Big Boss OTT Season 2 Winner : অবশেষে বিগ বস ওটিটি সিজন ২ (Big Boss OTT Season 2) তার অন্তিম চরণে পৌঁছেই গেল। ১৪ই আগস্ট বিগ বসের এই নতুন সিজনের অন্তিম সম্প্রচার হল বিজেতার নাম ঘোষণা করার সঙ্গে সঙ্গে। ফাইনাল রাউন্ডে উঠেছিলেন চারজন প্রতিযোগী। তাদের সবাইকে পেছনে ফেলে দিয়ে সেরার সেরা খেতাব পেলেন এলভিশ যাদব (Elvish Yadav)। সেই সঙ্গে তিনি গড়ে ফেলেছেন এক অভাবনীয় রেকর্ড।
বিগ বসের এই ফাইনাল পর্ব পর্যন্ত প্রতিযোগিতার জন্য টিকে ছিলেন অভিষেক মালহান (Abhishek Malhan), পূজা ভাট (Pooja Bhatt), মনীষা রানী (Manisha Rani) এবং বেবিকা ধ্রুবে (Bebika Dhurve)। তবে সবাইকে হারিয়ে শেষ পর্যন্ত টিকে থাকলেন এলভিশ। তিনি পেশায় একজন ইউটিউবার। বিগ বসে ওয়াইল্ড কার্ড মারফত এন্ট্রি হয়েছিল তার। প্রায় ১০ বছরের বেশি সময়ে এই প্রথম বিগ বসে কোনও এক ওয়াইল্ড কার্ড এন্ট্রির প্রতিযোগী হলেন বিজেতা।
ফাইনাল পর্বে বাকি তিনজন প্রতিযোগীকে পেছনে ফেলে প্রথম স্থান পেলেন এলভিশ। দ্বিতীয় স্থানে রয়েছেন অভিষেক। তবে এই চূড়ান্ত বাছাই পর্বকে কেন্দ্র করে স্যোশাল মিডিয়াতে তুমুল সমালোচনা দেখা দিয়েছে। এলভিশ আদেও এই পুরস্কার পাওয়ার যোগ্য কিনা সেই নিয়ে প্রশ্ন উঠছে। তবে তার ভক্তরা কিন্তু খুবই খুশি এই বিচারে।
আসলে এই দিনের পর্বে সালমান খান নিজেই এলভিশের হয়ে কথা বলেন। তিনি তার হয়ে কথা বলে বুঝিয়ে দেন বিগ বসের বিজয়ী হিসেবে এলভিশ সবার থেকে বেশি যোগ্য। তিনি দেরিতে হাউসে পা রাখলেও দর্শকদের থেকে খুব তাড়াতাড়ি গ্রহণযোগ্যতা পেয়েছেন। তাই তিনি এলভিশকেই সবার থেকে বেশি যোগ্য বলে মন্তব্য করেছেন।
প্রতিযোগিতার একেবারে শেষ ভাগে বিজয়ী হিসেবে বিগ বসের বিজেতার ট্রফির সঙ্গে সঙ্গে আরও অনেক কিছুই পেয়েছেন এলভিশ। এর মধ্যে রয়েছে গোল্ডেন ট্রফি। এছাড়া তিনি পেয়েছেন ২৫ লক্ষ টাকা। ইউটিউবার হিসেবে ভীষণ জনপ্রিয় এলভিশ। বিগ বসের প্রতিযোগী হিসেবে এখন তার জনপ্রিয়তা আরও বেড়েছে। তাকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে বেশ মাতামাতি লক্ষ্য করা যাচ্ছে।
আরও পড়ুন : গালাগালির আঁতুড়ঘর Big Boss, গালি দিতে ওস্তাদ বিগবসের এই প্রতিযোগিরা
বিগ বসের এই প্রতিযোগিতা পর্ব চলাকালীন মনীষার সঙ্গে এলভিসের খুনসুটিগুলো বেশ উপভোগ করেছেন দর্শকরা। তবে মনীষা এবং এলভিশের মধ্যে কোনও সম্পর্ক গড়ে উঠতে পারেনি। আসলে এলভিশের যেহেতু প্রেমিকা রয়েছেন তাই মনীষার সঙ্গে তিনি বেশ দূরত্ব বজায় রেখেই চলতেন। তবে কোনও লাভ অ্যাঙ্গেল সৃষ্টি না করেও এলভিশই বিজেতা হলেন।
আরও পড়ুন : ভারতের সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত সঞ্চালক, Big Boss থেকে সালমানের পারিশ্রমিক শুনলে আঁতকে উঠবেন