পাঠান তো বাচ্চা! প্রথম দিনের কালেকশনেই বক্স অফিসের সব রেকর্ড ভেঙে দিল ‘গদর ২’

Gadar 2 Box Office Collection : বলিউড (Bollywood) -এ ২০০১ সালে মুক্তি পেয়েছিল ‘গদর: এক প্রেমকথা’ (Gadar: Ek Prem Katha)। ২২ বছর পরে মুক্তি পেলো ছবির সিক্যুয়েল ‘গদর ২’ (Gadar 2)সানি দেওল (Sunny Deol) এবং আমিশা প্যাটেল (Ameesha Patel) -র ছবি ‘গদর ২’ আজ শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। এই ছবিটির জন্য ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। আর তার প্রমাণ হলো মুক্তির প্রথমদিনই কুড়ি লক্ষ টিকিট বিক্রি হয়েছে এই ছবির।

‘গদর এক প্রেম কথা’ সিনেমাটি ২০০১ সালে মুক্তি পেয়েছিল। ভারত-পাকিস্তান ভাগের পর তারা সিং এবং সাকিনার জীবন কীভাবে পাল্টে গিয়েছিল সেই কথা তুলে ধরা হয়েছিল এই ছবিতে। ব্লকব্লাস্টার হিট হয়েছিল ছবিটি। তার ২২ বছর পর আজকে মুক্তি পেলো ‘গদর ২’। তবে জানেন কী প্রথম দিনেই কত কোটি টাকার ব্যবসা করলো গদর ২ (Gadar 2 First Day Collection)?

GADAR

তবে ৫ অগাস্টের আগে থেকেই শুরু হয়েছে গেছিল এই ছবির অগ্রিম বুকিং। ছবিটির অগ্রিম বুকিং শুরু হওয়ার সাথে সাথেই টিকিট বুক করে ফেলেছেন মানুষ। সানি দেওলের ছবি গদর ২ অগ্রিম বুকিংয়ের ক্ষেত্রে ইতিহাস তৈরি করেছে। এক সপ্তাহ আগেই ৩০ হাজার টিকিট বিক্রি করে ফেলেছিল এই ছবি। ‘পিভিআর’-ই বিক্রি করেছিল প্রায় ১২ হাজার টিকিট। অন্যদিকে, ‘সিনেপলিস’ বিক্রি করেছিল প্রায় ৯ হাজার ৩৫০ টিকিট।

ভারতের বড় বড় মাল্টিপ্লেক্স চেইনগুলিতে প্রথম দিনেই যে পরিমাণ টিকিট বিক্রি হয়েছে, তাতে ইতিমধ্যেই ২০ কোটি টাকা আয় করে ফেলেছে এই ছবি। দিল্লি ও উত্তরপ্রদেশের অধিকাংশ হলেই প্রথম দিন প্রায় ৮৫ শতাংশ দর্শক থাকবে প্রায় প্রতিটি শোতেই। পাটনায় ৭৫ শতাংশ আসন অগ্রিম বুকিয়ের মাধ্যমেই ভরে গিয়েছে। জয়পুরেও চিত্রটা অনেকটাই এক।

Gadar 2 The Katha Continues

আর ৪৪ শতাংশ টিকিটই বিক্রি হয়ে গিয়েছিল অগ্রিম বুকিংয়ের মাধ্যমে। এক কথায় বেশ জোরদার ওপেনিং হয়েছে এই ছবির। এ বার দেখার সানি দেওলের এই ছবি ১০০ কোটির ক্লাবে ঢুকতে পারে কি না। তবে প্রথম দিনের রেকর্ড গড়লো গদর২ তাতে করে ‘পাঠান’ এর পর গদর ২ হবে দ্বিতীয় সবথেকে বড় ওপেনিং এর হিন্দি ছবি।

GADAR

আরও পড়ুন : এক পয়সা রোজগার নেই, বলিউডের ১০০০ কোটি টাকার ক্ষতি করেছেন এই অভিনেতা

অগ্রিম বুকিং সংক্রান্ত তথ্য দিয়েছেন পরিচালক অনিল শর্মা। তিনি ট্যুইট করে জানান, ‘গদর ২-এ ঈশ্বরের অসীম কৃপা। অগ্রিম বিক্রি হয়েছে ২০ লাখ টিকিট। অনিল শর্মার পোস্টে ভক্তরাও প্রতিক্রিয়া জানিয়েছেন।’ একজন ভক্ত লিখেছেন,’ বাহ স্যার, মজা লাগলো… রেকর্ড তৈরি হচ্ছে।’ অন্যদিকে আরেকজন লিখেছেন, ‘এটা হতেই হত স্যার, গদর ২ দেশের মানুষের ভালোবাসা ও সমর্থন পেয়েছে… সানি পাজি।’

আরও পড়ুন : দ্বিতীয়বার মা হওয়ার আগেই গর্ভপাত! চরম দুঃসংবাদ দিলেন রানী মুখার্জী