ক্যামেরার সামনেই খুল্লামখুল্লা অন্তরঙ্গতা! বি-গ্রেড ছবি দিয়ে কেরিয়ার শুরু করেন এই ৫ বলিউড নায়িকা

B Grade Bollywood Heroines : বলিউড (Bollywood) ইন্ডাস্ট্রিতে বি-গ্রেড (B Grade) ছবিকে কার্যত লজ্জার নজরে দেখা হত ৯০ এর দশকে। কিন্তু বহু সুপারস্টার এমন ছবিতে অভিনয় করেছিলেন স্রেফ টাকার লোভে। যেগুলো তাদের কেরিয়ারে খারাপ প্রভাব ফেলেছে। বেশিরভাগ ক্ষেত্রেই সুপারস্টারদের বিপরীতে নতুন নতুন নায়িকাদের নেওয়া হত এমন সব ছবিতে। কাজেই বলিউডের বহু প্রখ্যাত নায়িকার কেরিয়ার শুরু হয়েছিল বি-গ্রেড ছবি (B Grade Bollywood Movies) দিয়ে। এক নজরে দেখে নিন কারা কারা রয়েছেন এই তালিকায়।

পায়েল রোহতগি (Payal Rohatgi) : পায়েল সৌন্দর্য প্রতিযোগিতায় জিতে বেশ কিছু নামী বিজ্ঞাপনী সংস্থার প্রচারের মুখ হয়ে কাজ করছিলেন। এরপর ২০০২ সালে ‘ইয়ে কেয়া হো রাহা হে’ নামের একটি হিন্দি ছবি দিয়ে তার বলিউড কেরিয়ার শুরু হয়। এরপরে তিনি আরও বেশ কিছু বলিউড ছবিতে কাজ করেছিলেন। কিন্তু সেভাবে নজর কাড়তে পারেননি।

URVASHI DHOLAKIA

ঊর্বশী ঢোলাকিয়া (Urvashi Dholakia) : ঊর্বশীকে ‘কসৌটি জিন্দেগি কে’ সিরিয়ালের কমলিকা চরিত্রের জন্য দর্শকরা আজও মনে রেখেছেন। তিনিও একসময় বলিউড ছবিতে কাজ করতেন। ‘স্বপ্নম’ নামের একটি বি গ্রেড ছবিতে তিনি প্রথম অভিনয় করেছিলেন। এরপর দেখ ভাই দেখ, শক্তিমান, মেহেন্দি তেরে নাম কি মত বেশ কিছু সিরিয়ালে কাজ করেছিলেন তিনি।

রেশমা দেশাই (Rashami Desai) : রেশমা ‘পরী হু মে’ ধারাবাহিকের জন্য হিন্দি টেলিভিশন ইন্ডাস্ট্রির বেশ পরিচিত মুখ। তবে তার আগে তিনি অসমীয়া, হিন্দি, ভোজপুরি, পাঞ্জাবি এবং গুজরাতি ভাষার বেশ কিছু ছবিতে অভিনয় করেন। ‘বলমা বড়া নাদান’ ও ‘তোসে পেয়ার বা’ নামের দুটি ভোজপুরি বি গ্রেড সিনেমায় অভিনয় করে তার কেরিয়ার শুরু হয়।

Disha Vakani

দিশা ভাকানি (Disha Vakani) : ‘তারক মেহতা কা উলটা চশমা’ খ্যাত দয়াবেন ওরফে দিশা ভাকানিও বি গ্রেড ছবিতে অভিনয় করেছিলেন। ১৯৯৭ সালের ‘কস্মিন দ্য আনটাচড’ নামের একটি হিন্দি ছবি দিয়ে শুরু হয়েছিল তার কেরিয়ার।

MADHURI AND VINOD KHANNA

আরও পড়ুন : ভবিষ্যতের সুপারস্টার! টলিউডের তারকা সন্তানরা কে কোন স্কুলে পড়াশোনা করছে?

মাধুরী দীক্ষিত (Madhuri Dixit) : মাধুরী দীক্ষিতের একদম শুরুর দিকের কেরিয়ারেও ছবির লিস্টে রয়েছে একটি বিগ্রেড ছবি। বিনোদ খান্নার সঙ্গে ‘দয়াবান’ ছবিতে অভিনয় করেছিলেন মাধুরী। এই ছবিতে তাদের অন্তরঙ্গ দৃশ্য নিয়ে পরে অনেক সমালোচনা হয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে। মাধুরী নিজেও পরে স্বীকার করেন শুরুতেই এমন ছবিতে অভিনয় করাতে তার কেরিয়ার ডুবে যেতে পারত।

আরও পড়ুন : একবার বিয়েতে সাধ মেটেনি, দু-বার বিয়ে করেছেন এক বাঙালি নায়িকাসহ এই ১০ বলিউড তারকা