Leena Ganguly New Buisness : বাংলা সিরিয়ালের অন্যতম জনপ্রিয় একজন লেখিকা হলেন লীনা গাঙ্গুলী (Leena Ganguly)। এখনও পর্যন্ত কার্যত বাংলা সিরিয়াল ইন্ডাস্ট্রি তাকে ছাড়া অচল। স্টার জলসার পর্দাতে তার একাধিক সিরিয়াল চলছে এখন। যেমন গুড্ডি (Guddi), এক্কাদোক্কা (Ekka Dokka)। এছাড়াও নাকি হিন্দি সিরিয়ালেরও গল্প লিখছেন লীনা। তবে লীনা গাঙ্গুলীর লেখা সিরিয়ালগুলোকে নিয়ে এখন চলছে জোর সমালোচনা।
একঘেয়ে পরকীয়া, যৌথ পরিবারের কুটকাচালি, স্বামীর বিবাহ-বহির্ভূত সম্পর্ক, নায়ক-নায়িকার একাধিকবার বিয়ে, লীনা গাঙ্গুলীর গল্পে কার্যত এসবই ঘুরিয়ে ফিরিয়ে দেখানো হয়। এমন অতিরঞ্জিত বিষয়বস্তু আগে ভালো টিআরপি দিলেও এখন আর দেখতে চাইছেন না দর্শকরা। জোর সমালোচনাও হয় এই নিয়ে। তাই অবশেষে সিরিয়ালের গল্প লেখা ছেড়ে নতুন পেশা নিলেন লীনা গাঙ্গুলী।
একটা সময় ছিল যখন লীনা গাঙ্গুলীর লেখা সিরিয়াল অনেক ভালো টিআরপি দিত। বলতে গেলে টিআরপিতে সেরার সেরা জায়গাতে থাকত লীনা গাঙ্গুলীর লেখা একাধিক সিরিয়াল। তার কলম থেকে জল নুপুর, ইষ্টিকুটুম, পুন্যি পুকুর, শ্রীময়ীর মত ধারাবাহিক বেরিয়েছে। দর্শকরা সেই সমস্ত সিরিয়াল গোগ্রাসে গিলতেন এক সময়। বলা হত ঘটনার ঘনঘটায় অল্প সাজিয়ে টি আর পি ধরে রাখার সমস্ত কৌশল নাকি লীনা গাঙ্গুলীর জানা।
তবে লীনা গাঙ্গুলীর সিরিয়াল নিয়ে বাংলাতে সমালোচনা হলেও হিন্দিতে কিন্তু তার বেশি চাহিদা রয়েছে। স্টার জলসাতে তার লেখা শ্রীময়ী সিরিয়ালটি বেশ জনপ্রিয়তা পেয়েছিল। তবে সেই শ্রীময়ীর হিন্দি রিমেক অনুপমার জনপ্রিয়তা গোটা দেশের আরও বেশি। এছাড়াও শোনা যাচ্ছে শীঘ্রই নাকি হিন্দিতে আরও একটি সিরিয়াল আনছেন লীনা গাঙ্গুলী। সেই সঙ্গে তিনি একটি নতুন ব্যবসাও খুলে ফেললেন।
লীনা গাঙ্গুলী লেখিকা থেকে এবার সরাসরি ব্যবসায়ী হয়ে উঠলেন। তিনি সম্প্রতি নিজের একটি ক্যাফে খুলেছেন। সেই ক্যাফের নাম ‘নোয়া’। টলিগঞ্জের দাসানি স্টুডিওর ঠিক পাশে এই নতুন ক্যাফে খুলেছেন তিনি। তার এই নতুন ক্যাফের উদ্বোধনী অনুষ্ঠানে হাজির হয়েছিলেন বর্ষীয়ান অভিনেত্রী সাবিত্রী চ্যাটার্জী। লীনা গাঙ্গুলীর সিরিয়ালে বয়স্কা কোনও মহিলার চরিত্র থাকলে সেখানে অভিনয় করতে দেখা যায় সাবিত্রীকে।
আরও পড়ুন : রিয়েল লাইফেও তুমুল ঝগড়া, মুখ দেখাদেখি বন্ধ সূর্য-দীপার! অবশেষে মুখ খুললেন দিব্যজ্যোতি
নতুন এই ক্যাফের বিষয়ে আনন্দবাজার অনলাইনের কাছে মুখ খুলেছেন লীনা গাঙ্গুলী। তিনি জানিয়েছেন অনেকদিন ধরেই তিনি এরকম একটি ক্যাফে খোলার বিষয়ে পরিকল্পনা করছিলেন। ‘নোয়া’ শব্দের অর্থ সততা। ইন্ডাস্ট্রিতে তিনি সততার সঙ্গে কাজ করেই টিকে রয়েছেন বহু বছর ধরে। তার এই ক্যাফের মেনুতে কন্টিনেন্টাল থেকে মোগলাই খাবার পাওয়া যাবে। বাংলাদেশ থেকে রাঁধুনি এনেছেন লীনা। ইলিশ মাছের ভর্তার স্পেশাল রেসিপিও থাকবে।
আরও পড়ুন : অনুরাগের ছোঁয়ার দিন শেষ, খেল দেখালো সন্ধ্যাতারা! চমকে দেবে টিআরপি ফলাফল