয়েদের (Sushmita Sen Daughters) জন্যই নাকি বিয়ে করছেননা বলে জানালেন তিনি। আসলে বিয়ে না করেই দুই মেয়েকে দত্তক নিয়েছেন অভিনেত্রী। তাদের মধ্যে বড়ো মেয়ের নাম হল রেনে সেন আর ছোট মেয়ের নাম হলো আলিশা সেন।

তবে সিঙ্গল মাদার হিসাবে সুস্মিতার জার্নি সত্যিই অনুপ্রাণিত করার মতো। দুই মেয়েকে নিয়ে দিব্যি কেটে যাচ্ছে তার সময়। মেয়েদের সঙ্গে তিনি বন্ধুর মতোই মেশেন। এমনকি যেকোনো কাজের আগে মেয়ে দের কাছে অনুমতি নেন তিনি। মেয়েদের মুখের দিকে তাকিয়ে বিয়ের ইচ্ছাও ট্যাগ করেছেন বিশ্ব সুন্দরী।

SUSHMITA SEN DAUGHTERS

সম্প্রতি এক সাক্ষাৎকারে সুস্মিতা সেন তার বিয়ের সম্পর্কে জানিয়েছেন, ‘আমার মেয়েরা কখনও নিজের বাবাকে মিস করে না। কারণ ওদের কখনও বাবা ছিলই না। আসলে যেটা প্রথম থেকেই নেই, সেটা মিস করবে কী করে? আর এখন যখন আমি ওদের বিয়ের কথা বলি, ওরা বলে, কেন? কী জন্য বিয়ে করবে? আমাদের বাবা লাগবে না’

SUSHMITA SEN

আরও পড়ুন : বাঙালি মেয়েকে কাজ দেয়নি বলিউড! মাত্র ২৮ বছরেই কেন অভিনয় ছেড়ে দেন সুস্মিতা সেন?

সুস্মিতার জানান, এরপর তিনি মেয়েদের বলেন ‘তোমাদের বাবার দরকার না থাকলেও আমার স্বামীর দরকার হতেই পারে। তাতে ওদের কিচ্ছু যায় আসে না। আমরা তিনজনে এটা নিয়ে মাঝে মাঝেই হাসাহাসি করি। আসলে ওদের কাছে আমার বাবাই সব। উনিই ওদের কাছের বাবার মতো’।

আরও পড়ুন : বাংলার গর্ব! বাঙালি মেয়ে সুস্মিতা সেন পেলেন সেরা সম্মান, গর্বিত গোটা দেশ