বিবাহিত পুরুষের সঙ্গে প্রেম, এক ভুলেই কেরিয়ার শেষ হয়ে গেল ‘গদর’ অভিনেত্রী আমিশা প্যাটেলের

Ameesha Patel Net Worth : সদ্য মুক্তিপ্রাপ্ত ‘গদর ২’ (Gadar 2) ছবি দর্শকদের মধ্যে যেন ২২ বছরের পুরনো এক নস্টালজিয়াকে উস্কে দিয়েছে। সানি দেওল (Sunny Deol) এবং আমিশা প্যাটেল (Ameesha Patel) -র জুটি প্রায় ২ দশক পর পর্দায় ফিরতেই আবার এক ম্যাজিকের সৃষ্টি করেছে। তবে শুধু গদর নয়, আমিশা প্যাটেলের ঝুলিতে আরও বেশ কিছু জনপ্রিয় বলিউড (Bollywood) ছবি ছিল। হৃত্বিক রোশনের সঙ্গে ‘কহো না পেয়ার হে’ (Kaho Naa… Pyaar Hai) দিয়ে শুরু হয়েছিল তার বলিউড যাত্রা। কিন্তু আচমকাই কোথায় যেন হারিয়ে যান অভিনেত্রী।

গদর ২ আসার আগে কার্যত আমিশা পাটেলকে বলিউডের ‘মিসিং সেলিব্রিটি’ লিস্টেই ফেলে দিয়েছিলেন দর্শকরা। কারণ বহু বছর তার কোনও ছবি মুক্তি পায়নি ইন্ডাস্ট্রিতে। চলুন আজ জেনে নেওয়া যাক এত দক্ষ এবং সুন্দরী অভিনেত্রী হওয়া সত্ত্বেও আমিশা প্যাটেল কেন হারিয়ে গিয়েছিলেন বলিউড থেকে? জানতে হলে পিছিয়ে যেতে হবে বেশ কয়েকটা বছর।

Ameesha Patel

আমিশার জন্ম ১৯৭৫ সালে। তিনি বায়োজেনেটিক ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছিলেন। সেই সঙ্গে তিনি থিয়েটারে কাজ করতেন। এভাবেই রাকেশ রোশনের নজরে পড়ে তিনি ‘কাহো না পেয়ার হে’ এর জন্য নির্বাচিত হন। তারপর তাকে আর ঘুরে তাকাতে হয়নি। আমিশা ছিলেন বলিউডের সেরা নবাগতা অভিনেত্রীদের মধ্যে অন্যতম। প্রথম ছবি হিট হওয়ার পর তিনি পরপর অনেকগুলি কাজের সুযোগ পেয়েছিলেন।

তবে ২০০৩ থেকে ২০০৬ সাল পর্যন্ত আমিশা প্যাটেলের কেরিয়ার ডুবতে শুরু করে। আসলে ওই সময় তিনি বলিউডের পরিচালক তথা প্রযোজক বিক্রম ভাট (Vikram Bhatt) -র সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন। বিক্রম ছিলেন বিবাহিত। তাই তাদের এই সম্পর্কটা বলিউড খুব ভালভাবে দেখেনি। ২০০৮ সালে পাকাপাকিভাবে তারা আলাদা হয়ে যান। অন্যদিকে আমিশার কেরিয়ার লক্ষ্য করলে দেখা যাবে তিনি বেশ কিছু ছবিতে অভিনয় করলেও সেগুলো থেকে সেভাবে জনপ্রিয়তা পাননি।

AMEESHA PATEL AND VIKRAM BHATT

আমিশার কেরিয়ারের হিট লিস্টে রয়েছে কেবল তার প্রথম ছবি ‘কহো না পেয়ার হে’ এবং ‘গদর’। ২০০৫ সালের ‘মঙ্গল পান্ডে’ ছবিতে তার একটি ছোট্ট চরিত্র ছিল। ২০০৬ সালে ‘আনকাহি’ ছবি বক্স অফিসে ব্যর্থ হলেও আমিশার অভিনয় নজর কেড়েছিল। ২০০৭ সালে ‘হানিমুন ট্রাভেলস প্রাইভেট লিমিটেড’ ছবিতে আবারও প্রশংসিত হয়েছিলেন তিনি। নজর কেড়েছিলেন ‘ভুলভুলাইয়া’ ছবিতেও। কিন্তু তার ব্যক্তিগত জীবনের বিতর্কের কারণে তাকে কাজ দিতে ভয় পেতেন নির্মাতারা।

AMEESHA PATEL

আরও পড়ুন : ‘গদর ২’ অভিনেতারা কে কত পারিশ্রমিক পেলেন? চমকে দেবে সানি দেওলের পারিশ্রমিক

২০০৬ সালে এয়ার ইন্ডিয়া ফ্লাইটে দুর্ব্যবহারের অভিযোগ উঠেছিল তার দিকে। তবে পরে অবশ্য তা মিটে যায়। একজন অভিনেত্রী হওয়ার পাশাপাশি সমাজসেবী, পশুপ্রেমী হিসেবেও তার বেশ জনপ্রিয়তা আছে। বর্তমানে তার আনুমানিক মোট সম্পত্তির পরিমাণ ৩২ মিলিয়ন মার্কিন ডলার। ৪৭ বছর বয়সী এই অভিনেত্রী বিয়ে করেননি। ২০২৩ সালে ‘গদর ২’ ছবি দিয়ে তিনি বহু বছর বাদে আবার পর্দায় কামব্যাক করলেন।

আরও পড়ুন : ২ বিয়ে, স্ত্রীদের দেননি সামাজিক মর্যাদা! পরকীয়ায় ভরা সানি দেওলের জীবন