ভেবলি, বক পাখি! টলিউড নায়িকাদের ডাক নামগুলো জানলে চোখ কপালে উঠবে

Tollywood Actresses Nick Names : সাধারণ থেকে তারকা নির্বিশেষে সকলেরই অফিসিয়াল নামের পাশাপাশি থাকে আরও অনেক ডাকনাম (Nick Name)। সাধারণত পরিবারের দেওয়া ডাক নামগুলো হয় একটু অদ্ভুত আর বেশ মজাদার। সবার সামনে সেগুলো বলতে বেশ লজ্জা পেতে হয়। একই অবস্থা টলিউড নায়িকাদেরও। টলিউড (Tollywood) -র বড় বড় নায়িকাদের ডাকনামগুলো শুনলে হেসে গড়িয়ে পড়বেন। আজকের এই প্রতিবেদনে রইল বাংলা সিনেমার নায়িকাদের অজানা ডাক নামের তালিকা।

স্বস্তিকা মুখার্জী (Swastika Mukherjee) : টলিউড ইন্ডাস্ট্রিতে ঠোঁট কাটা নায়িকা হিসেবে বেশ দুর্নাম রয়েছে স্বস্তিকার। গ্ল্যামারাস সৌন্দর্যের পাশাপাশি আকর্ষণীয় ব্যক্তিত্ব রয়েছে তার মধ্যে। তবে এমনই একজন অভিনেত্রীর নাম কিনা আবার ভেবলি! প্রসেনজিৎ চ্যাটার্জী এবং ঋতুপর্ণা সেনগুপ্তরা প্রকাশ্যে তাকে এই নামেই ডাকেন। তাই‌ টলিউডে এই নামেই পরিচিত অভিনেত্রী।

PAOLI DAM

পাওলি দাম (Paoli Dam) : এই বাঙালি নায়িকা টলিউডের পাশাপাশি বলিউড ইন্ডাস্ট্রিতেও চুটিয়ে কাজ করছেন। পাওলি নামেই জগৎ জোড়া খ্যাতি তার। তার ডাকনামটা আসলে এই নামেরই ক্ষুদ্র অংশ। তাই তার ডাক নামটাও ভীষণ মিষ্টি। পাওলির কাছের মানুষরা এবং স্বামী তাকে ‘পাও’ নামে ডাকেন।

শ্রাবন্তী চ্যাটার্জী (Srabanti Chatterjee) : মিমির মত শ্রাবন্তীরও একাধিক ডাকনাম রয়েছে। বাড়িতে কেউ তাকে মিষ্টি বলে ডাকেন, কেউ আবার ঘিন্টু বলে ডাকেন। শ্রাবন্তীর ঘিন্টু নামটা টলিউডেও বেশ প্রচলিত রয়েছে।

Sayantika Banerjee

সায়ন্তিকা ব্যানার্জী (Sayantika Banerjee) : সায়ন্তিকা ব্যানার্জীকে তার বাবা ডাকতেন দধিমনি বলে। কারণ ছোটবেলায় দুধ খাওয়ার পর তা তুলে ফেলতেন সায়ন্তিকা। এখনও মেয়েকে রাগানোর জন্য মাঝে মাঝে তার বাবা এই নামেই ডাকেন।

MIMI CHAKRABORTY

মিমি চক্রবর্তী (Mimi Chakraborty) : মিমির এক নয়, একাধিক ডাকনাম রয়েছে। টলিউডের এই সুন্দরী নায়িকাকে তার মা ডাকেন মোনা সোনা বলে। তবে বাবা তাকে খুবই মজার একটা নাম দিয়েছেন। মিমির বাবা তাকে ‘বক পাখি’ বলে ডাকেন। কারণ ছোটবেলায় মিমি নাকি এক পায়ে ভর দিয়ে বকের মত দাঁড়িয়ে থাকতেন।

KOEL MALLICK

আরো পড়ুন : জি বাংলা ছেড়ে সোজা স্টার জলসা! নামমাত্র বেতনে সিরিয়ালে কাজ নিলেন মিঠুন চক্রবর্তী

কোয়েল মল্লিক (Koel Mallick) : কোয়েল মল্লিককে আসলে যে নামে চেনেন ভক্তরা সেটা তার ভালো নাম নয়, ডাক নাম। কোয়েলের আসল নাম রুক্মিণী মল্লিক। কোয়েল হল তার ডাকনাম। টলিউডে পা রাখার সময় তিনি কোয়েল নামটাই ব্যবহার করেন।

আরো পড়ুন : টোটা রায় চৌধুরীর মেয়ে রূপে টলিউড নায়িকাদের দশ গোল দেবে, দেখুন ছবি গ্যালারী