ভারতের সবচেয়ে বেশি বেতনের মহিলা কর্মচারী, যাকে বেতন দিতে মুকেশ আম্বানিও ১০ বার ভাববে

Highest Paid Indian Woman : বর্তমান প্রজন্মে নারীরা কোনও অংশেই বাইরের কাজকর্মে পুরুষদের তুলনায় কম নয়। পুরুষদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ঘরের ও বাইরের কাজকর্ম সমান তালে সামলাচ্ছেন মেয়েরা। পশ্চিমা প্রদেশের পাশাপাশি ভারতবর্ষের মেয়েরাও এগিয়ে যাচ্ছেন তাদের কেরিয়ারে। তবে জানেন কি ভারতের সর্বোচ্চ বেতনভোগী মহিলা কে? তার উপার্জন জানলে আপনি চমকে যাবেন।

এই প্রতিবেদনে আজকে যে মহিলার কথা বলা হচ্ছে গোটা ভারতবর্ষের নিরিখে তিনি হলেন সর্বোচ্চ বেতনভোগী মহিলা। গত ১০ বছরের নিরিখে তিনি তার স্বামীর সঙ্গে ১৫০০ কোটি টাকা উপার্জন করেছেন। নাম তার কাবেরী কালানিধি মারান (Kavery Kalanathi Maran)। সান টিভি গ্রুপ (Sun TV Group) -র নির্বাহী পরিচালক হিসেবে ভারপ্রাপ্ত রয়েছেন তিনি। এখন শুধু ভারতবর্ষ নয়, তাকে চেনে গোটা পৃথিবী।

Kavery Kalanathi Maran

কাবেরী এবং তার স্বামী কালানিধি মারান গত দশ বছর ধরে তাদের ব্যবসা থেকে ভালোই লাভ করেছেন। বছরে তিনি প্রায় ১০০ কোটি টাকার কাছ থেকে উপার্জন করেন। তবে তার শিক্ষাগত যোগ্যতা জানলে আপনি অবাক হবেন। দেশের সর্বোচ্চ বেতনভোগী মহিলা মাত্র বিএ পর্যন্ত পড়াশোনা করেই এই সফলতা অর্জন করেছেন জীবনে। তিনি মাদ্রাজ বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেন।

১৯৯১ সালে কাবেরী প্রাক্তন কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী মুরাসেলির ছেলে কালানিধি (Kalanithi Maran) -কে বিয়ে করেন। অবশ্য এই বিয়ের আগেই সান টিভির প্রতিষ্ঠা করেছিলেন কালানিধি। তবে বিয়ের পর কাবেরী এই প্রতিষ্ঠানের দায়িত্ব নেওয়ার পর থেকে ক্রমে উন্নতি হয়েছে। সান টিভির এত সফলতার পেছনে কাবেরীর অবদান কিছু কম নয়। এই মুহূর্তে এই টিভি চ্যানেলকে দেশের বৃহত্তম চ্যানেল গোষ্ঠী হিসেবে গণ্য করা হয়।

KAVYA MARAN

কাবেরী এবং কালানিধির এক কন্যা সন্তান রয়েছেন যার নাম কাব্যা মারান। তিনি বিদেশ থেকে বিজনেস ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা শেষ করে এসেছেন। এখন তিনি তার বাবা এবং মায়ের ব্যবসার দায়িত্ব নিজের কাঁধে নিয়েছেন। তবে শুধু টিভি চ্যানেল নয়, কালানিধি মারানের আইপিএল টিম রয়েছে যার নাম সানরাইজার্স হায়দ্রাবাদ।

Kavery Kalanathi Maran

আরও পড়ুন : টাকার লোভে সঞ্জয় দত্তকে ছেড়ে আম্বানি পরিবারের বউমা হন এই অভিনেত্রী, রইল পরিচয়

বাবার সঙ্গে কাব্য শুধু টিভি চ্যানেলের দেখাশোনা করেন তাই নয়, আইপিএল ফ্রাঞ্চাইজির এই দলেরও পরিচালনা করেন তিনি। এই মুহূর্তে কালানিধিরা দেশের কোনও বড় শিল্পপতির তুলনায় কিছু কম নয়। শোনা যায়, গত ১০ বছরে তাদের কোম্পানি নাকি পনেরশো কোটি টাকার সাম্রাজ্য গড়ে তুলেছে। কাবেরী প্রতিবছর বেতন হিসেবে ৮৭.৫০ কোটি টাকা পাচ্ছেন।

আরও পড়ুন : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রান্না করেন এই বিশ্বসেরা রাঁধুনি, রইল পরিচয়